পলিটেকনিক

বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট

লিখেছেন abhinoboschool

বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মত বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট অন্যতম। এটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯১৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত হয় বর্তমানে এ প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষা ব্যবস্থার দ্বারা সাফল্য অর্জন করছে।বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে দুই শিফটে ছাত্র-ছাত্রীদের শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সার্ভে কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ সৃষ্টি করা হচ্ছে। আজ আমরা এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট সম্পর্কে।

বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এর ইতিহাস

বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ সার্ভে ইনিস্টিটিউট। এটি ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় যেটি প্রায় একশত দশ বছর আগে। ছাত্র-ছাত্রীরা এই শিক্ষা গ্রহণ করে দেশের অভ্যন্তরে এই শিক্ষা সংশিষ্ট বিভিন্ন সংস্থায় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় দক্ষতার সহিত নিয়োজিত আছে।বর্তমানে এই ইনস্টিটিউটে দুটি টেকনোলজি রয়েছে। সার্ভেয়িং এবং ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্ট টেকনোলজি রয়েছে। 

প্রতি টেকনোলজিতে ২ শিফিটে মোট ৩০০ জন শিক্ষার্থী ভর্তি হচ্ছে। আরো প্রস্তাবিত রয়েছে ৩ টি টেকনোলজি যথাঃ জিওইনফরমেটিক্স, ফটোগ্রামেট্রি এন্ড রিমোট সেন্সিং এবং ক্যাডাস্ট্রাল,টপোগ্রাফিক সার্ভেয়িং এন্ড ল্যান্ড ইনফমেনশন টেকনোলজি।

বর্তমানে এই প্রতিষ্ঠানটি প্রায় শিক্ষাঙ্গনের আয়তন ১৪.১৭ একর। এতে একটি একাডেমিক কাম প্রশাসনিক ভবন, ছাত্রাবাস, হাসপাতাল ভবন, গ্রন্থাগার ও একটি পুকুর রয়েছে। নিচে এর বিস্তারিত ঠিকানা উল্লেখ করা হলোঃ

বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট, কুমিল্লা
ইআইআইএন (EIIN) ১৩২৪৪১
ব্যবস্থাপনা সরকারি
শিক্ষার্থী ধরণ সহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায় বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট, কুমিল্লা
ইংরেজিতে (ব্লক লেটার) BANGLADESH SURVEY INSTITUTE,COMILLA
স্থাপিত
ফোন ০৮১৬৮৪৭৭
মোবাইল ০১৮১৯১৮১৬০৮
ই-মেইল bsi65056@gmail.com
ওয়েবসাইট www.bsiedu.gov.bd
ক্যাম্পাস ভূমি ১৪.১৭ একর
ঠিকানা
হোল্ডিং নম্বর/রোড রামমালা
ডাকঘর রামমালা
পোস্ট কোড ৩৫০০
ওয়ার্ড ২১
উপজেলা/থানা কুমিল্লা সদর দক্ষিণ
জেলা কুমিল্লা
বিভাগ চট্টগ্রাম

মিশন ও ভিশন

মিশনঃ দক্ষ সার্ভে তৈরি করা এবং আধুনিক জরিপ যন্ত্রপাতি ব্যবহার করে জরিপ কাজের মান উন্নত করা।

ভিশনঃ জরিপ শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা।

পরিচালনা পর্ষদ

মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট -এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” ডিপিআই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশ সার্ভে ইনিস্টিটিউট এর সুযোগ সুবিধা

বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট ১৪.১৭ একর জমি নিয়ে অবস্থিত।বাংলাদেশের অন্যান্য শিক্ষার প্রতিষ্ঠানের মতন এই প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা যারা শিক্ষার্থীরা তাদের শিক্ষার মান উন্নয়ন করতে পারে। যেমন লাইব্রেরী, গ্রন্থাগার, ওয়ার্কশপ, মাল্টিমিডিয়া ক্লাশরুম ইত্যাদি। এইগুলো শিক্ষার্থীরা ব্যবহার করে প্রতিনিয়ত বাংলাদেশের জন্য নিয়ে আসছে সাফল্য। নিচে বিস্তারিত উল্লেখ করা হলোঃ

লাইব্রেরি

বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানের কোন পৃথক লাইব্রেরীর ভবন নেই। তবে লাইব্রেরীর জন্য একটি কক্ষ আছে। যেখানে বর্তমানে প্রায় ১২০০ পাঠ্যপুস্তক রয়েছে এছাড়া সহায়ক পাঠ্যপুস্তক রয়েছে ৯০০ টি। লাইব্রেরী থেকে নিয়মিত বই ইস্যু করা হয়. ইস্যুকৃত বইয়ের সংখ্যা প্রতি মাসে ১২ টি।

ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি

প্রশিক্ষণের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে যা শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করতে সহায়তা করে।

