এসএসসি ভোকেশনাল কোর্স
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন ট্রেডে পরিচালিত এ শিক্ষাক্রমের নাম SSC ভোকেশনাল। এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের আওতাধীন মোট ৩১টি ট্রেড বা স্পেশালাইজেশন পরিচলিত হয়। অভিনব স্কুলের SSC ভোকেশনাল ক্যাটাগরিতে এই শিক্ষাক্রমের প্রতিটি ট্রেডের কাঠামো, মেয়াদ, ভর্তির নিয়মাবলী, নিবন্ধন, ধারাবাহিক মূল্যায়ন, চূড়ান্ত মূল্যায়ন, ফলাফল ঘোষণা ও সনদ প্রদান সংক্রান্ত সকল প্রকার তথ্য কোর্স রিভিউ আকারে রাখা হচ্ছে।
ডুয়েট প্রস্তুতিনতুনদের গাইডলাইনডুয়েট প্রশ্নপত্রডিপ্লোমা শেষ পর্যায়ে?সিভি তৈরিবিদেশে উচ্চশিক্ষা