ক্যারিয়ার প্রোফাইল

রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট

লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউট
লিখেছেন abhinoboschool

বাংলাদেশের বনজ সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে বন বিভাগের মধ্য ও নিম্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে ১৯৮৫ সালের অক্টোবর মাসে বন অধিদপ্তরের একটি প্রশিক্ষণ ইন্সটিটিউট হিসাবে রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর কার্যক্রম শুরু হয়। ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এখানে চাকরিজীবী ফরেস্টারদের ২ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি (ইন-সার্ভিস) কোর্সের ৫৩১ জন কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই আর্টিকেলে তথ্যগুলো বিভিন্ন ভেরিফাইড অনলাইন রিসোর্স থেকে সংগ্রহ করা। 

রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর ইতিহাস

রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটটি ১৯৮৫ সালের অক্টোবর মাসে বন অধিদপ্তরের একটি প্রশিক্ষণ ইন্সটিটিউট হিসাবে সামাজিক বন বিদ্যালয়, রাজশাহী এর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বর্তমান শাহ মখদুম থানার সন্নিকটে সপুরায় ৩.৫৩২৫ একর জমির উপর অফিসের বিভিন্ন নির্মাণ কাজ শুরু করা হয়।

১৯৮৭ সালের জুলাই মাসে অত্র ইন্সটিটিউটের কার্যক্রম নিজস্ব ভবনে স্থানান্তরিত হয়। ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বন সম্প্রসারণ বিভাগ, রাজশাহীর মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হতো। ডিসেম্বর ১৯৯০ সাল থেকে অত্র প্রতিষ্ঠানের নিজস্ব আয়ন-ব্যয়ন কর্মকর্তা নিযুক্ত হয়।

২০০৯ সালে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই ইন্সটিটিউটের নাম পরিবর্তন করা হয়েছে। আগে ছিল সামাজিক বন বিদ্যালয়, রাজশাহী। এখন হয়েছে ফরেস্ট্রি সায়েন্স এ্যান্ড টেকনোলজি ইন্সটিটিউট, রাজশাহী। ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এখানে চাকরিজীবী ফরেস্টারদের ২ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি (ইন-সার্ভিস) কোর্সের ৫৩১ জন কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট
ব্যবস্থাপনা সরকারি
শিক্ষার্থী ধরণ সহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায় ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট রাজশাহী
ইংরেজিতে (ব্লক লেটার) INSTITUTE OF FORESTRY SCIENCE AND TECHNOLOGY RAJSHAHI
স্থাপিত ১৯৮৫ সাল
ওয়েবসাইট WWW.fsti.rajshahi.gov.bd
ঠিকানা
জেলা রাজশাহী 
বিভাগ রাজশাহী

মিশন ও ভিশন

মিশন

প্রশিক্ষিত জনবলের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বন সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও বন্যপ্রাণী সংরক্ষণ অর্থাৎ বেসিক ফরেস্ট্রি বিষয়ে ধারণা পত্র তৈরি ও গবেষণাকর্মে উৎসাহিত করা। সমগ্র দেশকে শতকরা ২৫ ভাগ ভূমি বনায়নের আওতায় আনার জন্যে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের চার তৈরি, নার্সারী উন্নয়ন, রোপণ, পরিচর্যা, রক্ষাণাবেক্ষণ, রোগ দমন প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে ধারণা প্রদান। 

ভিশন

আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও সৃজনশীলতার মাধ্যমেবন বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত ফরেস্টার, ফরেস্ট গার্ড, বাগান মালী,ওয়াচার, নার্সারীকর্মী প্রভৃতি শ্রেণির সরকারি কর্মচারীদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান।    

পরিচালনা পর্ষদ

মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট রাজশাহী-এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড”এফএসটিআই” এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে

রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর সুযোগ সুবিধা

ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট, একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের বনবিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষায় বিশেষায়িত জ্ঞান প্রদান করে। এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে উন্নত শিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা, যার মধ্যে লাইব্রেরি, ল্যাবরেটরি, মাঠ, আবাসিক হল, ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ) এবং অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত। নিচে বিস্তারিত আলোচনা করা হলো:

লাইব্রেরি

ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের লাইব্রেরিতে বনবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, জীববিজ্ঞান, এবং প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রচুর বই রয়েছে। শিক্ষার্থীরা এই লাইব্রেরির সদস্য হয়ে তাদের প্রয়োজনীয় বই এবং অন্যান্য পাঠ্যসামগ্রী সহজেই সংগ্রহ করতে পারেন। পাশাপাশি এখানে গবেষণা জার্নাল এবং ম্যাগাজিনও পাওয়া যায়।