সাধারণত ওয়ার্কশপে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে যেগুলো ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের শিক্ষার মান উন্নতি করে চলেছে। শিক্ষার্থীরা বিভিন্ন সার্ভে যন্ত্রপাতি, যেমন থিওডোলাইট, লেভেল, এবং টোটাল স্টেশন ব্যবহার করতে শেখে। তারা জমি পরিমাপ, উচ্চতা নির্ধারণ, এবং মানচিত্র তৈরির কৌশলগুলি অনুশীলন করে।

এই প্রতিষ্ঠানে মোট ১২ টি কম্পিউটার আছে। এই ল্যাবরেটরিতে, শিক্ষার্থীরা সার্ভে, ফটোগ্রামেট্রি, এবং জিআইএস-এর জন্য বিভিন্ন সফ্টওয়্যার ব্যবহার করতে শেখে। তারা কম্পিউটার ব্যবহার করে ডেটা বিশ্লেষণ এবং মানচিত্র তৈরির কাজ করে।

মাল্টিমিডিয়া ক্লাসরুম 

বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে ১ টি এবং বলা যায় যে প্রতিদিন ২ টি করে ক্লাস নেওয়া হয় এই মাল্টিমিডিয়া ব্যবহার করে। এছাড়াও মোট মাল্টিমিডিয়া প্রজেক্টরের সংখ্যা দুইটি।

মাঠ ও উন্মক্ত স্থান

বর্তমানে এই ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর মাঠ এবং উন্মুক্ত স্থান রয়েছে। যেখানে শিক্ষার্থীরা শরীর চর্চাসহ বিভিন্ন খেলাধুলা পরিচালনা করে থাকে।যেমন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন ভলিবল ইত্যাদি এছাড়াও এই প্রতিষ্ঠানে অনুষ্ঠানগুলো এখানে অনুষ্ঠিত হয়ে থাকে ।

স্বাস্থ্যকেন্দ্র

বর্তমানে এই প্রতিষ্ঠানে একটি স্বাস্থ্যকেন্দ্র কক্ষ আছে। এখানে প্রাথমিক চিকিৎসা নিতে পারবে শিক্ষক ও শিক্ষার্থীরা। 

আবাসিক হল

বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে আপাদত কোন আবাসিক হল নেই। 

ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)

বর্তমানে এই প্রতিষ্ঠানে একটি ধর্মীয় মসজিদ রয়েছে। এই মসজিদটিতে মুসলমান শিক্ষক শিক্ষার্থীরা নামাজ আদায় করে থাকে।  

পলিটেকনিক ডাক বিভাগ

বর্তমানে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের নিজস্ব কোন পলিটেকনিক ডাক বিভাগ নেই।

ব্যায়ামাগার ও ক্যাফেটেরিয়া

সাধারনত এই প্রতিষ্ঠানের কোন নিজস্ব ব্যায়ামাগার এবং ক্যাফেটরিয়া নেই। সাধারণত শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট ম্যাচের তারা যেখানে থাকে সেখানে আশেপাশের ব্যায়ামাগার এবং ক্যাফেটেরিয়া ব্যবহার করে থাকে।

ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী

অধক্ষ্য১ জন
চিফ ইন্সট্রাক্টর১ জন
ক্রাফট ইন্সট্রাক্টর১৪ জন 
ল্যাব এসিস্টেন্ট১ জন
জুনিয়র ইন্সট্রাক্টর৪ জন
৩য় শ্রেনি কর্মচারি১ জন
৪র্থ শ্রেনি কর্মচারি ৫ জন

টেকনোলজি 

বর্তমানে বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউটে বর্তমানে ২ টি টেকনোলজি রয়েছে। সার্ভেয়িং এবং ল্যান্ড রিসোর্স সার্ভে এন্ড এনভায়রনমেন্ট টেকনোলজি রয়েছে। প্রতি টেকনোলজিতে ২ শিফিটে মোট ৩০০ জন শিক্ষার্থী ভর্তি হচ্ছে। 

এছারাও রয়েছে ৩ টি টেকনোলজি যথাঃ জিওইনফরমেটিক্স, ফটোগ্রামেট্রি এন্ড রিমোট সেন্সিং এবং ক্যাডাস্ট্রাল,টপোগ্রাফিক সার্ভেয়িং এন্ড ল্যান্ড ইনফমেনশন টেকনোলজি। এই কোর্সটি কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এবং এটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা সার্ভেক্ষণ ও মানচিত্র বিদ্যায় পেশাদার হিসেবে কর্মসংস্থানের সুযোগ লাভ করে।

শর্ট কোর্স

বর্তমানে বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউটে কোন শর্ট কোর্স চালু নেই। উপরের টেকনোলজি সর্ম্পকে যে আলোচনা আছে সেগুলোই বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউটে কোর্স সমূহ।

ছাত্রাবাস

বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটে ছাত্রাবাস রয়েছে। ছাত্রাবাস ছাড়াও শিক্ষার্থীরা ম্যাচেও থেকে থাকে। 


সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে। 

মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

abhinoboschool

নিউজ
চাকরি
Home
Question
Search