About: Abhinobo School
অভিনব স্কুল হচ্ছে অনলাইন ভিত্তিক একটি শিক্ষণীয় প্রতিষ্ঠান। তথ্য প্রযুক্তির এই যুগে, কারিগরি বোর্ডের শিক্ষার্থী, প্রযুক্তি সম্পৃক্ত শিক্ষার্থী ও কারিগরি শিক্ষায় আগ্রহী নতুন শিক্ষার্থী সহ সকলের জন্য স্বচ্চ ও বহুমুখী তথ্য উপাত্ত নিয়ে যাত্রা শুরু করা উদ্ভাবনী স্কুল। আমরা এখন বাংলাদেশ কারিগরি শিক্ষা ব্যবস্থার সকল শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা, চাকরি, পড়াশুনা, ইংরেজি, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার, উচ্চ শিক্ষা, প্রয়োজনীয় ডিজিটাল অ্যাসেট, বাকাশিবো সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নির্দেশিকা প্রকাশ এবং এই শিক্ষার প্রচার ও প্রচলনের করে আসছে যা কারিগরি শিক্ষাক্রমের শিক্ষার্থী ও কারিগরি শিক্ষা নিয়ে আগ্রহী সকলের জন্য তাৎপর্যপূর্ণ।
দেশ এবং দেশের অগ্রগতির জন্য শিক্ষা হচ্ছে একটি গতিশীল উপাদান যার সম্পৃক্ততা সমাজের সকল উপাদানের সাথে রয়েছে। সমাজে বসবাসের জন্য প্রতিটি মানুষকে শিক্ষায় অর্জিত জ্ঞান দ্বারা পরিচালিত হতে হয়। একই সাথে জীবিকা নির্বাহের জন্য দরকার হয় প্রয়োজনীয় দক্ষতা। মানুষ আদিকাল হতে সেই দক্ষতা কাজে লাগিয়ে জীবন পরিচালনা করে আসছে। তবে যখন যতটুকু দক্ষতার প্রয়োজন হয় সমাজ এবং সমাজের মানুষকে ততটুকু দক্ষ বা তারও বেশি অর্জন করতে হয় এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে অগ্রগতি পথে এগিয়ে যেতে হয়। ঠিক সেই পরিপেক্ষিতে আমরা স্বাধীনতার ৫০ বছর পরেও পিছিয়ে আছি। উদাহরণ, উন্নত দেশগুলো যখন চতুর্থ শিল্পবিপ্লবকে সদরে গ্রহণ করছে সেখানে আমরা মাত্র এই বিপ্লব সম্পর্কে ধারণা নিচ্ছি। উন্নত দেশগুলোর সাথে আমাদের এই পার্থক্যের উল্লেখযোগ্য কারণগুলোর ভিতর একটি হচ্ছে আমাদের দেশে কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রসার না ঘটা।
দেশে কারিগরি শিক্ষায় এতোগুলো কারিকুলাম এবং কোর্স থাকা স্বত্বেও প্রচারের অভাবে এই শিক্ষা সম্পর্কের এখনও শিক্ষার্থীসহ অভিভাকদের মনে সঠিক ধারণা জন্ম নেয়নি, এমনকি হাতে কলমে শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে তারা এখনও অবগত না। অবগত না থাকার কারণে দেশের তরুণ সমাজ থেকে শুরু করে অভিভাকদের মনে এখনও কারিগরি শিক্ষা নিয়ে নেতিবাচক চিন্তা আছে এমনকি কারিগরি শিক্ষাসহ এই সেক্টরের কর্মক্ষেত্রকে ছোট করে দেখে।
অভিনব স্কুল কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে প্রচার ও প্রসারের মাধ্যমে দেশের প্রত্যেক অভিবভাবক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে স্বচ্ছ ও সাবলীল তথ্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ ও শিক্ষার্থীদের সকল প্রকার দিক নির্দেশনা সহ শিক্ষা সংক্রান্ত সকল প্রকার রিসোর্স দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও চাকরি জীবনকে সহজ করবে। এই ধারাবাহিকতায় আমরা আমাদের প্রতিটি কার্যক্রম ও টুলস ডেভেলপ করে যাচ্ছি। এখন আমরা কারিগরি শিক্ষার বিভিন্ন তথ্য সংরক্ষণ করে যাচ্ছি যা ভোক্তভোগীদের সেবা দেওয়ার মাধ্যমে অনলাইন উপস্থিতি বাড়াচ্ছে এবং ফ্রি টুলসগুলো ডেভেলপমেন্টের জন্য ডাটা অপটিমাইজেশন করা হচ্ছে।