পলিটেকনিক

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট

লিখেছেন abhinoboschool

বাংলাদেশের অন্যান্য কারিগরি শিক্ষা বোর্ডের মত লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট অন্যতম। ২ যুগ ধরে এটি সফলতার সাথে নিয়ে আসছে গৌরবময় সাফল্য। বাংলাদেশের অন্যান্য পলিটেকনিক এর মত এটিও দেশের সেরা ইঞ্জিনিয়ার তৈরি করেছে এবং অন্যান্য সেক্টরেও সুনাম অর্জন করেছে। এই আর্টিকেলে মূলত লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তথ্যগুলো ভেরিফাইড ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইতিহাস

লক্ষ্মীপুর জেলা শহর থেকে ০২ কিলোমিটার পূর্বে বাইশমারা নামক স্থানে অবস্থিত বাংলাদেশের অন্যতম কারিগরি শিক্ষা পরিচালিত ইনিস্টিটিউট লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির ভৌগলিক অবস্থান ২২.৯৩০১৮২০ উত্তর অক্ষাংশ এবং ৯০.৮৫১২৬১০ পূর্ব দ্রাঘিমাংশ এবং বর্তমানে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম। বর্তমানে সকাল ও বিকাল এই দুই শিফটে প্রায় ২০০০ জন ছাত্র-ছাত্রী পাঠদান করা হয়।

দুই একর জমির উপর নির্মিত প্রতিষ্ঠানটি লক্ষ্মীপুর জেলার কারিগরি শিক্ষার একটি সর্বোচ্চ প্রতিষ্ঠান। নিচে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হলঃ 

একনজরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট
ইআইআইএন (EIIN) ১৩২৫৫৪
নীতিবাক্য Develop human resources is our vision
ব্যবস্থাপনা সরকারি
শিক্ষার্থী ধরণ সহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায় লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট
ইংরেজিতে (ব্লক লেটার) LAKSHMIPUR POLYTECHNIC INSTITUTE
স্থাপিত ২০০৬
ফোন ০৩৮১৬২৩১৬
মোবাইল ০১৯১১১৫৫২৭৮
ই-মেইল LAXMIPUR_POLYTECHNIC
ওয়েবসাইট WWW.LPI.GOV.BD
ক্যাম্পাস ভূমি ২ একর
ঠিকানা
হোল্ডিং নম্বর/রোড লাহারকান্দি
ডাকঘর লক্ষ্মীপুর
পোস্ট কোড ৩৭০০
উপজেলা/থানা লক্ষ্মীপুর
জেলা লক্ষ্মীপুর
বিভাগ চট্টগ্রাম

মিশন ও ভিশন

মিশন

  • উচ্চমানের প্রকৌশল শিক্ষা প্রদান করা যা ছাত্র-ছাত্রীদের তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনে সহায়তা করবে।
  • গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে প্রকৌশল জ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি সাধন করা।
  • দক্ষ ও জ্ঞানী প্রকৌশলী তৈরি করা যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারবে। শিল্প ও সমাজের সাথে যোগাযোগ বৃদ্ধি করা এবং তাদের চাহিদা পূরণে প্রতিষ্ঠানের ভূমিকা শক্তিশালী করা।

ভিশন

  • শিল্প ও সমাজের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।
  • উত্তর-পূর্ব বাংলাদেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।
  • গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে প্রকৌশল জ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে অবদান রাখা।
  • আন্তর্জাতিক মানের প্রকৌশলী তৈরি করা যারা বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।

অর্জনসমূহ

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট র‍্যাংকিং এর দিক থেকে সারা বাংলাদেশের প্রায় ৪০০ এর অধিক পলিটেকনিকের মধ্যে ১৪ তম স্থান অধিকার করেছে। এছাড়াও, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট খুব সফলতার সাথে জাতীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচিতে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের রোভার স্কাউট ছাত্ররা কৃতিত্বের দায়িত্ব পালন করে আসছে। 

পরিচালনা পর্ষদ

মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট -এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড”এলপিআই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সুযোগ সুবিধা

নারিকেল সুপারীতে ভরপুর লক্ষ্মীপুর এবং সেই লক্ষ্মীপুরে অবস্থিত লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের রয়েছে অনেক সুযোগ সুবিধা। এখানে রয়েছে পাঁচ তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ও একটি একাডেমিক ভবন, দুইতলা বিশিষ্ট দুইটি ওয়ার্কশপ সহ ২৩ টি ল্যাব রয়েছে। এছাড়াও অধ্যক্ষ বাস ভবন, একটি শহীদ মিনার, দুইতলা বিশিষ্ট দুইটি ওয়ার্কশপ, একটি সাব স্টেশন ও একটি পাম্প হাউজ রয়েছে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তুলে ধরা হলঃ

