রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউট হচ্ছে রাজশাহীর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যা রাজশাহীর মানুষের কাছে সুপরিচিত, যা অবস্থিত রাজশাহী শহরের প্রান কেন্দ্র সাহেব বাজার সংলগ্ন সোনাদীঘির পশ্চিমে। ১৮৯৮ সালে রাজশাহী সরকারী সার্ভে ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয় ,অত্র প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে এবং এর সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে আছে পুরো রাজশাহী জুড়ে। এই আর্টিকেলে আমরা রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউট সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারব।
রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউট এর ইতিহাস
১৮৯৮ সালে থেকে রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সোনাদীঘি-রাজারহাতা এলাকায় নিজস্ব ভবন নিয়েই প্রতিষ্ঠিত হয় রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউট। ডিপ্লোমা-ইন-সিভিল-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং) চালু হয় ১৯৮৫ সালে।
বর্তমানে উন্নতি ধারায় এই প্রতিষ্ঠানটির ২০০০-২০০১ শিক্ষাবর্ষ হতে শুধু চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং(সার্ভেয়িং) কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে। ২০১৮ সালের এপ্রিল মাসে নগরীর কচুয়াতৈল এলাকায় এই ক্যাম্পাস প্রায় তিন একর জমির ওপর নির্মাণ করা হয়।
ইআইআইএন (EIIN) | ১৩২৭৬২ |
---|---|
ব্যবস্থাপনা | সরকারি |
শিক্ষার্থী ধরণ | সহশিক্ষা |
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য | |
বাংলায় | ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে ইন্সটিটিউট, রাজশাহী |
ইংরেজিতে (ব্লক লেটার) | ENGINEERING AND SURVEY INSTITUTE RAJSHAHI |
স্থাপিত | ০১/০১/১৮৯৮ |
ফোন | ৭৭২১৯৭ |
মোবাইল | ০১৭১৬৪৩৭৮৪৬ |
ই-মেইল | SURVEYRAJ_23106@YAHOO.COM |
ওয়েবসাইট | WWW.ESIRAJ.GOV.BD |
ক্যাম্পাস ভূমি | ৩ একর |
ঠিকানা | |
হোল্ডিং নম্বর/রোড | বোরো-বন গ্রাম, রাজশাহী বাইপাস রোড, মাস্টার পাড়া |
ডাকঘর | তেজগাঁও |
পোস্ট কোড | ৬২০৩ |
উপজেলা/থানা | রাজশাহী |
জেলা | বোয়াইল্লা |
বিভাগ | রাজশাহী |
মিশন ও ভিশন
মিশন
- জরিপ পদ্ধতি ও পরিসংখ্যান বিশ্লেষণে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করার জন্য জনসাধারণকে প্রশিক্ষণ প্রদান করা।
- সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা।
ভিশন
- জরিপ পদ্ধতি ও পরিসংখ্যান বিশ্লেষণে আন্তর্জাতিক স্তরের জ্ঞান ও দক্ষতা অর্জন করা।
- বাংলাদেশের প্রধান পরিসংখ্যান সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া।
পরিচালনা পর্ষদ
মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউট-এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” আরজিএসআই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।
রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউট এর সুযোগ-সুবিধা
রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউটটি হচ্ছে রাজশাহী শহরের সুনামধন্য স্থান সোনা দিঘির পশ্চিমে অবস্থিত, যার রাজশাহী মানুষের কাছে সুপরিচিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠিত হয় ১৮৯৪ সালে।
এই প্রতিষ্ঠানটি প্রায় তিন একর জমির উপর অবস্থিত। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকে। এ প্রতিষ্ঠান যাত্রা কাল থেকে শুরু করে বিভিন্নভাবে এর সুখ্যাতি ছড়িয়েছে যা রাজশাহী মানুষের জন্য গর্বের বিষয়। প্রতিবছর প্রতিষ্ঠান নানান কার্যক্রম এর মাধ্যমে অনেক সুনাম অর্জন করে। নিম্নে এই প্রতিষ্ঠানের নানান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হলোঃ
লাইব্রেরি সুবিধা
এ প্রতিষ্ঠানে একটি বিশাল লাইব্রেরি রয়েছে যাতে বিভিন্ন ধরনের পাঠ্যপুস্তক রয়েছে। এখানে শিক্ষক থেকে শুরু করে সর্বস্তর কর্মকর্তা এবং শিক্ষার্থীরা এসে পাঠ দান করেন তাদের অবসর সময়। লাইব্রেরি পরিচালনার জন্য সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) আছে । এছারাও লাইব্রেরিতে বাংলা ও ইংরেজি ভাষার চর্চা হয়।
ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি সুবিধা
এই ওয়ার্কশপটি জরিপ পদ্ধতি এবং পরিসংখ্যান বিশ্লেষণের নীতি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করে। এটি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন কর্মসূচি প্রণয়নে জড়িত ব্যক্তিদের জন্য, গবেষকদের জন্য এবং জরিপ পদ্ধতি সম্পর্কে আরও জানতে আগ্রহী যেকোনো ব্যক্তির জন্য উপযুক্ত।
মাঠ ও উন্মক্ত স্থান
অত্র প্রতিষ্ঠানে রয়েছে বিশাল পরিসরে একটি খেলার মাঠ যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকেন। ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেপ টেনিস ইত্যাদি তাছাড়াও এখানে বাৎসরিক মাহফিল হয় প্রতিষ্ঠানের যাবতীয় যত সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা নবীন বরণ অনুষ্ঠান অথবা বিদায়অনুষ্ঠান সব কিছু এই মাঠেই আয়োজন হয়ে থাকে।
স্বাস্থ্যকেন্দ্র
অত্র প্রতিষ্ঠানে বড় পরিসরে কোন স্বাস্থ্য কেন্দ্র নাই তবে প্রতিষ্ঠানের একটি কক্ষকে স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তবে গুরুতর কোন অবস্থা দেখা দিলে হাসপাতাল বা নিকটস্থ কোন ডাক্তারের শরণাপন্ন হতে হয়।
আবাসিক হল
রাজশাহী সরকারি সার্ভ ইন্সটিটিউট এখানে শিক্ষার্থীদের জন্য আবাসিক ছাত্রাবাস রয়েছে তা খুব ছোট পরিসরে। যেখানে ছাত্রদের থাকার সিট সংখ্যা হল একশ। সিট সংখ্যা কম থাকার কারণে অধিকাংশ শিক্ষার্থীকেই আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে হয়।
ধর্মীয় প্রতিষ্ঠান
অত্র প্রতিষ্ঠানে ধর্মীয় স্থান বলতে শুধু মসজিদ রয়েছে যা এখনো নির্মাণাধীন কাজ চলছে। তাছাড়া অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠান নেই।
পলিটেকনিক ডাক বিভাগ
বর্তমানে রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউটে পলিটেকনিক ডাক বিভাগ নেই।
একাডেমিক কার্যক্রম
রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউট মূলত ভূতাত্ত্বিক জরিপ, মানচিত্রণ, এবং মাপজোখের বিভিন্ন দিক নিয়ে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে। এখানে কিছু প্রধান একাডেমিক কার্যক্রমের তালিকা দেওয়া হলো:
- বিএসসি ইন সার্ভে ইঞ্জিনিয়ারিং: এটি ইনস্টিটিউটের প্রধান ডিগ্রি প্রোগ্রাম, যেখানে ভূতাত্ত্বিক জরিপ, মাপজোখ, এবং মানচিত্রণ বিষয়ে বিস্তৃত শিক্ষা প্রদান করা হয়।
- মাস্টার্স প্রোগ্রাম: সার্ভে ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে উন্নত স্তরের শিক্ষা প্রদান করা হয়।
- ডিপ্লোমা প্রোগ্রাম: বিভিন্ন সার্ভে এবং ম্যাপিং বিষয়ে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন ডিপ্লোমা কোর্স প্রদান করা হয়।
- পেশাদার প্রশিক্ষণ: বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে পেশাদার দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ সেশন আয়োজন করা হয়।
- গবেষণা প্রকল্প: ভূতাত্ত্বিক জরিপ ও মাপজোখের নতুন প্রযুক্তি এবং পদ্ধতির উপর গবেষণা করা হয়।
এই কার্যক্রমগুলি শিক্ষার্থীদের সার্ভে এবং ম্যাপিংয়ের ক্ষেত্রে মৌলিক ও উন্নত দক্ষতা প্রদান করে, যা তাদের পেশাদার জীবনে সাহায্য করে।
শর্ট কোর্স
রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউটে বর্তমানে কোন শর্ট কোর্স চালু নেই।
ছাত্র সংগঠন
রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউট হচ্ছে সম্পূর্ণ রাজনীতি মুক্ত একটি পরিবেশ। অত্র প্রতিষ্ঠানে রাজনৈতিক কোন কার্যকলাপ বা রাজনৈতিক কোন অনুষ্ঠান সংঘটিত হয় না।
ছাত্রাবাস
রাজশাহী সরকারি জরিপ ইনস্টিটিউটে ছাত্রাবাস রয়েছে খুব ছোট পরিসরে এই ছাত্রাবাস ছাত্রদের প্রয়োজন মিটাতে পারে না। এখানে ছাত্রদের থাকার সিট সংখ্যা মাত্র ১০০ টি। তাই বেশিরভাগ ছাত্ররা ম্যাচেই থেকে থাকে।
সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে।
মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