গোপনীয় নীতি – অভিনব স্কুল
অভিনব স্কুল(Abinobo School) একটি অনলাইন ভিত্তিক শিক্ষণীয় প্রতিষ্ঠান। বর্তমান বিশ্বে ডিজিটাল ডেটা ও কানেকশন খুবই সাধারণ দুটি বিষয়। অথচ ইন্টারনেট কেন্দ্রিক দিক হতে এই বিষয়গুলো গ্রাহকের কাছে খুবই প্রয়োজনীয়। একজন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রতিষ্ঠানগুলো কিভাবে সংগ্রহ করছে, কোথায় সংগ্রহ করছে এবং কিভাবে ব্যবহার করছে তা ব্যবহারকারী বুঝতে অত্যন্ত দূরহ। ব্যবহারকারী ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর জন্য আমাদের গোপনীয় নীতি কি হবে এবং কিভাবে আমরা আপনাদের গোপনীয় তথ্য রক্ষা করবো সেই সম্পর্কে স্পষ্টভাবে আপনাদের জানানো উচিৎ যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
আপনাদের দেওয়া ব্যক্তিগত তথ্য যে বিশ্বাসের উপর আমাদের দিয়েছেন তা সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আর তাই আপনাদের সুবিধার্থে আমরা গোপনীয়তার জন্য কতগুলো প্রয়োজনীয় নীতিমালা প্রতিষ্ঠিত করেছি যেখানে তথ্য সংগ্রহ, সুরক্ষা, ব্যবহার এবং শেয়ার ইত্যাদি জবাবদিহিতা সংজ্ঞায়িত করা আছে।
কেনো আমরা তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করি?
অভিনব স্কুলের সেবা গ্রহণকারীদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে ই-মেইল অথবা ফোন নাম্বার। আপনি যখন কোন এক অর্থে আমাদের ই-মেইল অথবা ফোন নাম্বার দিয়ে থাকেন তখন আমরা সেগুলো অত্যন্ত সুরক্ষা সহকারে সংরক্ষণ করি। তার একমাত্র কারণ হচ্ছে পরবর্তিতে যেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে আরও নিখুঁত ও প্রয়োজনীয় সেবার তথ্য আপনার কাছে পৌঁছাতে পারি। অর্থাৎ আমাদের সেবার ব্যাপারে আপনাকে অবগত করার জন্য আপনার ই-মেইল অথবা ফোন নাম্বার আমরা সংগ্রহ ও সংরক্ষণ করি।
আপনার স্বার্থে আমরা যে তথ্যগুলো সংগ্রহ ও সংরক্ষণ করবো
ই-মেইল
মোবাইল নং
জন্ম তারিখ
শিক্ষা
উপরোক্ত তথ্যগুলো শুধু মাত্র আমাদের ওয়েবসাইটে একজন গ্রাহক একাউন্ট তৈরি করলে দিতে হবে। আপনি আমাদের ব্লগ পড়লে উপরোক্ত তথ্য দিতে হবে না। তবে আমাদের নিউজলেটার সুবিধা পাওয়ার জন্য আপনাকে ই-মেইল ঠিকানা দিতে হবে।
ব্যক্তিগত তথ্য ছাড়া আমরা কুকিজ ব্যবহার করে থাকি। কুকিজ হচ্ছে একটি ছোট ফাইল যা আপনি অনুমতি দিলে আপনার ব্রাউজার অথবা হার্ডড্রাইভে এক বা একাধিক কুকিজ সংরক্ষণ করা হয়ে থাকে। কুকিজের মাধ্যমে সাধারণ আমাদের সেবার মান উন্নয়ন, আপনি কি প্রাধান্য দিচ্ছেন, আপনি আমাদের সাইটের কোন কোন জায়গায় ক্লিক করছেন ইত্যাদি রেকর্ড রাখা হয়।
আমরা যে কুকিজগুলো ব্যবহার করে থাকি…
প্রয়োজনীয় কুকিজএনালিটিক্যাল/পারফরম্যান্স কুকিজ
ফাংশনালিটি কুকিজ
টার্গেটিং কুকিজ
তাছাড়া আরও তথ্যের জন্য বলতে হয় থার্ড পার্টি কুকিজ ও পাস্ট পার্টি কুকিজ ব্যবহার করে থাকি আমরা। যা আপনি সম্মতি দিলে কার্যকর হয়। তবে আপনি যদি চান আমাদের সমস্ত কুকিজ ব্লগ করতে সেটাও সম্ভব কিন্তু তখন আমাদের ওয়েবসাইটের অনেক পেইজ বা ফিউচারের এক্সেস পাবেন না।
উন্নতমানের ওয়েবসাইট গুলোর মত আমরাও লগ ফাইল ব্যবহার করি। লগ ফাইল ব্যবহারের আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সেবা গ্রহণকারীদের কার্যকর এবং সহজ ভিত্তিতে আমাদের ওয়েবসাইট ব্যবহার নিশ্চিত করার জন্য। তাছাড়া আমরা আমাদের সাইটের নিরাপত্তা এবং ওয়েবসাইটের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য লগ ফাইল ব্যবহার করে থাকি।
কিভাবে আমরা আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করবো?
