বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সকল প্রতিষ্ঠানের ভিতর চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট অন্যান্য ইনস্টিটিউটের মধ্যে অন্যতম। স্থাপনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই পলিটেকনিকের রয়েছে গৌরবময় সাফল্য। এই পলিটেকনিক থেকে যেমন দেশ সেরা ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে তেমনই অন্যান্য সেক্টরেও সুনাম অর্জন করেছে। এই আর্টিকেলে মূলত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। তথ্যগুলো বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে সংগ্রহ করা।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ইতিহাস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপিত ৪৯ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একটি। এটি টেকনিক্যাল শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট, চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে প্রায় ০২ কি.মি. উত্তর-পশ্চিম পাশে মহানন্দা নদীর উপর নির্মিত মহানন্দা ব্রীজের উত্তর পাশ সংলগ্ন বারঘরিয়ায় অবস্থিত।
২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে ০২ টি টেকনোলজি নিয়ে এই প্রতিষ্ঠানটি একাডেমিক কার্যক্রম শুরু করে। বর্তমানে ইন্সটিটিউটে ০৬ টি টেকনোলজিতে ১ম ও ২য় শিফটে প্রায় ৩৫০০ জন শিক্ষার্থী অধ্যয়ণরত।
ইআইআইএন (EIIN) | ১৩৭০০৬ |
---|---|
ব্যবস্থাপনা | সরকারি |
শিক্ষার্থী ধরণ | সহশিক্ষা |
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য | |
বাংলায় | চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট |
ইংরেজিতে (ব্লক লেটার) | CHAPAINAWABGANJ POLYTECHNIC INSTITUTE |
স্থাপিত | ২০০৬ |
মোবাইল | ০১৭১১৪৪৩১৭০ |
ই-মেইল | chapaipoly@gmail.com |
ওয়েবসাইট | www.dpi.gov.bd |
ক্যাম্পাস ভূমি | ৩ একর |
ঠিকানা | |
হোল্ডিং নম্বর/রোড | বড়ঘড়িয়া |
ডাকঘর | বড়ঘড়িয়া |
পোস্ট কোড | ৬৩০০ |
উপজেলা/থানা | চাঁপাই নবাবগঞ্জ সদর |
জেলা | নবাবগঞ্জ |
বিভাগ | রাজশাহী |
মিশন ও ভিশন
মিশন
মানসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতি ও কর্মসূচী প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, আদর্শমান নির্ধারণ এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন।
ভিশন
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা যুগোপযোগীকরণ, মানব সম্পদ উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন এবং জীবনযাত্রার মান উন্নয়ন।
পরিচালনা পর্ষদ
মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট -এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” সিপিআই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর সুযোগ সুবিধা
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটটি চাঁপাইনবাবগঞ্জের শহর থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর পশ্চিম পাশে বাংলাদেশের অন্যতম নদী মহানন্দা নদীর ব্রিজের উত্তর পাশ সংলগ্ন বারঘরিয়ায় অবস্থিত আছে। এটি প্রথম ২০০৮ ও ২০০৯ শিক্ষাবর্ষে মাত্র দুটি টেকনোলজি নিয়ে প্রতিষ্ঠানটি তার প্রথম একাডেমিক কার্যক্রম শুরু করে এবং বর্তমানে উন্নতির ধারায় এই ইনস্টিটিউটে ছয়টি টেকনোলজিতে প্রথম এবং দ্বিতীয় শিফটে প্রায় ৩৫০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
এই ইনস্টিটিউটে বাংলাদেশের সাধারণ ইনস্টিটিউটের মত অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায়। যেমন লাইব্রেরী,ওয়ার্কশপ এবং ল্যাবটরী আছে ইত্যাদি। নিচে এর সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলঃ
লাইব্রেরি সুবিধা
