এগ্রিকালচার

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা
লিখেছেন abhinoboschool

বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মধ্যে অন্যতম একটি ইনস্টিটিউট হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা। স্থাপনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই ইনস্টিটিউট এর রয়েছে গৌরবময় সাফল্য। এই আর্টিকেলে মূলত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। তথ্যগুলো বিভিন্ন ভেরিফাইড অনলাইন রিসোর্স থেকে সংগ্রহ করা। 

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা এর ইতিহাস

কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) এর আওতায় দেশের ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট(এটিআই)-এর অন্যতম কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর খুলনা। ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত দক্ষিন-পশ্চিমাঞ্চলের কৃষি প্রযুক্তি বিস্তারের প্রাণকেন্দ্র অত্র প্রতিষ্ঠানটি মহানগরী খুলনার উত্তরাংশে পুরাতন সাতক্ষীরা সড়কেরপার্শ্বে এক মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। 

ইনস্টিটিউটের ক্যাম্পাসেই অবস্থিত মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটেরি একটি অত্যাধুনিক ল্যাবরেটরী, একটি মসজিদ এবং একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। তাছাড়া অত্র ক্যাম্পাসকে ঘিরে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের একটি সরেজমিন গবেষনা বিভাগ ও হর্টিকালচার সেন্টর। প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি কৃত্রিম প্রজনন কেন্দ্র এবং একটি পুরাতন দর্শনীয় সফেদা বাগান, যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি ক্যাম্পাসে স্থাপিত হয়েছে একটি ভেজষ ও সুদৃশ্য মাল্টা বাগান। 

এছাড়া ফুল-ফল চাষ এবং ল্যান্ড স্ক্যাপিং-এর মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির কাজ অব্যাহত থাকায় শিক্ষার পরিবেশ সহ ইনস্টিটিউটে কৃষি সম্প্রসারণের একবটি প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে। অত্র খামারে উৎপাদিত বিভিন্ন জাতের ধান, গম, ও শাক-সবজি চাষ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের মাঝে বিবিন্ন জাতের গুণাবালী সম্পর্কে হাতে কলমে প্রচারণা করা হচ্ছে।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা
ইআইআইএন (EIIN) ১৩৩৩৭
ব্যবস্থাপনা সরকারি
শিক্ষার্থী ধরণ সহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা
ইংরেজিতে (ব্লক লেটার) Agriculture Training Inistitute, Khulna
স্থাপিত ১৯৩৭ সালে
ওয়েবসাইট WWW.ati.khulna.gov.bd
ক্যাম্পাস ভূমি ৪৮.৪৩ হেঃ
ঠিকানা
উপজেলা/থানা দিঘলিয়া
জেলা খুলনা
বিভাগ খুলনা,,,,

মিশন ও ভিশন

মিশন

টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে দক্ষ, ফলপ্রসূ, বিকেন্দ্রীকৃত, এলাকা নির্ভর, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্পসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণির কৃষকের প্রযুক্তিজ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ।

ভিশন

ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন।

পরিচালনা পর্ষদ

মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা -এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এটিআই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা এর সুযোগ সুবিধা

বাংলাদেশে অনান্য প্রতিষ্ঠানের মত এটিতে শিক্ষার্থিদের মান উন্নয়ন এর জন্য রয়েছে অনেক সুযোগ সুবিধা। এই প্রতিষ্ঠানটিতে লাইব্রেরী, ওয়ার্কশপ, ল্যাবরেটরি ইত্যাদি রয়েছে যার ফলে শিক্ষার্থীরা এগুলো ব্যবহার করে তাদের শিক্ষার মান বৃদ্ধি করে চলেছে প্রতিদিন প্রতিনিয়ত।

এছাড়াও আপনি দেখতে পারবেন এই ইনস্টিটিউটের প্রবেশপথের গেটে একাডেমিক কাম প্রশাসনিক ভবনের প্রবেশের গেটসমূহে রয়েছে সুসজ্জিত কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী, যারা সব সময় তাদের যোগাযোগের মাধ্যম সহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সংগ্রহ করছে। এই প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে আর আমরা নিচে আজকে সুযোগ-সুবিধা গুলি নিয়ে আলোচনা করব।

লাইব্রেরি সুবিধা

এই ইনস্টিটিউটে রয়েছে একটি বিশাল লাইব্রেরী যেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, কাচ ও মৃৎশিল্প, ইঞ্জিনিয়ারিং, ব্যবস্থাপনা, সামাজিক বিজ্ঞান, বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য ইত্যাদি বিষয়ে বই রয়েছে। এছারাও জার্নাল, ম্যাগাজিন, নিউজপেপার ও অন্যান্য পর্যায়িক সামগ্রী রয়েছে। এছারাও লাইব্রেরিতে বাংলা ও ইংরেজি ভাষার চর্চা হয়। 

ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি

এই ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ব্যবহারিক/বাস্তবিক দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে আধুনিক মেশিন ও বিভিন্ন যন্ত্রে সজ্জিত ওয়ার্কশপ। যেখানে যেখানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষায় প্রশিক্ষণের মাধ্যমে শিল্প উন্নয়নের সাথে নিজেকে উন্নয়ন করে শিক্ষার মান বাড়িয়ে তুলবে।

