উচ্চ শিক্ষা

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সংক্ষিপ্ত পরিচিতি

একাডেমিক কার্যক্রম ও গবেষণার দিক বিবেচনায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) একটি নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই, পিসিআইইউ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ প্ল্যাটফর্ম, যেখানে তারা একাডেমিক সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। অরাজনৈতিক, ধূমপানমুক্ত এবং বৈষম্যহীন এই ক্যাম্পাসে দেশি-বিদেশি শিক্ষার্থীরা সমানভাবে নিজেকে বিকশিত করার সুযোগ পায়। আমরা পিসিআইইউ সম্পর্কে আরো বিস্তারিত তথ্য এই আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করছি।

Table of Contents

ভিশন (Vision)

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ে পরিনত করতে কাজ করে যাচ্ছে। যেখানে শিক্ষার্থী, ফ্যাকাল্টি মেম্বাররা  স্কলারশিপ ও গবেষণায় অবদান রাখতে সক্ষম হবেন এই বিশ্ববিদ্যালয়কে শুধু দেশেই নয়, বিশ্বে একটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছে।

মিশন (Mission)

বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য এমন এক ট্রান্সফরমিটিভ শিক্ষাব্যবস্থা গড়ে তোলা যা সৃজনশীল ও উদ্ভাবনী মানুষ তৈরি করবে যারা সবসময় পরিবর্তন আনার চেষ্টা করবে। উন্নতমানের গবেষণা শুধু জ্ঞানের সীমানা বৃদ্ধি করবে না, বরং জীবনের মানও পরিবর্তন করবে। একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার পাশাপাশি দেশের সামাজিক, অর্থনৈতিক এবং জাতীয় উন্নয়নে অবদান রাখবে।

এক নজরে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ইআইআইএন (EIIN)১৩৬৭০৬
নীতিবাক্যExcellence in Higher Education 
ব্যবস্থাপনাবেসরকারি
শিক্ষার্থী ধরণসহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায়পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ইংরেজিতে (ব্লক লেটার)PORTCITY INERNATIONAL UNIVERSITY
স্থাপিত১৭ মে, ২০১৩
ফোন৮৮০২৩৩৩৬৯৮৭
মোবাইল০১৮৫১১২০৭৯১,০১৮৮১০৭৫০২১
ই-মেইলPORTCITYUNIVERSITY@GMAIL.COM
ওয়েবসাইটWWW.PORTCITY.EDU.BD
স্থায়ী ক্যাম্পাস ১৮৩ শতাংশ 
ঠিকানা
হোল্ডিং নম্বর/রোড৭-১৪ নিকুঞ্জ হাউজিং সোসাইটি
মৌজাদক্ষিণ খুলশী
পোস্ট কোড৪২২৫
ওয়ার্ড১৩
উপজেলা/থানাখুলশী
জেলাচট্টগ্রাম 
বিভাগচট্টগ্রাম 
ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য
পরিচালনা পর্ষদের ধরনবোর্ড অফ ট্রাস্টিজ
মোট ডিপার্টমেন্ট 
কোলাবোরেশন৮টি দেশের ৮টি ভিন্ন ইউনিভার্সিটির সাথে
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস১৮৩ শতাংশ 
বিশ্ববিদ্যালয়ের জমির পরিমাণ১৮৩ শতাংশ 
কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা২০০০০

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইতিহাস

ইউনিভার্সিটিটি (পিসিআইইউ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সরকারের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর অধীনে ২০১২ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাসে ২০১৩ সালের ১৭ মে থেকে মাত্র ৬৯জন শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করে। শুরুতে ব্যবসা প্রশাসন (BBA, MBA), কম্পিউটার সায়েন্স (CSE), ইংরেজি, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ, এবং আইন ডিপার্টমেন্ট চালু ছিল। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই এই বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা এবং গবেষণাভিত্তিক একাডেমিক কাঠামো গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কাঠামো দ্রুত বিস্তার লাভ করতে থাকে।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর অবস্থান ও ক্যাম্পাস বিবরণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র খুলশী শহরে বা হিল সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত। চার তলা বিশিষ্ট একাডেমিক বিল্ডিং, প্রশাসনিক ভবন, লাইব্রেরি, ল্যাবরেটরি, মসজিদ ও মিলনায়তন নিয়ে সমৃদ্ধ পুরো ক্যাম্পাস। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় শিক্ষার্থীরা খুব সহজেই যাতায়াত করতে পারে। ছাত্র বান্ধব ও অরাজনৈতিক পরিবেশের জন্য এটি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বেশ জনপ্রিয়। 