ল্যাবরেটরি

শিক্ষার্থীদের ব্যাবহার দক্ষতা বৃদ্ধির জন্য এখানে আধুনিক যন্ত্রপাতি এবং সরঞ্জাম সমৃদ্ধ ল্যাবরেটরি রয়েছে। বনবিজ্ঞান এবং পরিবেশগত গবেষণার জন্য বিভিন্ন ধরনের ল্যাবরেটরি সুবিধা আছে, যা শিক্ষার্থীদের বাস্তবজ্ঞান অর্জনে সহায়ক।

মাঠ ও উন্মুক্ত স্থান

শিক্ষার্থীদের শারীরিক চর্চা এবং খেলাধুলার জন্য বড় মাঠ এবং উন্মুক্ত স্থান রয়েছে। শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, যা তাদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে।

আবাসিক হল

ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের ব্যবস্থা রয়েছে যেখানে সুশৃঙ্খল পরিবেশে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। এই আবাসিক ব্যবস্থা শিক্ষার্থীদের সময়মতো পড়াশোনা করার এবং ক্যাম্পাস জীবনের অংশীদারিত্ব বৃদ্ধির সুযোগ দেয়।

ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ)

শিক্ষার্থীদের ধর্মীয় চর্চার জন্য ক্যাম্পাসের ভিতরে একটি মসজিদ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত নামাজ আদায় করতে পারেন। এটি তাদের মানসিক ও আধ্যাত্মিক উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে।

পলিটেকনিক ডাক বিভাগ

এই প্রতিষ্ঠানটির কোন নিজস্ব পলিটেকনিক ডাক বিভাগ নেই।

ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী

পরিচালক১ জন
সিনিয়র ইন্সট্রাক্টর১ জন
ইন্সট্রাক্টর (ফরেস্ট্রি)১ জন
প্রধান সহকারী১ জন
উচ্চমান সহকারী১ জন 
ফরেস্টার২ জন 
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক৩ জন 
অফিস সহায়ক৪ জন
বাবুর্চি১ জন
জেনারেটর কাম-ইলেকট্রিশিয়ান১ জন 
গাড়ি চালক১ জন

একাডেমিক কার্যক্রম

রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফরেস্ট্রি সায়েন্স প্রোগ্রাম প্রদান করে, যা বনায়ন, বন ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে কেন্দ্রীভূত।

এখানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কারিগরি এবং অকারিগরি বিষয়ে পাঠদান করা হয়। কারিগরি বিষয়ে বন ব্যবস্থাপনা, পরিবেশ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ে পাঠদান করা হয়। পাশাপাশি, শিক্ষার্থীদের ইংরেজি, উচ্চতর গণিত, বাংলা, রসায়ন, এবং সমাজ বিজ্ঞান বিষয়েও শিক্ষা প্রদান করা হয়।

ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল এবং দুপুর দুই শিফটে ক্লাস করতে পারে। প্রতিষ্ঠানটি বন ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার জন্য আধুনিক ল্যাব এবং গবেষণাগারের মাধ্যমে ব্যাবহার শিক্ষার সুযোগ প্রদান করে। বর্তমানে রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউ্টে ৫টি প্রধান ডিপ্লোমা কোর্স রয়েছে:

  • ফরেস্ট্রি সায়েন্স
  • পরিবেশ বিজ্ঞান
  • উদ্ভিদ বিজ্ঞান
  • জীববৈচিত্র্য সংরক্ষণ
  • প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা

এই কোর্সগুলোতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা অর্জন করে, যা তাদের বনায়ন ও পরিবেশ সংরক্ষণ শিল্পে কাজ করার জন্য প্রস্তুত করে।

শর্ট কোর্স

বর্তমানে রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনিস্টিটিউটে কোন শর্ট কোর্স চালু নেই। 

ছাত্র সংগঠন

বর্তমানে রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটটি হচ্ছে সম্পূর্ণ রাজনীতি মুক্ত একটি পরিবেশ। অত্র প্রতিষ্ঠানে রাজনৈতিক কোন কার্যকলাপ বা রাজনৈতিক কোন অনুষ্ঠান সংঘটিত হয় না।

ছাত্রাবাস

বর্তমানে কোন ছাত্রাবাস নেই এই ইনিস্টিটিউটে। একাডেমি ভবন ছাড়া উল্লেখ যোগ্য তেমন কোন ভবন নেই। সাধারনত শিক্ষার্থী ম্যাচে থেকে থাকে। 


সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি ফরেস্ট্রি সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটটি এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায,কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। পরে প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিচার্জ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন।  সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীম্‌,শিক্ষা ব্যবস্থ্‌ পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে। 

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

abhinoboschool

নিউজ
চাকরি
Home
Question
Search