ডিপ্লোমা ইন টেক্সটাইল
Diploma in Textile Engineering হচ্ছে দক্ষতা ভিত্তিক বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োগ। যেখানে মূলত সুতা/ফাইবার স্বারা তৈরী বিভিন্ন সামগ্রী নিয়ে কাজ করে। মানব জীবনে সুতার ব্যবহার কোথাও নেই এমন কোন সেক্টর খুঁজে পাওয়া সম্ভব না। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ এখন যন্ত্রপাতির ডিজাইন, নিয়ন্ত্রন এবং গবেষণা ও উন্নয়ন(R&D) নিয়েও কাজ করা হয়। অভিনব স্কুলের Diploma in Textile Engineering ক্যাটাগরিতে কোর্সগুলোর নাম ও মেয়াদ, ভর্তির যোগ্যতা ও নিয়মাবলি, ফলাফলের গ্রেডিং, তাত্ত্বিক, বদলি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সহ বোর্ড কর্তৃক সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে।
ডুয়েট প্রস্তুতিনতুনদের গাইডলাইনডুয়েট প্রশ্নপত্রডিপ্লোমা শেষ পর্যায়ে?সিভি তৈরিবিদেশে উচ্চশিক্ষা