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুবিধা

কারগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সম্পন্ন করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান হিসেবে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা স্টুডেন্টদের ভর্তির সুযোগ প্রদান করে থাকে। বেসরকারি অনেক প্রতিষ্ঠান থাকলেও খরচ ও শিক্ষার মান বিশেষভাবে বিবেচনার বিষয়। এক্ষেত্রে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপ্লোমা স্টুডেন্টদের কম খরচে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্নপূরণের জন্য অনন্য ট্রানজিশন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা সিএসসি, ইইই, সিভিল ইন্জিনিয়ারিং, টেক্সটাইল এবং ফ্যাশন ডিজাইনিং এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টে সহজেই Lateral entry বা ওয়েভার সুবিধা নিয়ে ভর্তি হতে পারে। 

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর প্রধান বৈশিষ্ট্যসমূহ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে উচ্চশিক্ষার জন্য বেছে নেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যেমন ধরুন-

  • এখানে রয়েছে  Outcome Based Education পদ্ধতি। 
  • বিদেশ থেকে পিএইচডি ডিগ্রিধারী ফ্যাকাল্টি মেম্বারদের ক্লাস করার সুযোগ।
  • প্রতিটি ডিপার্টমেন্ট ভিত্তিক ল্যাব সুবিধা। 
  • দেশ-বিদেশের নানা প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশান। 
  • প্রযুক্তি নির্ভর পড়াশোনার সুযোগ। 
  • কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ভর্তির সুযোগ। 

একাডেমিক প্রোগ্রাম ও বিভাগসমূহ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মোট ৪টি অনুষদের অনুমোদন থাকলেও এখানে মোট ৩টি অনুষদে ভর্তির সুযোগ রয়েছে। 

স্নাতক প্রোগ্রাম 

ব্যবসায় শিক্ষা অনুষদ ((Faculty of Business Studies )

  • বিএসসি ইন বিজনেস এডমিনিস্ট্রেশন  

মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদ(Faculty of Humanities,Social Sciences & Law)

  • বি.এ(অনার্স)ইন ইংলিশ
  • এল.এল.বি(অনার্স)
  • বি.এস.এস ইন ব্রডকাস্ট এন্ড প্রিন্ট জার্নালিজম 

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ( Faculty of Science and Engineering)

  • বিএসসি ইন কম্পিউটার সায়েন্স
  • বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • বিএসসি ইন সিভিল ইন্জিনিয়ারিং 
  • বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
  • বিএসসি ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি 

স্নাতকোত্তর প্রোগ্রাম 

ব্যবসায় শিক্ষা অনুষদ ((Faculty of Business Studies )

  • মাস্টার্স ইন বিজনেস এডমিনিস্ট্রেশন  

মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদ(Faculty of Humanities,Social Sciences & Law)

  • এম.এ ইন ইংলিশ
  • এল.এল.এম
  • এম.এস.এস ইন ব্রডকাস্ট এন্ড প্রিন্ট জার্নালিজম 

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ( Faculty of Science and Engineering)

  • মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স
  • মাস্টার্স ইন সিভিল ইন্জিনিয়ারিং 
  • মাস্টার্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সংক্রান্ত অন্যান্য তথ্য

লাইব্রেরি সুবিধা

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) ২০১৩ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই এর লাইব্রেরি সুবিধা আপডেট করে আসছে। বর্তমানে এর নাম রত্নগর্ভা বেগম আশরাফুন্নেসা লাইব্রেরি। রত্নগর্ভা বেগম আশরাফুন্নেসা হলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) এর প্রতিষ্ঠাতা জনাব এ কে এম এনামুল হক শামীম, এমপির মা। তিনি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি তার জমানো তহবিল দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছিলেন। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় তার মহান অবদানের কথা বিবেচনা করে, বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ০১ জুন, ২০১৮ তারিখে ১৪তম সিন্ডিকেট সভায় এবং ০২ জুন, ২০১৮ তারিখে ২৮তম ট্রাস্টি বোর্ড সভায় পিসিআইইউ লাইব্রেরির নাম পরিবর্তন করে রত্নগর্ভা বেগম আশরাফুন্নেছা লাইব্রেরি রাখার সিদ্ধান্ত নেয়।

