বাংলাদেশের মৎস্য ইনস্টিটিউট এর মধ্যে চাঁদপুর, ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট হচ্ছে অন্যতম। ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট চাঁদপুর এর প্রতিষ্ঠানিক নাম হচ্ছে মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাকাল হচ্ছে ২০০৯-২০১০ অর্থবছর। স্থাপনা থেকে শুরু করে বর্তমানে এ ইনস্টিটিউটে অসংখ্য মেধাবী শিক্ষার্থী দেশের সুনাম অর্জন করেছে। এ আর্টিকেল এর মাধ্যমে ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট চাঁদপুর সম্পর্কে সকল বিষয়ে আলোচনা করা হবে। তথ্যগুলো বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে সংগ্রহ করা।
ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট, চাঁদপুর এর ইতিহাস
ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট চাঁদপুর এটি চাঁদপুরের ওয়্যারলেস বাজার হতে পূর্ব পাশে চাঁদপুর -কুমিল্লা মহাসড়কের পশ্চিম পাশে চাঁদপুরের ক্যাম্পাস অবস্থিত। চাঁদপুর ডিপ্লোমা ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় ২০০৯-২০১০ অর্থবছর থেকে। বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে মাছ অন্যতম ভূমিকা পালন করে। ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট, চাঁদপুর শিক্ষার্থীরা মূলত মাছ সম্পর্কিত সকল বিষয় জানতে পারে। ডিপ্লোমা ইনস্টিটিউটের কোর্সগুলো মূলত কোর্সের মেয়াদ- ৪ বৎসর ( ৮টি পর্ব) পঠিত বিষয়ের সংখ্যা- ৫৩টি। সকল শিক্ষার্থীদের ক্লাসরুমে শিক্ষার পাশাপাশি প্রাক্টিক্যালিও কাজ করানো হয়।
ইআইআইএন (EIIN) | ১৩৫৬৪৫ |
---|---|
ব্যবস্থাপনা | সরকারি |
শিক্ষার্থী ধরণ | সহশিক্ষা |
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য | |
বাংলায় | ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট, চাঁদপুর |
ইংরেজিতে (ব্লক লেটার) | FISHERIES DIPLOMA INSTITUTE, CHANDPUR |
স্থাপিত | একনজরে ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট |
ফোন | ০৮৪১৬৬১০২ |
ই-মেইল | PRINCIPALFDICHANDPUR@FISHERIES.GOV.BD |
ওয়েবসাইট | WWW.FISHERIES.GOV.BD |
ঠিকানা | |
হোল্ডিং নম্বর/রোড | তোরপুরচণ্ডী |
ডাকঘর | বাবুরচণ্ডী |
পোস্ট কোড | ৬৩০২ |
উপজেলা/থানা | চাঁদপুর সদর |
জেলা | চাঁদপুর |
বিভাগ | চট্টগ্রাম |
মিশন
- মৎস্য অধিদপ্তরের মাঠ পর্যায়ে মধ্যম সারির দক্ষ জনবল তৈরী।
- সরকারি বেসরকারি মৎস্য খামার, চিংড়ি হ্যাচারী, চিংড়ি খামার, মৎস্য হ্যাচারী, প্রক্রিয়াজাতকরণ কারখানা, মৎস্য খাদ্য কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, মৎস্য বিষয়ক দেশি ও বিদেশি এনজিও ইত্যাদির জন্য দক্ষ জনবল তৈরী।
- অর্জিত জ্ঞান দ্বারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করা।
- মৎস্য ডিপ্লোমা সনদধারী যোগ্য, দক্ষ ও প্রশিক্ষিত জনবল হিসেবে মৎস্য সম্পদ উন্নয়নে অবদান রাখা।
- গবেষণা প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের দক্ষ কর্মী গড়ে তোলা।
পরিচালনা পর্ষদ
মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট -এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এফডিআই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।
ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট চাঁদপুর এর সুযোগ সুবিধা
ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট চাঁদপুর বর্তমানে এই ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের শিক্ষার তাদের পড়ালেখার মান উন্নতি করছে। ২০০৯-২০১০ অর্থবছর গৌরবময় যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি এবং বর্তমানে প্রতিষ্ঠানটি তার যাত্রা কাল চালিয়ে যাচ্ছে। ডিপ্লোমা ইনস্টিটিউটে রয়েছে উচ্চমানের শিক্ষা অর্জনের সুযোগ এখানে চাকরি করার মত সুযোগ রয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের কোর্সের সুব্যবস্থা রয়েছে। বিভিন্ন সুযোগ- সুবিধা নিচে আলোচনা করা হয়েছে।
