বাংলাদেশের একটি আধুনিক মানগত পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট । ২০১২ সালে কম্পিউটার ও ইলেকট্রনিক্স এ দুটি টেকনোলজি নিয়েই যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি। পরবর্তিতে কারিগরি শিক্ষার প্রসারতার লক্ষ্যে এই ইনিস্টিটিউটে সরকারী সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে আরও টেকনোলজির (আরো দুইটি টেকনোলজি -আর এসি ও ফুড) সংজোযন করা হয়। এই আর্টিকেলে মূলত এই ইনস্টিটিউট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। তথ্যগুলো বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে সংগ্রহ করা।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর ইতিহাস
ঐতিহ্যবাহী মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে শোভনীয় দালান কোঠায় সজ্জিত ঐতিহ্যবাহী এই ইন্সটিটিউটটি অবস্থিত। ১৩ অক্টোবর ২০১০ সালে কর্মস্থল পরিবর্তনে ১ জন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক প্রশাসনিক কার্যক্রম আরম্ভ হয় এবং পরবর্তীতে কম্পিউটার এবং ইলেকট্রনিক্স বিভাগে ১ জন করে শিক্ষককে একই প্রক্রিয়ায় পদায়ন করা হয়। এই ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নিয়ন্ত্রিত। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে।
শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরি, ওয়ার্কশপ এবং খেলার মাঠ রয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি সক্রিয় ছাত্র সংসদ রয়েছে যা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে। শিক্ষাকার্যক্রম ও শিক্ষার্থী পরিসংখ্যানঃ ২৩-১০-২০১০ সাল থেকে ২০১০-২০১১ শিক্ষা সনে কম্পিউটার এবং ইলেকট্রনিক্স টেকনোলজিতে যথাক্রমে ১ম শিফট ও ২য় শিফটে (৯১+৯৫) জন মোট ১৮৬ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শিক্ষা কার্যক্রমের যাত্রা আরম্ভ হয়। এবং পরে আরো ২টি টেকনোলজি চালু করা হয়৷
ইআইআইএন (EIIN) | ১৩৫৬১০ |
---|---|
ব্যবস্থাপনা | সরকারি |
শিক্ষার্থী ধরণ | সহশিক্ষা |
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য | |
বাংলায় | মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট |
ইংরেজিতে (ব্লক লেটার) | MOULAVIBAZAR POLYTECHNIC INSTITUTE |
স্থাপিত | ১০/১৩/২০১০ |
মোবাইল | ০১৩১৩৯১০২০০ |
ই-মেইল | moulvibazarpolytechinic@gmail.com |
ওয়েবসাইট | mpi.moulvibazar.gov.bd |
ক্যাম্পাস ভূমি | ৬একর |
ঠিকানা | |
হোল্ডিং নম্বর/রোড | শমশেরনগর রোড |
ডাকঘর | মাতারকাপন |
পোস্ট কোড | ৩২০০ |
উপজেলা/থানা | মৌলভীবাজার সদর |
জেলা | মৌলভীবাজার |
বিভাগ | সিলেট |
মিশন ও ভিশন
মিশন
দারিদ্র্য হ্রাস করার পাশাপাশি ভিশন ২০২১ অর্জনের জন্য কর্মসংস্থান বাড়িয়ে অর্থনৈতিক অবস্থার উন্নতি করার লক্ষ্যে তত্ত্ব ও ব্যবহারিক বিষয় উভয়ের জন্য সমমানের শিক্ষা ও প্রশিক্ষণ বজায় রাখা।
ভিশন
আন্তর্জাতিক শ্রমবাজারে পণ্যগুলি শোষণের জন্য প্রযুক্তিগত শিক্ষার উন্নতি করা, প্রসারিত করা। প্রযুক্তিগত শিক্ষায় বিশ্বাস, মূল্যায়ন আস্থা তৈরি করতে। শিল্প ও প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ স্থাপন করা।
পরিচালনা পর্ষদ
মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট -এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এমপিআই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর সুযোগ সুবিধা
এই ইনস্টিটিউট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে শোভনীয় দালান কোঠায় সজ্জিত ঐতিহ্যবাহী এই ইন্সটিটিউট অবস্থিত। এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এ প্রতিষ্ঠানটি ২০১২ সালে দুটি সাবজেক্ট কম্পিউটার ও ইলেকট্রনিক্স নিয়ে যাত্রা শুরু করেছিল পরবর্তীতে আরও (আরো দুইটি টেকনোলজি -আর এসি ও ফুড) সংযোজন করা হয়।