লাইব্রেরিটি বিশ্ববিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য অংশ এবং পিসিআইইউ-এর শিক্ষার্থী, অনুষদ এবং কর্মীদের তথ্য, গবেষণা এবং পাঠ্যক্রমের চাহিদা পূরণের জন্য এটি ডিজাইন করা হয়েছে।এখানে রয়েছে মোট ১২,৫৭৪টি একাডেমিক বই, ৫৯১টি সাহিত্য বই, ৯২৫টি পিরিডিক জার্নাল, ২৭৭৪টি থিসিস রিপোর্ট, ৫৯টি অভিধান ও বিশ্বকোষ, ৮২৪টি সিডি রম, ৭১১৩টি ই-বই, ১৭২৩টি ই-জার্নাল, ৫৯০০টি প্রবন্ধ (UGC_UDL এর মাধ্যমে অ্যাক্সেস) এবং ১১,৫৮০টি সংবাদপত্র।বর্তমানে, রত্নগর্ভা বেগম আশরাফুন্নেছা লাইব্রেরি সপ্তাহের ৭ দিন সকাল ৮:৩০ টা থেকে রাত ৮:৩০ টা পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র সরকারি ছুটির দিনে এবং ধর্মীয় উৎসবের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত দিনগুলিতে এটি বন্ধ থাকে।

ল্যাব সুবিধা 

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিটি সেমিস্টারে তার শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ল্যাবরেটরি সুবিধা প্রদানের চেষ্টা করে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীদের জন্য। বিজ্ঞান ও  প্রযুক্তি অনুষদের প্রতিটি স্নাতক প্রোগ্রাম নিবিড়ভাবে পরীক্ষাগারমুখী। শুরু থেকেই অনুষদগুলো বিভিন্ন ল্যাবরেটরি স্থাপন এবং দেশ-বিদেশ থেকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ভারত ইত্যাদি থেকে অত্যাধুনিক সরঞ্জাম সংগ্রহের জন্য যথাসাধ্য চেষ্টা করে আসছে।ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব,জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব,ফ্লুইড মেকানিক্স ল্যাব,পরিবেশগত প্রকৌশল ল্যাব,সার্ভেয়িং ল্যাব,ইঞ্জিনিয়ারিং অঙ্কন ল্যাব,পরিবহন প্রকৌশল ল্যাব,ওপেন চ্যানেল ফ্লো ল্যাব,স্ট্রাকচারাল মেকানিক্স ল্যাব,সেচ ও বন্যা নিয়ন্ত্রণ ল্যাব,এনার্জি কনভার্সন ল্যাব,পাওয়ার সিস্টেম ল্যাব,ইলেকট্রনিক্স ল্যাব,রোবোটিক্স ল্যাব,বৈদ্যুতিক সার্কিট ল্যাব,যোগাযোগ ল্যাব ইত্যাদি ডিপার্টমেন্ট ভিত্তিক ল্যাব সুবিধা দিয়ে থাকে। 

ক্লাব এবং সংগঠনসমূহ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একাডেমিক পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা চর্চার সুযোগও প্রদান করে যা এই সমৃদ্ধ ক্লাব ও সংগঠন দেখলেই বুঝা যায়।

পিসিআইইউ মিডিয়া ক্লাবটেক্সটাইল ক্লাব-পিসিআইইউ
পিসিআইইউ বিজনেস ক্লাবপিসিআইইউ ল ক্লাব
পিসিআইইউ ফ্যাশন ডিজাইনারস ক্লাবপিসিআইইউ আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাব
পিসিআইইউ ফায়ারফক্স ক্লাবপিসিআইইউ টেক্সটাইল ডিবেট ক্লাব
পিসিআইইউ ইইই ক্লাবপিসিআইইউ ল স্পোর্টস ক্লাব
CEN ক্লাব অফ পিসিআইইউ

ভর্তি প্রক্রিয়া ও যোগ্যতা (Admissions Requirements)

