কন্টেন্ট তৈরির অধিক আগ্রাহ থেকে আপনি অভিনব স্কুলের Content Community পেইজটি ভিজিট করেছেন, তার জন্য অভিনব স্কুলের ক্রিয়েটিভ ও কন্টেন্ট টিমের পক্ষথেকে আপনাকে শুভেচ্ছে। অভিনব স্কুলের Creative & Content টিম মূলত কন্টেন্ট রিসার্চ, ডেভেলপমেন্ট, ম্যাপিং, প্রকাশ ইত্যাদি ছাড়াও ডিজাইন এবং ইউজার ইন্টারফেস(ইউআই) নিয়ে কাজ করে। আপনি আগ্রহী হলে ASCC টিমে জয়েন হতে পারেন একই সাথে অভিনব উপায়ে কারিগরি শিক্ষাকে প্রচার ও প্রচলনের মাধ্যমে বিস্তৃত করার উদ্যোগে যুক্ত হতে পারেন। অর্থাৎ অভিনব স্কুলের সাথে একত্র হয়ে আপনি এবং অভিনব স্কুল এই দেশের অবহেলিত কারিগরি শিক্ষাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একই পথযাত্রী হতে পারেন।
অভিনব স্কুলের ASCC টিমে জয়েন হয়ে Content নিয়ে কাজ করতে চাইলে নিচের ফর্মটিতে আপনার মতামত জানান। আমরা সর্বোচ্চ ৪৯ মিনিটে আপনার মতামতের উপর ভিত্তি করে আপনার ই-মেইলে অথবা মোবাইল ফোনে কনফার্মেশন বার্তা ও একটি প্যানেলের লিংক দিব। এই প্যানেল হতে আপনি আপনার ডেভেলপ করা Content প্রকাশ করতে পারবেন এবং কন্টেন্ট ম্যানেজ, প্রোফাইল ম্যানেজ সহ বিভিন্ন ফিচার সংযুক্ত থাকবে যা দ্বারা খুব সহজে নিজের প্যানেল নিজেই পরিচালনা করতে পারবেন।
উল্লেখ্য যে, অভিনব স্কুলে আপনার তৈরি একাউন্টের ই-মেইল এড্রেসটি ফর্মে দিন। যদি একাউন্ট না থাকে তবে সাইন-আপে(Sign Up) ক্লিক করে একাউন্ট করে নিন এবং সাইন-আপকৃত ইমেইলটি দিন।
কন্টেন্ট(আর্টিকেল) লেখার ক্ষেত্রে আপনাকে সাধারণত কয়েকটি পয়েন্ট অনুযায়ী লিখতে হবে যা আপনার লিখার কোয়ালিটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে এবং অভিনব স্কুলের কন্টেন্ট স্ট্যান্ডার্ড বজায় থাকবে। যেমন,
- আর্টিকেলটি অবশ্যই আপনার লিজের লিখা হতে হবে।
- প্রকাশিত হওয়ার পরও আর্টিকেলের কপিরাইট থাকবে আপনার। তাই আপনি যেকোন স্বার্থে সেই আর্টিকেল ব্যবহার করতে পারবেন।
- আপনার আর্টিকেলে অধিক ভিজিটর পেতে সঠিকভাবে এসইও করুন।
- আর্টিকেল হতে হবে অভিনব স্কুলের কার্যক্রম সংক্রান্ত। যেমন, কারিগরি শিক্ষা, চাকরি, পড়াশুনা, ইংরেজি, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, প্রয়োজনীয় ডিজিটাল অ্যাসেট এবং বাকাশিবো সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নির্দেশিকা সম্পর্কে।
উল্লেখ্য যে, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের ক্ষেত্রে আপনার কন্টেন্টে নূন্যতম সম্পাদন করা হতে পারে যদি আপনার দ্বারা এসইও সম্ভব না হয়।
আপনার লেখালেখির যাত্রা অভিনব স্কুলের সাথে শুভ হোক!
অভিনব স্কুল সম্পর্কে জানতে পড়ুন About-এবাউট | Abinobo School
অভিনব স্কুলের কাছে আপনার প্রাইভেসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিস্তারিত পড়ুন Privacy Policy | Abinobo School