আপনার দেওয়া তথ্যগুলো সাধারণত আমরা ব্যবহার করবো আপনাদের উত্তম সেবা দেওয়ার উদ্দেশ্য। আপনি আমাদের ওয়েবসাইটে কি কি কার্যক্রম সংঘটিত করছেন, কোথায় ক্লিক করছেন এবং কোথায় বেশি সময় ব্যবহার করছে তার উপর নির্ভর করে আমরা আপনার কাছে সেই সম্পর্কিত তথ্য অথবা সেবা উপস্থাপন করার জন্য আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করবো।
আপনার ব্যক্তিগত তথ্য কারো কাছে প্রকাশ করবো?
আপনাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য আপনার কোন তথ্য আমরা তৃতীয় পক্ষ, মার্কেটিং এজেন্সি অথবা কোন ব্যক্তি কারো কাছেই স্থানান্তর করবো না। বা অর্থের প্রভাবে কোন প্রকার তথ্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে স্থানান্তর করা হবে না।
আমরা আপনার ব্যক্তিগত তথ্য কতদিন সংরক্ষণ করবো?
আপনার সম্মতিক্রমে পাওয়া তথ্যগুলো সাধারণত আমরা ততদিনই সংরক্ষণ করি যত দিন পর্যন্ত আপনাকে সঠিক ও সাবলীল সেবাটি দিতে না পারি। অর্থাৎ আমাদের উদ্দেশ্য সাধন হলে আপনার তথ্য তৎক্ষণাৎ অপসারণ করি।
তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা
আপনার সম্মতিক্রমের দেওয়া তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব স্কুলের টেকনোলজি দল প্রতিশ্রুতিবদ্ধ এবং সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করে আপনাকে নিরাপদ রাখার জন্য দায়বদ্ধ। কিন্তু বর্তমান টেকনোলজির যুগে ইন্টারনেটে কোন প্রকার তথ্যই আদান-প্রদানের ক্ষেত্রে সম্পন্ন নিরাপদ না। সেই অর্থেও আমরা নিরাপদ বা আপনাকে সুরক্ষা দেওয়ার জন্য সকল প্রকার চেষ্টা চালিয়ে যাব। উল্লেখ্য যে, আপনার তথ্য সংরক্ষণ করার জন্য আমরা বিভিন্ন কোম্পানির ডাটা স্টোরেজ ব্যবহার করতে পারি।
তথ্য পরিবর্তন বা অপসারণ বিষয়ক নীতিমালা
আপনার সম্মতিক্রমে দেওয়া তথ্য যদি অভিনব স্কুল-এর সিস্টেম হতে অপসারণ অথবা পরিবর্তন করতে চান তবে আমাদের দেওয়া ফর্মটি পূরণ করে সাবমিট করুন। ই-মেইলের মাধ্যমে ৪৮ ঘণ্টার ভিতর আপনার করা সাবমিটকৃত ফর্মের সমাধান পাবেন। উল্লেখ্য যে, বিভিন্ন বিঘ্নতার কারণে ৪৮ ঘন্টার ভিতর উত্তর দিতে সম্ভব নাও হতে পারে।
তৃতীয় পক্ষের বিজ্ঞাপন
আপনি যখন আমাদের ওয়েবসাইট ব্যবহার করবেন তখন তৃতীয় পক্ষের বিভিন্ন বিজ্ঞাপন দেখবেন। এই তৃতীয় পক্ষ সংস্থাগুলো আপনার আগ্রহের উপর ভিত্তি করে বিজ্ঞাপন গ্যলো পরিবেশন করবে।
প্রাইভেসি পলিসি পরিবর্তন
অভিনব স্কুলের গোপনীয় নীতি সম্পন্ন অভিনব স্কুলের উপর ন্যস্ত। ওয়েবসাইটের গোপনীয় নীতি যেকোন সময় প্রয়োজনের উপর ভিত্তি করে পরিবর্তন, সংশোধন বা সংযোজন করার ক্ষমতা রাখে। তাই প্রতিটি পদক্ষেপে আমাদের গোপনীয় নীতি অবলম্বন করা উচিৎ। আমাদের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করতে পারেন(info@abinoboschool.com).