টেক্সটাইল
Textile শব্দটি ল্যাটিন শব্দ Textilis থেকে এসেছে। সহজ ভাষায়, উইভিং, নিটিং এবং ফেল্টিং ইত্যাদি পদ্ধতি দ্বারা যে সকল প্রোডাক্ট বা কাপড় তৈরি হয় তাকে টেক্সটাইল বলে। বর্তমানে টেক্সটাইল বলতে বুঝায় সুতা,তুলা, পাট, উল, সিল্ক, হেম্প, উইভিং, নিটিং, ডাইং, ফিনিশিং, গার্মেন্টস ইত্যাদি সকল পদ্ধতি। অর্থাৎ র-ম্যাটারিয়াল থেকে শুরু করে কাপড় বা কাপড় জাতীয় কোন পণ্য তৈরির সকল প্রকার প্রসেসগুলো টেক্সটাইলের অধিভুক্ত। দেশের তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর অধীন বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়ন্ত্রনাধীন টেক্সটাইল ইনস্টিটিউটগুলো নির্মিত হয়েছে বা হচ্ছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী উক্ত প্রতিষ্ঠান সমূহে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স প্রদান করে থাকে। বর্তমানে দেশে ১২ টি Textile ইনস্টিটিউটের কার্যক্রম চলমান আছে এবং আরও ১৪টি ইনস্টিটিউট নির্মানাধীন এবং প্রস্তাবিত আছে। একই সাথে দেশে ১০০টিরও বেশি বেসরকারি পলিটেকনিকে পরিচালিত কোর্স অথবা স্বত্বন্ত্র Textile ইনস্টিটিউট রয়েছে।
অভিনব স্কুলের টেক্সটাইল ক্যাটাগরিতে প্রতিটি Textile Institute এর ইতিহাস, অবস্থান, ক্যাম্পাস, টেকনোলোজি(ডিপার্টমেন্ট), শিক্ষাব্যবস্থা, ছাত্রাবাস, রাজনৈতিক অবস্থান ও ইনস্টিটিউট সম্পর্কে সকল তথ্য আর্টিকেল, স্থির চিত্র অথবা ভিডিও চিত্রের মাধ্যমে আর্কাইভ আকারে রাখা আছে।
ডুয়েট প্রস্তুতিনতুনদের গাইডলাইনডুয়েট প্রশ্নপত্রডিপ্লোমা শেষ পর্যায়ে?সিভি তৈরিবিদেশে উচ্চশিক্ষা