পলিটেকনিক

খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট

লিখেছেন abhinoboschool

বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধিন একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট। স্থাপনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই টেক্সটাইলের রয়েছে গৌরবময় সাফল্য। এছাড়াও দেশ সেরা ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে যেমন ঠিক সেভাবেই এই ইনস্টিটিউটে অন্যান্য  সেক্টরেও সুনাম অর্জন করেছে। আমরা এই আর্টিকেলে টেক্সটাইল ইনস্টিটিউট, খুলনা সর্ম্পকে আলোচনা করব।

খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট এর ইতিহাস

খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট বাংলাদেশের খুলনা বিভাগের অবস্থিত। এই ইনিস্টিটিউট ১ নভেম্বর ২০১৮ সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ইনিস্টিটিউটটি উদ্বোধন করেন। খুলনা শহরের রূপসা সেতুর বাইপাস সড়কের পাশে লবণচরা এলাকায় এই ইনিস্টিটিউটটি অবস্থিত এবং এটি ৫ একর জমির উপর নির্মিত। ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে এটিতে। এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। প্রতি বছর ২৫০ টি আসন রয়েছে শিক্ষার্থীদের। বর্তমানে ইংরেজিতে “Textile Institute, Khulna” এবং বাংলাতে “টেক্সটাইল ইনস্টিটিউট, খুলনা” নামে পরিচিত রয়েছে।

একনজরে টেক্সটাইল ইনস্টিটিউট, খুলনা
ইআইআইএন (EIIN) ১৩৩২৫৪
ব্যবস্থাপনা সরকারি
শিক্ষার্থী ধরণ সহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায় টেক্সটাইল ইনস্টিটিউট, খুলনা
ইংরেজিতে (ব্লক লেটার) TEXTILE INSTITUTE, KHULNA
স্থাপিত ২০১৮
মোবাইল ০১৭১২৬৯০৩৫৩
ই-মেইল tvikhulna@gmail.com
ওয়েবসাইট ti.khulna.gov.bd/
ক্যাম্পাস ভূমি ৫একর
ঠিকানা
হোল্ডিং নম্বর/রোড বিশ রোড
ডাকঘর জলমা
পোস্ট কোড ৯২৬০
উপজেলা/থানা সোনাডাঙ্গা
জেলা খুলনা
বিভাগ খুলনা

মিশন ও ভিশন

মিশন

জাতীয় উন্নয়নের জন্য কারিগরি  শিক্ষায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, মানবসম্পদ উন্নয়ন এবং জীবনযাত্রার মানোন্নয়ন।

ভিশন

মান সম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আর্ন্তজাতিক ও দেশীয়  শ্রমবাজারের উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরী করা।

পরিচালনা পর্ষদ

মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট-এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” কেটিয়াই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।

খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট এর সুযোগ সুবিধা

এই ইনিস্টিটিউটটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন একটি সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই ইনিস্টিটিউটটি খুলনা শহরের রূপসা সেতুর বাইপাস সড়কের পাশে এলাকায় অবস্থিত। এতে বাংলাদেশের কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়াও আপনি দেখতে পারবেন এই ইনস্টিটিউটের প্রবেশপথের গেটে একাডেমিক কাম প্রশাসনিক ভবনের প্রবেশের গেটসমূহে রয়েছে সুসজ্জিত কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী, যারা সব সময় তাদের যোগাযোগের মাধ্যম সহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সংগ্রহ করছে। এছাড়াওএই ইনিস্টিটিউটের এর বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে, আমরা নিচে আজকে খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট এর সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করব।

লাইব্রেরি সুবিধা

বর্তমানে এই ইনিস্টিটিউটের একটি সুন্দর এবং পৃথক লাইব্রেরী আছে। লাইব্রেরির জন্য নির্দিষ্ট কক্ষ আছে। এছাড়াও শিক্ষার্থীদের লাইব্রেরী থেকে বই ইস্যু করা হয়। এছাড়াও লাইব্রেরীতে বাংলা এবং ইংরেজি ভাষার চর্চা করা হয়।

ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি সুবিধা

বর্তমানে খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের ব্যাবহারিক/বাস্তবিক দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে আধুনিক মেশিন ও বিভিন্ন যন্ত্রে সজ্জিত ওয়ার্কশপ, যেখানে শিক্ষার্থীদের ব্যাবহারিক শিক্ষায় প্রশিক্ষণের মাধ্যমে শিল্প উন্নয়নের সাথে নিজেকে উন্নয়ন করে দেশ ও শিক্ষার মান বাড়িয়ে তুলবে। এছাড়াও ল্যাবে প্রায় ৫ টি ডেক্সটপ এবং ১ টি ল্যাপটপ রয়েছে। 

মাল্টিমিডিয়া ক্লাসকক্ষ

বর্তমানে খুলনা টেক্সটাইল ইনস্টিটিউটে মাল্টিমিডিয়া ক্লাশকক্ষ নেই।

মাঠ ও উন্মক্ত স্থান

বাংলাদেশের অন্যান্য টেক্সটাইল ইনস্টিটিউট এর মত এই টেক্সটাইল  ইনস্টিটিউটের  শিক্ষার্থীদের সরিচর্চা এবং বিভিন্ন খেলাধুলা পরিচালনা করার জন্য রয়েছে একটি মাঠ। এই মাঠে ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল ছাড়াও আরো বিভিন্ন ধরনের আউটডোর খেলাধুলা হয়। 

স্বাস্থ্যকেন্দ্র

খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট এর কোন স্বাস্থ্যকেন্দ্র নেই তবে একটি কক্ষ আছে। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার ব্যাবস্থা আছে।

আবাসিক হল

বর্তমান খুলনা টেক্সটাইল ইনস্টিটিউটে কোন আবাসিক হল নেই। 

ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)

বর্তমানে মুসলমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ সকলের জন্য মসজিদে নামাজ পড়ার সু – ব্যাবস্থা রয়েছে।

ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী

অধ্যক্ষ১জন
চীফ ইন্সট্রাক্টর ১জন
জুনিয়র ইন্সট্রাক্টর৪জন
টেইলার মাষ্টার১জন
টেকনিক্যাল এ্যাসিস্ট্যান্ট৪জন
প্যাটার্ণ ডিজাইনার ১জন
লাইব্রেরিয়ান১জন
উচ্চমান সহকারী১জন
অফিস সহায়ক১জন

একাডেমিক কার্যক্রম

খুলনা টেক্সটাইল ইনস্টিটিউট বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ডিআইই) কোর্স পরিচালনা করে আসছে।

বিভাগঃ
  • ওয়েট প্রসেসিং 
  • ইয়ান 
  • ফেব্রিক মেনুফ্যাকচারিং 
  • ফ্যাশন ডিজাইন 

শর্ট কোর্স

বর্তমানে এই ইনিস্টিটিউটে কোন আপাদত শর্ট কোর্স চালু নেই। 

ছাত্র সংগঠন

এই ইনিস্টিটিউটে কোন রাজনৈতিক দল নেই কিন্তু ভাষা আন্দোলন, স্বাধীনতা দিবস, একুশে ফেব্রুয়ারি উৎসব পালন করা হয়।

ছাত্রাবাস

এই ইনিস্টিটিউটে ছাত্র এবং ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে। তাছাড়া খাবারের সুব্যবস্থা এবং মুসলমান ভাই-বোনদের জন্য নামাজের সুব্যবস্থা রয়েছে।


সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে। 

মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

abhinoboschool

নিউজ
চাকরি
Home
Question
Search