মাঠ ও উন্মক্ত স্থান

এই ইনস্টিটিউটের একটি সুন্দর মাঠ রয়েছে। শিক্ষার্থীদের শরীর চর্চাসহ বিভিন্ন খেলাধুলা পরিচালনা করার জন্য মাঠটি ব্যাবহার হয়ে থাকে। উক্ত মাঠে বিভিন্ন খেলাধুলা ভলিবল, ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা হয়ে থাকে। 

স্বাস্থ্যকেন্দ্র

বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে আলাদা কোন স্বাস্থ্যকেন্দ্র নেই তবে একটি কক্ষ আছে। এই কক্ষে প্রাথমিক চিকিৎসা এর ব্যাবস্থা রয়েছে। যেখানে ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকরা প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকে।

ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)

বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে মুসলমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ সকলের জন্য মসজিদে নামাজ পড়ার সু-ব্যাবস্থা রয়েছে। যেখানে মুসলমান শিক্ষক এবং শিক্ষার্থীরা নামাজ আদায় করে থাকে। 

পলিটেকনিক ডাক বিভাগ

এই প্রতিষ্ঠানটির কোন নিজস্ব পলিটেকনিক ডাক বিভাগ নেই।

ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)১ জন
উপাধ্যক্ষ১ জন
মুখ্য প্রশিক্ষক২ জন
ঊর্ধ্বতন প্রশিক্ষক১ জন
অতিরিক্ত উপপরিচালক মেহেরপুর (সংযুক্ত এটিআই)১ জন
অতিরিক্ত উপপরিচালক বাগেরহাট (সংযুক্ত এটিআই)১ জন
অতিরিক্ত উপপরিচালক সাতক্ষীরা (সংযুক্ত এটিআই)১ জন
অতিরিক্ত কৃষি অফিসার বটিয়াঘাটা খুলনা (সংযুক্ত এটিআই)১ জন
অতিরিক্ত কৃষি অফিসার দাকোপ খুলনা (সংযুক্ত এটিআই)১ জন
অতিরিক্ত কৃষি কর্মকর্তা বোয়ালখালী চট্টগ্রাম (সংযুক্ত এটিআই)১ জন
অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোংলা বাগেরহাট (সংযুক্ত এটিআই)১ জন
অতিরিক্ত কৃষি কর্মকর্তা তেরখাদা খুলনা (সংযুক্ত এটিআই)১ জন
প্রশিক্ষক২ জন
উপসহকারী প্রশিক্ষক৩ জন 
উচ্চমান সহকারী, দিঘলিয়া, খুলনা (সংযুক্ত এটিআই)১ জন
গুদামরক্ষক১ জন
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক২ জন
লাইব্রেরিয়ান১ জন
ড্রাইভার১ জন
দপ্তরী১ জন
অফিস সহায়ক২ জন
মালী৫ জন
গার্ড২ জন
পরিচ্ছন্নতা কর্মী২ জন 

প্রশিক্ষণের তালিকা এবং বিস্তারিত

প্রথমিক পর্যায়ে এখানে ভিলেজ এইড কোর্স চালু থাকলেও সময়ের বিবর্তনে অন্যান্য প্রশিক্ষনের পাশাপাশি এখানে প্রবর্তিত হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কৃষি ডিপ্লোমা শিক্ষাক্রম। 

১৯৪৭ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদী (১-২ বছর মেয়াদী) চাকুরি পুর্ব প্রশিক্ষণ, ১৯৮৩ সন হতে ১৯৯৪ সন পর্যন্ত মানউন্নয়ন/ কৃষি ডিপ্লোমা মেকআপ কোর্স এবং সর্বশেষ বাংলাদেশ কারিগরি শিবাষা বোর্ড-এর ১৯৯৫ সাল হতে ৬টি সেমিষ্টারে ৩ বছর মেয়াদী দুরশিক্ষণে কৃষি ডিপ্লোমা কোর্স চালু হয়েছে যা সাম্প্রতি দুরশিক্ষনের পাশাপাশি মুখোমুখি এবং ৬টি সেমিষ্টারের পাশাপাশি ৮ সেমিষ্টারে ৪ (চার) বছর মেয়াদী কোর্সে পরিণত হয়েছে। 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত সেমিষ্টারভিত্তিক ৩ বছর মেয়াদী ব্যাচেলর অব এগ্রিকালচার এডুকেশন (বিএজিএড) কোর্সটি অত্র প্রতিষ্ঠানে চালু রয়েছে। 

এটিআই–এর আওতাধীন বিভিন্ন জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ষ্টাফদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কৃষক প্রশিক্ষণ কোর্স বিভিন্ন সময় ও বিভিন্ন মেয়াদে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে।

শর্ট কোর্স

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনায় বর্তমানে কোন শর্ট কোর্স চালু নেই। 

ছাত্র সংগঠন

বাংলাদেশের ছাত্র আন্দলন এর পর বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে কোন ছাত্র সংঘটন নেই। 


সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে। 

মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

abhinoboschool

নিউজ
চাকরি
Home
Question
Search