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিতে এখন পর্যন্ত   দুই ধরনের  ভর্তি প্রক্রিয়া চলে : লিখিত পরীক্ষা ও ভাইভা।যারা SSC ও HSC মিলিয়ে GPA ৭.০০ বা তার বেশি পেয়েছে, তারা সরাসরি অনার্সে ভর্তি হতে পারে। যাদের জিপিএ এর নিচে, তাদের লিখিত পরীক্ষা ও ভাইভা দিতে হবে। স্নাতকোত্তরে বেশিরভাগ কোর্সে সরাসরি ভর্তি দেয়া হয়, তবে MBA প্রোগ্রামের জন্য পরীক্ষা ও ভাইভা বাধ্যতামূলক। ভর্তি ফি ১৮,০০০ টাকা এবং আবেদন ফরম অফিসে সংগ্রহ করতে হয়। ভর্তি পরীক্ষার তারিখ, ফলাফল প্রকাশ ও ক্লাস শুরু নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়। অনলাইনে আবেদন সুবিধাও রয়েছে।

যোগ্যতা

কিছু কোর্সের জন্য, বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে, ভর্তির জন্য নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন রয়েছে। তাই ভর্তির আগে অবশ্যই ভর্তি হওয়ার নূন্যতম যোগ্যতা জেনে নেওয়া প্রয়োজন। যেমন:

স্নাতক প্রোগ্রাম

আপনি যদি PCIU তে ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হওয়ার পরিকল্পনা করেন, তাহলে আপনাকে অবশ্যই সেই যোগ্যতা পূরণ করতে হবে। 

কলা, আইন, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসা সম্পর্কিত প্রোগ্রাম

  • এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০।
  • ও-লেভেলে কমপক্ষে ৫টি বিষয় এবং এ-লেভেলে ২টি বিষয় সহ ৪টি বিষয়ে কমপক্ষে বি এবং ৩টি বিষয়ে সি গ্রেড থাকতে হবে।

বিজ্ঞান ও প্রকৌশল সম্পর্কিত প্রোগ্রাম

  • SSC এবং HSC উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 2.50।
  • বিজ্ঞান গ্রুপ থেকে O-লেভেলে ন্যূনতম ৫টি বিষয় এবং A-লেভেলে ২টি বিষয় সহ ৪টি বিষয়ে B এবং ৩টি বিষয়ে C গ্রেড থাকতে হবে।

স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম

  • সংশ্লিষ্ট গ্রুপ থেকে ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা সমমান থাকতে হবে।
  • সংশ্লিষ্ট গ্রুপ থেকে O-লেভেলে ন্যূনতম ৫টি বিষয় এবং A-লেভেলে ২টি বিষয় সহ ৪টি বিষয়ে B এবং ৩টি বিষয়ে C গ্রেড থাকতে হবে।
  • সংশ্লিষ্ট বিষয়/গ্রুপ থেকে স্নাতক ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ।

দরকারি ডকুমেন্টস

ভর্তি ফর্ম জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং ছবি জমা দিতে হবে

  • পূরণ করা আবেদনপত্র
  • এসএসসি বা সমমানের নম্বরপত্র এবং সার্টিফিকেট বা প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
  • এইচএসসি বা সমমানের নম্বরপত্র এবং সার্টিফিকেট বা প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি

ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং ছবি জমা দিতে হবে

  • ভর্তির সময় এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষার মূল নম্বরপত্র এবং সার্টিফিকেট বা প্রশংসাপত্র দেখাতে হবে।
  • ০৪ (চার) কপি পিপি সাইজের সত্যায়িত এবং ০৩ (তিন) কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি
  • এইচএসসি বা সমমানের নম্বরপত্র এবং সার্টিফিকেট বা প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বা পাসপোর্টের সত্যায়িত ফটোকপি।

