সকল পলিটেকনিক ইনস্টিটিউটের তথ্য

Institute Page | Abinobo School

Institute শব্দের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। তবে কারিগরি শিক্ষা ব্যবস্থার দৃষ্টিকোণ হতে ইনস্টিটিউটের অর্থ হচ্ছে- একটি শিক্ষা প্রতিষ্ঠান যা সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে ব্যতীত, এবং সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষা প্রধান করে থাকে। প্রতিষ্ঠানগুলো কারিগরি বিষয়গুলোতে শিক্ষার্থীদের দক্ষ করার পাশাপাশি দক্ষতা সনদ(সার্টিফিকেট) প্রদান করে। উল্লেখ্য যে, ইনস্টিটিউটগুলো স্বতন্ত্রও হতে পারে আবার কখনও কখনও মন্ত্রণালয়/বিশ্ববিদ্যালয় অথবা  পরিচালিত হতে পারে। সংক্ষিপ্ত করে বলা যায়, বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো কারিগরি শিক্ষা প্রধান করে থাকে, তাদেরকে Institute বলা হয়।

অভিনব স্কুলের Institute পেইজে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নামের তালিকা, ইতিহাস, অবস্থান, ক্যাম্পাস, শিক্ষাব্যবস্থা, ছাত্রাবাস, রাজনৈতিক অবস্থা, পাঠ্যক্রম, স্থির চিত্র এবং ভিডিও চিত্র কন্টেন্ট আমাদের এই পেজে রাখা হচ্ছে, যেন যেকোন ব্যক্তি, শিক্ষার্থী বা নতুন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা প্রতিটি ইনস্টিটিউট সম্পর্কে স্বচ্ছ এবং সঠিক তথ্য পেতে পারে।

ডুয়েট প্রস্তুতিনতুনদের গাইডলাইনডুয়েট প্রশ্নপত্রডিপ্লোমা শেষ পর্যায়ে?সিভি তৈরিবিদেশে উচ্চশিক্ষা

নিউজ
চাকরি
Home
Question
Search