লাইব্রেরি সুবিধা

বর্তমানে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিতে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য বিভিন্ন পাঠ্যসম্পদ সরবরাহ করার ব্যাবস্থা করা হয়। শিক্ষার্থীরা লাইব্রেরির সদস্যপদ গ্রহণ করে লাইব্রেরির সুযোগ-সুবিধা গ্রহন করে। লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের উপর বিপুল সংখ্যক বই রয়েছে যেমনঃ কম্পিউটার বিজ্ঞান, বাংলা সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, বাংলা সাহিত্য, ইতিহাস, প্রকৌশল, বিজ্ঞান ইত্যাদি।

ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি তথ্য

বাংলাদেশের অন্যান্য ইনস্টিটিউট এর মত লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের রয়েছে ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি। ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি ব্যবহার করে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যাবহারিক জ্ঞান অর্জনের ও সুযোগ করে দেওয়া হয়। নিচে ওয়ার্কশপ এবং ল্যাবরেটরির তথ্য উল্লেখ্য করা হলোঃ

ওয়ার্কশপ এবং ল্যাবরেটরির বৈশিষ্ট্য:
  • ওয়ার্কশপ এবং ল্যাবরেটরিগুলিতে নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা রয়েছে যাতে শিক্ষার্থীরা নিরাপদে কাজ করতে পারে।
  • ওয়ার্কশপ এবং ল্যাবরেটরিগুলিতে অভিজ্ঞ শিক্ষক রয়েছেন। অভিজ্ঞ শিক্ষক এর দ্বারা সঠিকভাবে কাজ শেখানো হয়। 
  • ওয়ার্কশপ এবং ল্যাবরেটরিগুলিতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আধুনিক সরঞ্জাম রয়েছে যা শিক্ষার্থীদের বিভিন্ন ব্যবহারিক জ্ঞান ও প্রকৌশল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের ব্যাবস্থা করে দেওয়া হয়।

মাঠ ও উন্মক্ত স্থান

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শরীর চর্চাসহ বিভিন্ন খেলাধুলা পরিচালনা করার জন্য রয়েছে একটি বিশাল ও সুন্দর মাঠ এবং উন্মুক্ত স্থান রয়েছে। শিক্ষার্থীরা এই মাঠগুলিতে নিয়মিত খেলাধুলা করে থাকে এবং মাঠটিতে বিভিন্ন ধরণের গাছপালা রয়েছে এবং বিশ্রাম এর সু-ব্যাবস্থা আছে।

আবাসিক হল

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে কোন আবাসিক হল নেই। তবে শিগ্রই আবাসিক হল তৈরি করা হবে।

ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)

ক্যাম্পাসের ভিতরে ছাত্রদের নামাজ আদায় এর জন্য নির্দিস্ট একটি কক্ষ আছে। যেখানে ছাত্র এবং শিক্ষকরা নামাজ আদায় করে থাকে। এছাড়াও ইনিস্টিটিউট এর আশেপাশে আরো কিছু মসজিদ রয়েছে। সেখানেও ছাত্র এবং শিক্ষকরা নামাজ আদায় করে থাকে।

পলিটেকনিক ডাক বিভাগ

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে কোন পলিটেকনিক ডাক বিভাগ নেই।

ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী 

প্রিন্সিপাল১ জন 
ভাইস প্রিন্সিপাল১ জন 
চিফ ইন্সট্রাক্টর বা ডিপার্টমেন্ট প্রধান৩ জন 
ইন্সট্রাক্টর এবং রাজস্বখাতে স্থানান্তর প্রক্রিয়াধীন১৬ জন 
জুনিয়র শিক্ষক৯ জন 
তত্ত্বাবধায় (Caretaker)১ জন 
হিসাব রক্ষক  ১ জন 
কোষাধ্যক্ষ১ জন 
ড্রাইভার১ জন 
বুক সর্টার১ জন 
ক্যাশ সরকার১ জন 
সিকিউরিটি গার্ড২ জন 
মেশিন ক্লিনার৪ জন 

একাডেমিক কার্যক্রম

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট একটি সরকারি প্রতিষ্ঠান যা ৪ বছরের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ডিআইই) কোর্স পরিচালনা করে। প্রতিষ্ঠানটিতে মোট ৫টি বিভাগ রয়েছে:

  • আর্কিটেকচার 
  • ইলেকট্রিকাল
  • ইলেকট্রনিক্স
  • কম্পিউটার 
  • সিভিল

শর্ট কোর্স

সাধারণত বাংলাদেশের অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটের মত এই ইনস্টিটিউটেও শর্ট কোর্স পরিচালনা করে থাকে। । তবে বর্তমানে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কোনো শর্ট কোর্স চালু নেই।

ছাত্র সংগঠন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে ছাত্র আন্দলনের পরে বর্তমানে কোন ছাত্র সংগঠন নেই। ছাত্র আন্দোলনের পরে বর্তমানে কোনো ছাত্র সংগঠন নেই।

ছাত্রাবাস

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে কোন ছাত্রাবাস নেই। একাডেমি ভবন ছাড়া উল্লেখ্য যোগ্য তেমন কোন ভবন নেই। সাধারনত লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র এবং ছাত্রীরা ম্যাচে থেকে থাকে। 


সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে। 

মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪
<https://abhinoboschool.com/লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট/>

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

abhinoboschool

নিউজ
চাকরি
Home
Question
Search