লাইব্রেরি সুবিধা
ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট চাঁদপুরে একটি সুন্দর লাইব্রেরী রয়েছে। এখানে শিক্ষার্থীরা পাঠ্য বই ২০% দামে ক্রয়ের সুবিধা (মজুদ সাপেক্ষে) পেয়ে থাকে। এছাড়াও বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন বই ও পুস্তিকা রয়েছে এই লাইব্রেরিতে।
অডিটরিয়াম ও ল্যাবরেটরি সুবিধা
অন্যান্য ইনস্টিটিউট এর মত ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউটেও ওয়ার্কশপ এবং ল্যাবরেটরির ব্যবস্থা রয়েছে। একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ল্যাবরেটরির ব্যবস্থা রয়েছে এবং তৃতীয় তালায় অডিটরিয়াম ও ল্যাবরেটরি ব্যবস্থা রয়েছে।
মাল্টিমিডিয়া ক্লাসকক্ষ
মাল্টিমিডিয়া ক্লাসরুম রয়েছে দুইটি। কিন্তু মাল্টিমিডিয়ার কোন ক্লাস নেয়া হয় না এবং প্রজেক্টর এর কোন ব্যবস্থা নেই।
মাঠ ও উন্মক্ত স্থান
খেলাধুলার জন্য রয়েছে সুন্দর একটি উন্মুক্ত মাঠ। শিক্ষার্থীদের শরীর চর্চাসহ বিভিন্ন খেলাধুলা পরিচালনা করার জন্য মাঠটি ব্যবহার হয়ে থাকে। এই মাঠে শিক্ষার্থীরা ক্রিকেট ফুটবল এবং ভলিবল খেলে থাকে। তাছাড়াও ইনডোর এর জন্য রয়েছে কেরাম বোর্ড ও টেবিল টেনিস এর ব্যবস্থা।
স্বাস্থ্যকেন্দ্র
বর্তমানে ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউটে এর কোন স্বাস্থ্যকেন্দ্র নেই। শিক্ষার্থীরা তাদের আশেপাশের হাসপাতালে শারীরিক-মানসিক সমস্যা দেখিয়ে থাকে ।
ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)
বর্তমানে মুসলমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ সকলের জন্য মসজিদে নামাজ পড়ার সু – ব্যাবস্থা রয়েছে।
পলিটেকনিক ডাক বিভাগ
বর্তমানে ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট, চাঁদপুর এর কোন নিজস্ব পলিটেকনিক ডাক বিভাগ নেই।
ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী
অধ্যক্ষ | ০১ জন |
ইন্সট্রাকটর (টেকনিক্যাল) | ০৩ জন |
ইন্সট্রাকটর (নন টেকনিক্যাল) | ০২ জন |
৯ম গ্রেড্রের নীচের গ্রেডের কর্মচারী | ১৮ জন |
সহকারী পরিচালক | ০১ জন |
মৎস্য সম্প্রসারণ র্কমর্কতা | ০২ জন |
হসিাব রক্ষক | ০১ জন |
আউটর্সোসং জনবল | ১৩ জন |
একাডেমিক কার্যক্রম
কোর্সের মেয়াদ- ৪ বৎসর ( ৮টি পর্ব )পঠিত বিষয়ের সংখ্যা- ৫৩টি। পর্ব ভিত্তিক বিষয়ের নাম:
- বাংলাদশেরে মৎস্য সম্পদ পরচিতিি ও সম্ভাবনা,জলজ প্রাণবিদ্যিা।
- ভৌত-রাসায়নকি জলাশয়তত্ত্ব,মৃত্তকিা ও মৃত্তকিা বস্থাপনা,পরবিশেবদ্যিা,কম্পউিটার।
- বাংলাদশেরে কৃষি পরচিতি।
- বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ ব্যবস্থাপনা।
সাধারনত ডিপ্লোমা কোর্স গুল ৪ বছর মেয়াদি হয়ে থাকে যা ৮ টি সেমিস্টার এ বিভক্ত।
শর্ট কোর্স
বর্তমানে ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউটে কোন শর্ট কোর্স চালু নেই।
ছাত্র সংগঠন
ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউটে ছাত্র সংগঠন বিষয় তথ্য পাওয়া যায়নি। এছাড়াও বাংলাদেশের ছাত্র আন্দলন এর পর বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে কোন ছাত্র সংঘটন নেই।
ছাত্রাবাস
ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট চাঁদপুরে ছাত্র এবং জন্য ছাত্রাবাস এর সুব্যবস্থা রয়েছে। ছাত্রদের ছাত্রাবাস চারতালা বিশিষ্ট এবং ছাত্রীদেরও ছাত্রীবাস চারতলা বিশিষ্ট রয়েছে।
সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে।
মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