পলিটেকনিক

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট

লিখেছেন abhinoboschool

বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধিন একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। স্থাপনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই পলিটেকনিক ইনস্টিটিউট এর রয়েছে বিভিন্ন ধরনের সাফল্য এছাড়াও দেশ সেরা ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে যেমন, ঠিক সেভাবেই এই ইনস্টিটিউটে অন্যান্য সেক্টরেও সুনাম অর্জন করেছে। আমরা এই আর্টিকেলে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট সর্ম্পকে আলোচনা করব। 

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ইতিহাস

গাড়ো পাহাড়ের পাদদেশে অবস্থিত বৃহত্তর ময়মনসিংহের কারিগরি শিক্ষার (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়রিং) অন্যতম প্রতিষ্ঠান হল শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয় ২০০৪ সাল থেকে। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি শেরপুর জেলা সদর থেকে ৫ কি,মি পূর্বে ভাতশালায় ঢাকা-শেরপুর মহাসড়কের পার্শ্বে অবস্থিত। শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট দক্ষ জনশক্তি তৈরি করা এবং দেশের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা। এই লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য রয়েছে ডিজিটাল ল্যাব ১৬ টি। আধুনিক ক্লাসকক্ষ ইন্টারনেটের সু-ব্যবস্থা। লাইব্রেরীতে ও ইন্টারনেট সংযোগ রয়েছে। বর্তমানে ইংরেজিতে “Sherpur Polytechnic Institute” এবং বাংলাতে “শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে” নামে পরিচিত রয়েছে।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট
ইআইআইএন (EIIN) ১৩৬০৭১
ব্যবস্থাপনা সরকারি
শিক্ষার্থী ধরণ সহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায় শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট
ইংরেজিতে (ব্লক লেটার) Sherpur Polytechnic Institute
স্থাপিত ২০০৪
ফোন ০১৯৩১৬২৫৩৪
মোবাইল ০১৭১৬৭৯৬৯৯৯
ই-মেইল PRINCIPAL1966@HOTMAIL.COM
ওয়েবসাইট WWW.SHERPURPOLY.EDU.BD
ক্যাম্পাস ভূমি ৩ একর (১.২ হেক্টর)
ঠিকানা
হোল্ডিং নম্বর/রোড ভাতশালা
ডাকঘর ভাতশালা
পোস্ট কোড ২১০০
উপজেলা/থানা শেরপুর সদর
জেলা শেরপুর
বিভাগ শেরপুর

লক্ষ ও উদ্দেশ্য

শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের লক্ষ্য হলো দক্ষ ও যোগ্য কারিগরি জনশক্তি তৈরি করা। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হলো:

  • শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা।
  • শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রস্তুত করা।
  • শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও দক্ষতায় শিক্ষিত করা।

পরিচালনা পর্ষদ

মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট -এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এসপিআই একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সুযোগ সুবিধা

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ৩ একর জমি নিয়ে অবস্থিত। একাডেমিক ভবন এবং প্রশাসনিক দুই টা ভবন ৫ তলা। সেই সাথে দুই পাশে ৩ তলা বিশিষ্ট ল‍্যাব। এই ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের শিক্ষার মান উন্নতি করছে। শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য রয়েছে ডিজিটাল ল্যাব ১৬ টি আধুনিক ক্লাসকক্ষ ও ইন্টারনেটের সু-ব্যবস্থা। লাইব্রেরীতেও ইন্টারনেট সংযোগ রয়েছে। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি শেরপুর জেলা সদর থেকে ৫ কি,মি পূর্বে ভাতশালায় ঢাকা-শেরপুর মহাসড়কের পার্শ্বে অবস্থিত। এছাড়াও শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে আর আমরা নিচে আজকে সুযোগ-সুবিধা গুলি নিয়ে আলোচনা করব।

লাইব্রেরি সুবিধা

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে একটি লাইব্রেরী রয়েছে। যে লাইব্রেরী অনেকগুলো বই দ্বারা সজ্জিত। লাইব্রেরীতে শিক্ষার্থীদের জন্য রয়েছে ইন্টারনেটের সু-ব্যবস্থা যাতে তারা কোন বই বা শিক্ষা ক্ষেত্রে যে কোন তথ্য অনলাইনের মাধ্যমে বের করতে পারে। একসাথে অনেক শিক্ষার্থী লাইব্রেরীতে বই পড়তে পারে। 

ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এর শিক্ষার্থীদের ব্যবহারিক/বাস্তবিক দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে আধুনিক মেশিন ও বিভিন্ন যন্ত্রে সজ্জিত ওয়ার্কশপ। যেখানে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা ব্যাবস্থা উন্নয়ন করতে এগুলো ব্যাবহার করে থাকে। শিক্ষার্থীদের জন্য ৪০ টি ডেস্কটপ রয়েছে এবং ৫ টি ল্যাপটপ রয়েছে যাতে শিক্ষার্থীরা নিজেদের দেশ সেরা প্রমাণ করতে পারে।

মাল্টিমিডিয়া ক্লাসকক্ষ  

অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের মত শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটেও তিনটি মাল্টিমিডিয়া ক্লাসকক্ষ রয়েছে। মাল্টিমিডিয়ার জন্য প্রজেক্টর ও রয়েছে। প্রতিদিন একটি মিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে তিনটি ক্লাস নেয়া হয়।

মাঠ ও উন্মক্ত স্থান

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট একটি সুন্দর মাঠ রয়েছে। কিন্তু প্রয়োজনের থেকে আকারে ছোট। শিক্ষার্থীদের শরীর চর্চাসহ বিভিন্ন খেলাধুলা পরিচালনা করার জন্য মাঠটি ব্যাবহার হয়ে থাকে। উক্ত মাঠে ভিবিন্ন খেলাধুলা ভলিবল, ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা হয়ে থাকে। 

স্বাস্থ্যকেন্দ্র

বর্তমানে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর কোন স্বাস্থ্যকেন্দ্র নেই। তবে একটি স্বাস্থ্যকেন্দ্র কক্ষ আছে। যেটিতে প্রাথমিক ভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসা গ্রহন করতে পারে।

আবাসিক হল

বর্তমান শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট কোন আবাসিক এবং হোস্টেলের কোন ব্যবস্থা নেই। সাধারনত শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা ম্যাচে থেকে থাকে।

ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)

শেরপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট অন্যান্য ইনস্টিটিউটের মত আলাদাভাবে কোন মসজিদ এবং আশেপাশে কোন মন্দির নেই। কলেজ বিল্ডিং এ ছোট একটি নামাজের জায়গা রয়েছে যেখানে মুসলিম ভাইয়েরা নামাজ আদায় করতে পারবে। 

পলিটেকনিক ডাক বিভাগ

অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের মত বর্তমানে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর কোন নিজস্ব পলিটেকনিক ডাক বিভাগ নেই।

ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী

প্রিন্সিপাল১ জন
ভারপ্রাপ্ত (অধ্যক্ষ )২ জন
চীফ ইনস্ট্রাকটর ৬ জন
ইনস্ট্রাকটর ১৮ জন
লাইব্রেরিয়ান১ জন
জুনিয়র ইনস্ট্রাকটর ৯ জন
ক্রাফট ইন্সট্রাক্টর৩৯ জন
ল্যব সহকরী৩ জন
৩ শ্রেণীর কর্মচারী ১০ জন
৪ শ্রেণীর কর্মচারী ১৬ জন

একাডেমিক কার্যক্রম

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ডিআইই) কোর্স পরিচালনা করে আসছে। বিভাগঃ 

  • কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি
  • ইলেকট্রিক্যাল টেকনোলজি
  • ইলেকট্রনিক্স টেকনোলজি
  • এনভায়রণমেন্টাল টেকনোলজি 
  • সিভিল টেকনোলোজি

সাধারনত ডিপ্লোমা কোর্স গুল ৪ বছর মেয়াদি হয়ে থাকে যা ৮ টি সেমিস্টার এ বিভক্ত।

শর্ট কোর্স

বর্তমানে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কোন শর্ট কোর্স চালু নেই।  

ছাত্র সংগঠন

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্ররা পড়ালেখার পাশাপাশি কিছু ছাত্র সংগঠনও করে থাকে। তবে ছাত্র আন্দলন এরপর এই প্রতিষ্ঠানটিতে কোন ছাত্র সংগঠন নেই।

ছাত্রাবাস

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটেছাত্রদের জন্য আলাদা কোন ছাত্রাবাস নেই। শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে আসে পাশে অনেক ম্যাচ আছে। ছাত্ররা সেখানেই থেকে থাকে। 


সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে। 

মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

abhinoboschool

নিউজ
চাকরি
Home
Question
Search