পলিটেকনিক

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট

লিখেছেন abhinoboschool

বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধিন একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে নরসিংদি পলিটেকনিক ইনস্টিটিউট। স্থাপনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই পলিটেকনিক ইনস্টিটিউট এর রয়েছে বিভিন্ন ধরনের সাফল্য এছাড়াও দেশ সেরা ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে যেমন ঠিক সেভাবেই এই ইনস্টিটিউটে অন্যান্য সেক্টরেও সুনাম অর্জন করেছে। আমরা এই আর্টিকেলে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট সর্ম্পকে আলোচনা করব।

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর ইতিহাস

নরসিংদী জেলার সদর থানায় পুলিশ লাইনস রোডে শোভনীয় দালান কোঠায় সজ্জিত ঐতিহ্যবাহী নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থিত। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট টি ২০০৬ সালে যাত্রা শুরু করে এবং প্রথমদিকে এই ইনস্টিটিউটের মাত্র চারটি টেকনোলজি যেমন সিভিল, কম্পিউটার, ফুড ও রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং নিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয় এবং বর্তমানে উন্নতি ধারায় এই প্রতিষ্ঠানটির চার বছর মেয়াদী এই কোর্সে ৫ টি টেকনোলজি চলমান রয়েছে। ইলেকট্রিক্যাল নতুন যুক্ত হয় ২০১৬ সালে।

একনজরে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট
ইআইআইএন (EIIN) ১৩২২৮৬
নীতিবাক্য Develop human resources is our vision
ব্যবস্থাপনা সরকারি
শিক্ষার্থী ধরণ সহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট
ইংরেজিতে (ব্লক লেটার) DHAKA POLYTECHNIC INSTITUTE
স্থাপিত ২০০৬
ফোন ০২৯৪৫১৬৬২
মোবাইল ০১৯৯২০০৮০০২
ই-মেইল NRSPOLY@GMAIL.COM
ওয়েবসাইট WWW.NARPOLY.GOV.BD
ক্যাম্পাস ভূমি ২০ একর (৮.১ হেক্টর)
ঠিকানা
হোল্ডিং নম্বর/রোড ডগরিয়া
ডাকঘর নরসিংদী
পোস্ট কোড ১৬০০
ওয়ার্ড
উপজেলা/থানা নরসিংদী সদর
জেলা নরসিংদী
বিভাগ নরসিংদী

মিশন ও ভিশন

মিশন

জাতীয় উন্নয়নের জন্য কারিগরি শিক্ষায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, মানবসম্পদ উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়ন।

ভিশন

মান সম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আর্ন্তজাতিক ও দেশীয় শ্রমবাজারের উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরী করা।

প্রিন্সিপালের বার্তা

বাংলাদেশের রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত নরসিংদী জেলায় কারিগরি শিক্ষার প্রসারে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ২০০৬ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। 

বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে প্রকৌশল এবং কারিগরি খাতে স্বনির্ভর করে গড়ে তুলার বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবে তুলনামূলক নতুন এই প্রতিষ্ঠানটিতে পাঁচটি অনুষদ চালু রয়েছে। অত্র প্রতিষ্ঠানের একঝাঁক তরুণ উদ্যোমী শিক্ষক/প্রশিক্ষকের সুযোগ্য সহচর্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীরা নিজেদেরকে বর্তমান শ্রমবাজারের উপযুক্ত দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলছেন।

অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক/প্রশিক্ষক এবং শিক্ষার্থীকে নিষ্ঠা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব-কর্তব্য পালনের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর সুনাম, মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানানো হচ্ছে।

পরিচালনা পর্ষদ

মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট-এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এনপিআই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট এর সুযোগ সুবিধা

বিশ হেক্টর জমি নিয়ে অবস্থিত নরসংদী পলিটেকনিক ইন্সটিটিউট। বর্তমানে এই ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের শিক্ষার তাদের পড়ালেখার মান উন্নতি করছে। ২০০৬ সালে গৌরবময় যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি এবং বর্তমানে প্রতিষ্ঠানটি তা যাত্রা কাল চালিয়ে যাচ্ছে। 

প্রায় ২ একর জমির উপর নির্মিত প্রতিষ্ঠানটিতে একাডেমিক ভবন, অধ্যক্ষ বাসভবন, প্রশাসনিক ভবন ইত্যাদির সন্নিবেশ ঘটেছে। এছাড়াও আপনি দেখতে পারবেন এই ইনস্টিটিউটের প্রবেশ পথের গেটে একাডেমিক কাম প্রশাসনিক ভবনের প্রবেশের গেটসমূহে রয়েছে সুসজ্জিত কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী, যারা সব সময় তাদের যোগাযোগের মাধ্যম সহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সংগ্রহ করছে। এছাড়াও নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে আর আমরা নিচে আজকে সুযোগ-সুবিধা গুলি নিয়ে আলোচনা করব।

লাইব্রেরি সুবিধা

বর্তমানে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে একটি গ্রন্থাগার রয়েছেে এবং লাইব্রেরির জন্য নির্দিষ্ট কক্ষ আছে। বর্তমানে লাইব্রেরিতে প্রায় পাঠ্যপুস্তক এর সংখ্যা আছে ৫০০০ টি। লাইব্রেরি পরিচালনার জন্য সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) আছে। এছাড়াও লাইব্রেরিতে বাংলা ও ইংরেজি ভাষার চর্চা হয়। 

ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি সুবিধা

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের এর শিক্ষার্থীদের ব্যাবহারিক/বাস্তবিক দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে আধুনিক মেশিন ও বিভিন্ন যন্ত্রে সজ্জিত ওয়ার্কশপ। যেখানে শিক্ষার্থীদের ব্যাবহারিক শিক্ষায় প্রশিক্ষণের মাধ্যমে শিল্প উন্নয়নের সাথে নিজেকে উন্নয়ন করে দেশ ও শিক্ষার মান বাড়িয়ে তুলবে। এছাড়াও ল্যাবে প্রায় ৫০ টি ডেক্সটপ এবং ৩০ টি ল্যাপটপ রয়েছে। 

মাল্টিমিডিয়া ক্লাসকক্ষ  

এই প্রতিষ্ঠানের রয়েছে মাল্টিমিডিয়া ক্লাশকক্ষ। যার দরূন শিক্ষার্থিরা তাদের শিক্ষার মান আরও বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে মোট মাল্টিমিডিয়া ক্লাসকক্ষ এর সংখ্যা ১০ টি এছাড়াও নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে মাল্টিমিডিয়া প্রজেক্টর রয়েছে। মোট মাল্টিমিডিয়া প্রজেক্টরের সংখ্যা ১৩ টি।

মাঠ ও উন্মক্ত স্থান

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের একটি সুন্দর মাঠ রয়েছে। শিক্ষার্থীদের শরীর চর্চাসহ বিভিন্ন খেলাধুলা পরিচালনা করার জন্য মাঠটি ব্যবহার হয়ে থাকে। উক্ত মাঠে বিভিন্ন খেলাধুলা ভলিবল, ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা হয়ে থাকে। 

স্বাস্থ্যকেন্দ্র

বর্তমানে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের এর কোন স্বাস্থ্যকেন্দ্র নেই। তবে একটি কক্ষ্য আছে যেখানে প্রাথমিক চিকিৎসার ব্যাবস্থা আছে।

আবাসিক হল

বর্তমান নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের কোন আবাসিক হল নেই।

ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)

বর্তমানে মুসলমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ সকলের জন্য মসজিদে নামাজ পড়ার সু – ব্যাবস্থা রয়েছে। এছাড়াও ক্যাম্পাসের আশেপাশে আরো কিছু মসজিদ রয়েছে।

পলিটেকনিক ডাক বিভাগ

বর্তমানে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের এর কোন নিজস্ব পলিটেকনিক ডাক বিভাগ নেই।

ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী

অধ্যক্ষ১ জন
উপাধ্যক্ষ২ জন
চিফ ইন্সট্রাক্টর (টেক)১২ জন
চিফ ইন্সট্রাক্টর (নন টেক)২ জন
ইন্সট্রাক্টর (টেক)৩৪ জন
ইন্সট্রাক্টর (নন টেক)১২ জন
ওয়ার্কশপ সুপার ৩ জন
রেজিস্টার ১ জন
ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর১ জন
জুনিয়ার ইন্সট্রাক্টর (টেক)৩৪ জন
জুনিয়ার ইন্সট্রাক্টর (নন টেক)১২ জন
উপ মোট কর্মকর্তা ১১৪ জন
ক্রাফট ইন্সট্রাক্টর (টি আর টেক)৩৮ জন
ক্রাফট ইন্সট্রাক্টর (সপ )৩৮ জন
ল্যাবরেটরী অ্যাসিস্ট্যান্ট ২ জন
প্রধান সহকারী১ জন
হিসাবরক্ষক ১ জন
স্টোরকিপার ১ জন
কেয়ারটেকার ১ জন
ক্যাশিয়ার১ জন
ইলেকট্রিশিয়ান-কাম-পাম্প ইন্সট্রাক্টর ১ জন
ড্রাইভার ১ জন
ল্যাবরেটরি সহকারী (বিজ্ঞান)২ জন
ডাটা প্রসেসর ২ জন
ক্যাশ সরকার১ জন
অফিস সহায়ক১ জন
নিরাপত্তা প্রহরী৩ জন
পরিচ্ছন্ন কর্মী মেশিন ক্লিনার৯ জন
পরিচ্ছন্ন কর্মী সুইপার২ জন

একাডেমিক কার্যক্রম

নরসিংদি পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ডিআইই) কোর্স পরিচালনা করে আসছে। বিভাগ সমূহঃ  

  • কম্পিউটার টেকনোলজি
  • ইলেকট্রিক্যাল টেকনোলজি
  • সিভিল টেকনোলজি
  • ফুড টেকনোলজি
  • আরএসি টেকনোলজি
  • নন- টেক বিভাগ

সাধারনত ডিপ্লোমা কোর্স গুল ৪ বছর মেয়াদি হয়ে থাকে যা ৮ টি সেমিস্টার এ বিভক্ত।

শর্ট কোর্স

বর্তমানে নরসিংদি পলিটেকনিক ইনস্টিটিউটের কোন শর্ট কোর্স চালু নেই। 

ছাত্র সংগঠন

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ালেখার পাশাপাশি কিছু ছাত্র সংগঠনে ছিল তবে ছাত্র আন্দোলনের পর বর্তমানে কোন সংগঠন নেই।

ছাত্রাবাস

নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের জন্য আলাদা কোন ছাত্রাবাস নেই। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের আসেপাশে অনেক ম্যাচ আছে। ছাত্র-ছাত্রীরা সেখানেই থাকে।


সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে। 

মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪
<https://abhinoboschool.com/নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট/>

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

abhinoboschool

নিউজ
চাকরি
Home
Question
Search