৬ একর জমির উপর নির্মিত এ প্রতিষ্ঠানটিতে সুরম্য ৫তলা ভবন সমূহের একাডেমিক কাম প্রশাসনিক ভবন, লাইব্রেরী ইত্যাদির রয়েছে। ইনস্টিটিউট এর প্রবেশ পথের গেটে, একাডেমিক কাম প্রশাসনিক ভবনের প্রবেশের গেটসমূহে রয়েছে কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী, যারা সার্বক্ষনিক প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমসহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সংগ্রহ করেছে। এছাড়া অনেক ধরনের সুযোগ-সুবিধা রয়েছে যা নিম্নে তুলে ধরা হলঃ
লাইব্রেরি সুবিধা
এই ইনস্টিটিউটের একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে যা শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকদের জন্য বিভিন্ন ধরণের পুস্তক সরবরাহ করে। বর্তমানে লাইব্রেরীতে পাঠ্যপুস্তক এর সংখ্যা ৪০০০ টি এবং সহায়ক বইয়ের সংখ্যা ৬০০ টি। লাইব্রেরিতে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, ব্যবসা, সাহিত্য এবং আরও অনেক বিষয়ে বিস্তৃত বইয়ের সংগ্রহ রয়েছে। শিক্ষার্থীদের লাইব্রেরি থেকে বই ইস্যু করা হয়। প্রতি মাসে ইস্যুকৃত বই এর সংখ্যা ২০ টি। লাইব্রেরীতে বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ভাষা চর্চা করা হয়।
ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি সুবিধা
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্য সুসজ্জিত ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি রয়েছে। শিক্ষার্থীরা এই ওয়ার্কশপ ব্যবহারের মাধ্যমে তাদের শিক্ষার মান উন্নয়ন করে থাকে। এই ইনস্টিটিউটে ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
- ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি ব্যবহারের জন্য নির্দিষ্ট নিয়ম এবং বিধিমালা রয়েছে।
- ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি ব্যবহারের জন্য শিক্ষার্থীদের অনুমতি নিতে হবে।
- ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি শুধুমাত্র ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
বর্তমানে মোট এই প্রতিষ্ঠানটিতে ডেক্সটপ রয়েছে ৪০ টি ল্যাপটপ রয়েছে ১০ টি মোট ৫০ টি ডিভাইস রয়েছে। যেগুলো ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের শিক্ষার মান উন্নয়ন করে থাকে।
মাঠ ও উন্মক্ত স্থান
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের একটি বড় মাঠ রয়েছে যা বিভিন্ন খেলাধুলার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও, মাঠটিতে ছাত্রদের বসার জন্য বেঞ্চ এবং ছায়া প্রদানের জন্য গাছ রয়েছে। মাঠটিতে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়ে থাকে যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদি।
আবাসিক হল
বর্তমানে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের জন্য কোন আবাসিক হলের ব্যবস্থা করা হয়নি।
ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)
এই ইনস্টিটিউটে রয়েছে একটি মসজিদ, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীরা নামাজ আদায় করে থাকে।
পলিটেকনিক ডাক বিভাগ
এই প্রতিষ্ঠানটিতে বর্তমানে আপাদত কোন নির্দিষ্ট পলিটেকনিক ডাক বিভাগ নেই।
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর মোট শিক্ষক এবং কর্মচারী
অধ্যক্ষ | ১ জন |
উপাধ্যক্ষ | ১ জন |
চীফ ইনস্ট্রাক্টর | ৫ জন |
ইনস্ট্রাক্টর | ১২ জন |
জুনিয়র ইন্সট্রাক্টর | ১ জন |
ড্রাফটসম্যান | ১ জন |
ফার্মাসিস্ট | ১ জন |
রেজিস্ট্রার | ১ জন |
প্রধান সহকারী | ১ জন |
ক্রাফট ইনস্ট্রাক্টর | ১৬ জন |
মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এর একাডেমিক কার্যক্রম
এই ইনস্টিটিউটে বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ডিআইই) কোর্স পরিচালনা করে আসছে। বিভাগঃ
- ইলেকট্রনিক্স টেকনোলজি
- কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলোজি
- ফুড টেকনোলোজি
- আরএসি টেকনোলোজি
- নন টেক
শর্ট কোর্স
এই ইনস্টিটিউটে শর্ট কোর্স চালু নেই, শুধু ডিপ্লোমার মাধ্যমগুলো কার্যরত আছে।
ছাত্রাবাস
এই ইনস্টিটিউটে বর্তমানে কোন ছাত্রাবাস নেই। সাধারণত ছাত্ররা এই ইনস্টিটিউট এর আশেপাশের ম্যাচে থেকে থাকে ।
সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে।
মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