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে একটি সুন্দর এবং পৃথক লাইব্রেরী আছে। যেটি প্রশাসনিক ভবনের নিচে অবস্থিত। বর্তমানে এই লাইব্রেরীতে বই এর সংখ্যা আছে ৩০২০ টি এবং সহায়ক বইয়ের সংখ্যা আছে ১৫০০ টি।এছাড়াও শিক্ষার্থীদের লাইব্রেরী থেকে বই ইস্যু করা হয় এবং মাসে ইসুকৃত সংখ্যা ২০০ টি। এছাড়াও লাইব্রেরীতে বাংলা এবং ইংরেজি ভাষার চর্চা করা হয়।
ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি সুবিধা
বাংলাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মত এটিতেও ওয়ার্কশপ এবং কম্পিউটারের ল্যাব রয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়ানোর জন্য এই ওয়ার্কশপ গুলি অনেক সাহায্য করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব রয়েছে এবং মোট কম্পিউটারের সংখ্যার মধ্যে ৯৫ টি ডেস্কটপ এবং ১১ টি ল্যাপটপ রয়েছে।
মাঠ ও উন্মক্ত স্থান
বাংলাদেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউট এর মত এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শরির চর্চা এবং বিভিন্ন খেলাধুলা পরিচালনা করার জন্য রয়েছে একটি মাঠ। এই মাঠে ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট ছাড়াও আরো বিভিন্ন ধরনের আউটডোর খেলাধুলা হয়।
স্বাস্থ্যকেন্দ্র
সাধারনত এই প্রতিষ্ঠানটিতে কোন স্বাস্থ্যকেন্দ্র নেই কিন্তু একটি স্বাস্থ্যকেন্দ্র কক্ষ আছে, যেটিতে শিক্ষক এবং ছাত্ররা কোন প্রকার ত্রুটি হলে প্রাথমিক চিকিৎসা সহায়তা নিতে পারবে।
আবাসিক হল
বর্তমানে এই পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের জন্য দুই তালা বিশিষ্ট আবাসিক হল থাকলেও শিক্ষার্থীদের জন্য কোন আবাসিক হল নেই।
পলিটেকনিক ডাক বিভাগ
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর কোন নিজস্ব পলিটেকনিক ডাক বিভাগ নেই।
ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে একটি মসজিদ রয়েছে যেটি ২ তলা বিশিষ্ট যেখানে মুসলমান শিক্ষক এবং শিক্ষার্থীরা গিয়ে নামাজ আদায় করে থাকে।
ছাত্রাবাস
বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউট কোন ছাত্রাবাস নেই আপাতত সকল শিক্ষার্থীরা ম্যাচেই থেকে থাকে।
ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী
প্রিন্সিপাল | ১ জন |
উপাধ্যক্ষ | ২ জন |
প্রধান সহকারী | ১ জন |
চিফ ইনস্ট্রাকটর বা ডিপার্টমেন্ট প্রধান | ৭ জন |
ইনস্ট্রাকটর এবং ওয়ার্কশপ সুপার | ১০ জন |
ক্রাফট ইনস্ট্রাক্টর | ১৪ জন |
রেজিস্ট্রার | ১ জন |
হিসাবরক্ষক | ১ জন |
হিসাব সহকারী | ১ জন |
স্টোর কিপার | ১ জন |
একাডেমিক কার্যক্রম
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ওয়েবসাইট তথ্যমতে বর্তমানে চার বছর মেয়াদী ৬ টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট চালু আছে। প্রতিটি ডিপার্টমেন্টে একের অধিক গ্রুপ আছে। বর্তমানে ইন্সটিটিউটে ০৬ টি টেকনোলজিতে ১ম ও ২য় শিফটে প্রায় ৩৫০০ জন শিক্ষার্থী অধ্যয়ণরত। নিচে টেবিলে ডিপার্টমেন্ট, গ্রুপ ও সিট সংখ্যা তুলে ধরা হল।
- কম্পিউটার টেকনোলজি
- ইলেক্ট্রিক্যাল টেকনোলজি
- ইলেক্ট্রনিক্স টেকনোলজি
- ফুড টেকনোলজি
- মেকাট্রনিক্স টেকনোলজি
- আর এ সি টেকনোলজি
- নন-টেক ডিজিটাল কনটেন্ট
শর্ট কোর্স
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে কোন শর্ট কোর্স চালু নেই।
ছাত্র সংগঠন
অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউট এর মত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ও অনেক ধরনের ছাত্র সংগঠন ছিল। বাংলাদেশের ছাত্র আন্দলন এর পর বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে কোন ছাত্র সংঘটন নেই।
সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে।
মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