পলিটেকনিক
Polytechnic শব্দটিকে বিশ্লেষণ করলেই পলিটেকনিকের অর্থ পাওয়া যায়। পলি(Poly) অর্থ হচ্ছে বহু এবং টেকনিক(Technic) হচ্ছে প্রয়োগকৌশল বা কলাকৌশল, শব্দ দুটি একত্র করলে দাঁড়ায় বহু-কলাকৌশল বা বহু-প্রয়োগকৌশল। অর্থাৎ উচ্চতর শিক্ষার জন্য একটি ভোকেশনাল ইনস্টিটিউট, যেখানে মূলত ডিপ্লোমা ডিগ্রি অফার করে থাকে এবং শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষা বিষয়ে দক্ষ করে গড়ে তুলে। অথবা, বিভিন্ন শিল্প কলা, ফলিত বিজ্ঞান, বা প্রযুক্তিগত বিষয়গুলোর সাথে সম্পর্কিত নির্দেশনা দেওয়া হয় যে প্রতিষ্ঠান সমূর্হ থেকে, সেই প্রতিষ্ঠান সমূর্হকে পলিটেকনিক বলা হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে Polytechnic Institute গুলো পরিচালিত হয়। সারা দেশে মোট ৫০টি সরকারি ও ৫০০টির ও অধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। প্রতিটি Polytechnic এর ইতিহাস, অবস্থান, ক্যাম্পাস, টেকনোলোজি(ডিপার্টমেন্ট), শিক্ষাব্যবস্থা, ছাত্রাবাস, রাজনৈতিক অবস্থা ও পাঠ্যক্রম অভিনব স্কুলের পলিটেকনিক ক্যাটাগরিতে আর্কাইভ আকারে রাখা আছে।
ডুয়েট প্রস্তুতিনতুনদের গাইডলাইনডুয়েট প্রশ্নপত্রডিপ্লোমা শেষ পর্যায়ে?সিভি তৈরিবিদেশে উচ্চশিক্ষা