টিউশন ফি (Tuition Fees) – কোর্সভিত্তিক খরচ

ব্যাচেলর প্রোগ্রাম 

প্রোগ্রামক্রেডিট ঘন্টাভর্তি ফিটিউশন ফিমোট আনুমানিক ফি
Bachelor of Business Administration (BBA)১৩০১৮০০০টাকা২২০০টাকা৩,০৪,০০০টাকা
Bachelor of Laws (LL.B. Hons.)১৩৩১৮০০০টাকা২৫০০ টাকা৩,৫০,৫০০টাকা
B.A. (Hons.) in English১৩২১৮০০০টাকা১৮০০ টাকা২,৫৫,৬০০টাকা
B.S.S. (Hons.) in Broadcast & Print Journalism১৩৬১৮০০০টাকা১২০০টাকা১,৮১,২০০টাকা
B.Sc. in Computer Science & Engineering (CSE)১৫৬১৮০০০টাকা২২০০ টাকাএইচএসসি : ৩৬১২০০টাকা ডিপ্লোমা: ৩,২৮,৮০০টাকা
B.Sc. in Civil Engineering১৫৯১৮০০০টাকা২০০০ টাকাএইচএসসি: ৩৩৬০০০টাকাডিপ্লোমা:৩০৭৫০০টাকা
B.Sc. in Electrical & Electronic Engineering (EEE)১৫৬১৮০০০টাকা২১০০টাকাএইচএসসি: ৩৪৭৭০০টাকা ডিপ্লোমা: ৩১৬২০০টাকা
B.Sc. in Textile Engineering১৫৯১৮০০০টাকা২০০০ টাকাএইচএসসি: ৩৩৬০০০ টাকা ডিপ্লোমা: ৩০৬০০০টাকা
B.Sc. in Fashion Design & Technology১৪৫১৮০০০টাকা১৭০০ টাকা২,৬৪,৫০০টাকা

মাস্টার্স প্রোগ্রাম 

প্রোগ্রামক্রেডিট ঘন্টাভর্তি ফি (৳)প্রতি ক্রেডিট ফি (৳)মোট আনুমানিক ফি (৳)
MBA (Regular)40১৮০০০টাকা১৬০০৮২০০০
LL.M (Final)36১৮০০০টাকা১৪০০৬৮৪০০
LL.M (Preliminary + Final)72১৮০০০টাকা১৪০০১১৮৮০০
M.A. in English (Final)42১৮০০০টাকা১২০০৬৮৪০০
M.A. in English (Preliminary + Final)60১৮০০০টাকা১২০০৯০০০০
M.S.S. in Journalism (Final)30১৮০০০টাকা১২০০৫৪০০০
M.S.S. in Journalism (Preliminary + Final)60১৮০০০টাকা১২০০৯০০০০

স্কলারশিপ ও টিউশন ফি ওয়েভার  

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার মোট শিক্ষার্থীর ৬% কে বৃত্তি প্রদান করে থাকে, যার মধ্যে ৩% মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং ৩% প্রত্যন্ত অনুন্নত এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য।

  • এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপর বৃত্তি প্রদান করা হবে।
  • স্নাতক ডিগ্রি প্রোগ্রামের জন্য, প্রথম তিনমাসের পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান করা হবে। স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামের জন্য, এটি তিনমাসের ফলাফলের ভিত্তিতে প্রদান করা হবে। 
  • দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রয়োজন ভিত্তিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

আন্তর্জাতিক সহযোগিতা ও র‍্যাংকিং

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফলভাবে বেশ কয়েকটি দেশ যেমন: কানাডা,  ফিলিপাইন, চীন, ভারত,যুক্তরাষ্ট্র,রোমানিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি সাথে কোলাবোরেশান করে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ইন্টার্নশিপ প্রদান করে থাকে। 

র‍্যাংকিং

এডুর‍্যাংক অনুসারে বিশ্বের মোট ১৪,১৩১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১১,৭২৭ তম অবস্থানে এবং এশিয়ায় মোট ৫,৮৩০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪,৮৪৪ তম। সবশেষে বাংলাদেশে মোট ১২৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯২ তম অবস্থানে রয়েছে। 

শেষকথা

চট্টগ্রাম শহরবাসীর জন্য পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান। ডিপ্লোমা থেকে সাধারণ সব ধরনের শিক্ষার্থীরা এখানে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির সুযোগ পায়। একদিকে কমখরচ অন্যদিকে মানসম্মত শিক্ষা দুটোই এই বিশ্ববিদ্যালয় বছরের পর বছর ধরে নিশ্চিত করে আসছে। এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে ও ভর্তির জন্য  এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।


লিমা খাতুন,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তেজগাঁও, ঢাকা, প্রকাশ-৮ জুলাই, ২০২৫,
<https://abhinoboschool.com/পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি/>

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

mstlima

নিউজ
চাকরি
Home
Question
Search