টেক্সটাইল

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত সকল প্রতিষ্ঠানের মধ্যে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট অন্যান্য ইনস্টিটিউটের মতোই একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে এই ইনস্টিটিউটটি গৌরবময় সাফল্য অর্জন করেছে। এই ইনস্টিটিউটটি টেক্সটাইল শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই আর্টিকেলে মূলত এই ইনস্টিটিউটের সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। তথ্যগুলো বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে সংগ্রহ করা হয়েছে, যা পাঠকদের এই প্রতিষ্ঠানের সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা প্রদান করবে।

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট এর ইতিহাস

এই ইনস্টিটিউট ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একটি সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, যা বিশেষভাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য প্রখ্যাত। ২০১০ সালে শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার অনুমোদন করে। ২০১০ সালে নির্মান কাজ শুরু হয়ে ২০১৯ সালে শেষ হয়। এটি টেকনিক্যাল শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত একটি সরকারি প্রতিষ্ঠান।

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট রামাইগাছী, ঢাকা-রাজশাহী মহাসড়ক অবস্থিত। শহরের মূল কেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। এই প্রতিষ্ঠানটি দেশের টেক্সটাইল খাতে দক্ষ জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট
ব্যবস্থাপনা সরকারি
শিক্ষার্থী ধরণ সহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায় টেক্সটাইল ইনস্টিটিউট,নাটোর
ইংরেজিতে (ব্লক লেটার) TEXTILE INSITITUTE,NATORE
স্থাপিত ২০১৬
ওয়েবসাইট WWW.www.nti.gov.bd
ক্যাম্পাস ভূমি ৫ একর
ঠিকানা
জেলা নাটোর
বিভাগ রাজশাহী

মিশন ও ভিশন

প্রশিক্ষণ নিশ্চিতকরন ও প্রকল্প বাস্তবায়ন ও মানসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা।

পরিচালনা পর্ষদ

মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট -এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এনটিআই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট সুযোগ সুবিধা

এই ইনস্টিটিউট নাটোর জেলার অন্তর্গত একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এটি নাটোর শহর অবস্থিত এবং একটি আধুনিক ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ প্রদান করে। বর্তমানে এখানে বিভিন্ন ধরনের ভবন রয়েছে, যার মধ্যে রয়েছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ ভবন, অধ্যক্ষ ভবন, কর্মচারী ভবন, পাওয়ার হাউস, গাড়ির গ্যারেজ এবং পাম্প হাউজ। এই ভবনগুলো শিক্ষার্থীদের শিক্ষা এবং উন্নয়নের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে।

ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি

টেক্সটাইল ইনস্টিটিউট, নাটোরে আধুনিক এবং অত্যাধুনিক সরঞ্জামসহ ল্যাবরেটরি এবং ওয়ার্কশপ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের তাত্ত্বিক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ করতে পারে। এখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

মাঠ ও উন্মুক্ত স্থান

টেক্সটাইল ইনস্টিটিউট, নাটোরে রয়েছে একটি বড় পরিসরের মাঠ যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকেন। সেগুলো হলো ক্রিকেট,ফুটবল,ভলিবল ইত্যাদি। এছাড়াও এই প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ক্রিয়া অনুষ্ঠান এবং যেকোনো ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান এই মাঠে করা হয়। 

স্বাস্থ্য কেন্দ্র

এই প্রতিষ্ঠানের ব্যক্তিগত কোন স্বাস্থ্যকেন্দ্র নেই তবে বিশেষ একটি কক্ষ রয়েছে যেখানে শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তারা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে থাকেন।

আবাসিক হল

টেক্সটাইল ইনস্টিটিউট, নাটোরে এখানে শিক্ষার্থীদের জন্য আবাসিক ছাত্রাবাস রয়েছে। যেখানে ছাত্রদের থাকার সিট সংখ্যা হল বালক হোষ্টেল (৬ তলা, ১৫৬ আসন) বালিকা হোষ্টেল (৮০ আসন)। 

ধর্মীয় প্রতিষ্ঠান

অত্র প্রতিষ্ঠানে ধর্মীয় স্থান বলতে শুধু মসজিদ রয়েছে যা এখনো নির্মাণাধীন কাজ চলছে, তাছাড়া অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠান নেই

পলিটেকনিক ডাক বিভাগ

বর্তমানে টেক্সটাইল ইনস্টিটিউট, নাটোরে নিজস্ব পলিটেকনিক ডাক বিভাগ নেই।

ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী

অধ্যক্ষ১ জন
জুনিয়র ইন্সট্রাক্টর কারিগরি৪ জন
জুনিয়র ইন্সট্রাক্টর (নন-কারিগরি)৩ জন
টেইলার মাস্টার১ জন
উচ্চমান সহকারী১ জন
লাইব্রেরিয়ান১ জন 
অফিস সহকারী১ জন
হিসাব সহকারী১ জন
স্টোর কিপার১ জন
হিসাব রক্ষক১ জন
টেকনিক্যাল এসি২ জন
কম্পিউটার অপারেটর (প্রশাসন শাখা)১ জন 

একাডেমিক কার্যক্রম

এই প্রতিষ্ঠান থেকে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দিয়ে থাকে। এসএসসি পাশের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ডিপ্লোমা কোর্সে প্রতি বছর ১২০ জন ছাত্রছাত্রী পড়ার সুযোগ পেয়ে থাকে।

শর্ট কোর্স

বর্তমানে টেক্সটাইল ইনস্টিটিউট, নাটোরে বর্তমানে কোন শর্ট কোর্স চালু নেই।

ছাত্র সংগঠন

বর্তমানে টেক্সটাইল ইনস্টিটিউট, নাটোর হচ্ছে সম্পূর্ণ রাজনীতি মুক্ত একটি পরিবেশ। অত্র প্রতিষ্ঠানে রাজনৈতিক কোন কার্যকলাপ বা রাজনৈতিক কোন অনুষ্ঠান সংঘটিত হয় না।

ছাত্রাবাস

বর্তমানে এই ইনিস্টিটিউটে কোন ছাত্রাবাস নেই। একাডেমি ভবন ছাড়া উল্লেখ যোগ্য তেমন কোন ভবন নেই। সাধারনত শিক্ষার্থী ম্যাচে থেকে থাকে।


সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি টেক্সটাইল ইনস্টিটিউটে এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়,কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। পরে প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিচার্জ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন।  সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীম্‌,শিক্ষা ব্যবস্থ্‌ পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে। 

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

abhinoboschool

নিউজ
চাকরি
Home
Question
Search