বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধিন একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট। গ্রাফিক আর্টস ইনস্টিটিউট বাংলাদেশের রাজধানী মোহাম্মদপুরে একটি প্রযুক্তি ভিত্তিক মনোটেকনিক প্রতিষ্ঠান।এটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কোর্সগুলির জন্য একমাত্র সরকারী মুদ্রণ ভিত্তিক মনোটেকনিক ইনস্টিটিউট। এই আর্টিকেলে মূলত গ্রাফিক আর্টস ইনস্টিটিউট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে। তথ্যগুলো এই ইনিস্টিটিউটের ওয়েবসাইট এবং বিভিন্ন অনলাইন রিসোর্স ও ব্যানবেইস থেকে সংগ্রহ করা।
গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এর ইতিহাস
এই ইনস্টিটিউটটি ১৯৬৭ সালে ঢাকায় স্থাপিত হয়েছিল। এই ইনিস্টিটিউট ৫.৫৩ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত। এই ইনিস্টিটিউটের প্রধান উদ্যোক্তা হিসেবে তৎকালীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. ওয়াকার আহমেদ ও পূর্ব পাকিস্তানের গভর্নর আযম খান ছিলেন । এ বিষয়ে তৎকালীন সরকার প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটি ট্রেনিং স্কিম চালু করে।
চিফ ইন্সট্রাক্টর পদের জন্য নির্বাচিত ড. আর. কে মোল্লাকে যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটা বিশ্ববিদ্যালয়ে মুদ্রণের উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য পাঠানো হয় এবং অন্যান্য ইন্সট্রাক্টরদের প্রশিক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসে চলতে থাকে। যুক্তরাষ্ট্রে ট্রেনিং শেষ করে ড. আর. কে মোল্লা গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। তাছাড়া এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় ২৫ টি আসন দিয়ে।
ইআইআইএন (EIIN) | ১৩২২৮৬৮ |
---|---|
ব্যবস্থাপনা | সরকারি |
শিক্ষার্থী ধরণ | সহশিক্ষা |
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য | |
বাংলায় | গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউটটি |
ইংরেজিতে (ব্লক লেটার) | GRAPHICS ARTS INSTITUTE |
স্থাপিত | |
ফোন | +৮৮০২৫৮১৫১৭৭৭ |
ই-মেইল | principal.graphic@gmail.com |
ওয়েবসাইট | www.gai.polytech.gov.bd |
ক্যাম্পাস ভূমি | ৫.৫৩ একর |
ঠিকানা | |
হোল্ডিং নম্বর/রোড | ডগরিয়া |
ডাকঘর | নরসিংদী |
পোস্ট কোড | ১৬০০ |
ওয়ার্ড | ০২ |
উপজেলা/থানা | নরসিংদী সদর |
জেলা | নরসিংদী |
বিভাগ | ঢাকা |
মিশন ও ভিশন
ভিশন (Vision): কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ যুগোপযোগীকরণ, মানবসম্পদ উন্নয়ণ, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জণ এবং জীবনযাত্রার মানোন্নয়ন।
মিশন (Mission): মান সম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নীতি ও কর্মসূচি প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, আদর্শ মান নির্ধারণ এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন।
ইন্সটিটিউট এর কৌশলগত উদ্দেশ্যসমূহ:
- দেশীয় ও আর্ন্তজাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরী করা।
- শিক্ষা ব্যবস্থায় সুশাসন জোরদার করা।
- দেশের মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও লালন।
- কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সকল ক্ষেত্রে সাম্য ও সমতার নীতি প্রতিষ্ঠিত করা।
আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ:
- জাতীয় শুদ্ধাচার কৌশল ও তথ্য অধিকার বাস্তবায়ন।
- কর্মপরিবেশ ও সেবার মানোন্নয়ন।
- আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন।
- বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন।
পরিচালনা পর্ষদ
মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট ” -এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” জিএআই ” এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।
গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এর সুযোগ সুবিধা
৫.৫৩ একরজমি নিয়ে অবস্থিত গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট। বর্তমানে এই ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের শিক্ষার তাদের পড়ালেখার মান উন্নতি করছে। ১৯৬৭ সালে গৌরবময় যাত্রা শুরু করেছিল এই প্রতিষ্ঠানটি এবং বর্তমানে প্রতিষ্ঠানটি তার যাত্রা কাল চালিয়ে যাচ্ছে। এই ইনিস্টিটিউটের এ রয়েছে প্রশাসনিক ভবন (একতলা প্রশাসনিক ভবন),কোয়ার্টার (দুই তলা অধ্যক্ষের বাংলো),শিক্ষক ও কর্মচারীদের জন্য ৩ তলা ০৩ বিল্ডিং),একাডেমিক বিল্ডিং (০১টি ৩ তলা বিল্ডিং, ০১টি ২ তলা বিল্ডিং, ৩০,০০০ বর্গফুট কর্মশালা,হোস্টেল পুরুষ (একটি U- আকার ৩ তলা বিল্ডিং; ধারণ ক্ষমতা: ১২০ জন ছাত্র)।
এছাড়াও আপনি দেখতে পারবেন এই ইনস্টিটিউটের প্রবেশ পথের গেটে একাডেমিক কাম প্রশাসনিক ভবনের প্রবেশের গেটসমূহে রয়েছে সুসজ্জিত কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী, যারা সব সময় তাদের যোগাযোগের মাধ্যম সহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সংগ্রহ করছে। এছাড়াও এই ইনিস্টিটিউটের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে আর আমরা নিচে আজকে এই ইনিস্টিটিউটের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করব।
লাইব্রেরি সুবিধা
বর্তমানে গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট একটি গ্রন্থাগার রয়েছে। লাইব্রেরির জন্য নির্দিষ্ট কক্ষ আছে। শিক্ষার্থীদের জন্য লাইব্রেরীতে বইয়ের পাশাপাশি ইন্টারনেটের সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এর লাইব্রেরীতে বিভিন্ন রকমের জ্ঞানমূলক ইতিহাসিক এবং আধুনিক পাঠ্য বই রয়েছে। সেখানে শিক্ষার্থী ও শিক্ষক জ্ঞান অর্জন করে। লাইব্রেরি পরিচালনার জন্য সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) আছে।
ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি সুবিধা
গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের ব্যবহারিক/বাস্তবিক দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে আধুনিক মেশিন ও বিভিন্ন যন্ত্রে সজ্জিত ওয়ার্কশপ। যেখানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষায় প্রশিক্ষণের মাধ্যমে শিল্প উন্নয়নের সাথে নিজেকে উন্নয়ন করে দেশ ও দেশের মান বাড়িয়ে তুলবে। এছারাও ল্যাবে প্রায় ১৫০ টি ডেক্সটপ এবং ৩০ টি ল্যাপটপ ও তার সাথে ইন্টারনেটের সুব্যবস্থা রয়েছে।
মাল্টিমিডিয়া ক্লাসকক্ষ সুবিধা
গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট রয়েছে মাল্টিমিডিয়া ক্লাশকক্ষ। যার দরূন শিক্ষার্থিরা তাদের শিক্ষার মান আরও বাড়িয়ে তুলতে পারে। বর্তমানে মোট মাল্টিমিডিয়া ক্লাসকক্ষ এর সংখ্যা ১০ টি এবং মাল্টিমিডিয়া প্রজেক্ট ও রয়েছে। মোট মাল্টিমিডিয়া প্রজেক্টরের সংখ্যা ১৩ টি।
মাঠ ও উন্মক্ত স্থান
গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট একটি সুন্দর মাঠ রয়েছে। শিক্ষার্থীদের শরীর চর্চাসহ বিভিন্ন খেলাধুলা পরিচালনা করার জন্য মাঠটি ব্যাবহার হয়ে থাকে। উক্ত মাঠে বিভিন্ন খেলাধুলা ভলিবল, ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা হয়ে থাকে।
স্বাস্থ্যকেন্দ্র
বর্তমানে গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এর কোন স্বাস্থ্যকেন্দ্র নেই। তবে একটি কক্ষ রয়েছে যেটিতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সু-ব্যাবস্থা রয়েছে।
আবাসিক হল
বর্তমান গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এর কোন আবাসিক হল নেই।
ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)
বর্তমানে মুসলমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ সকলের জন্য মসজিদে নামাজ পড়ার সু-ব্যাবস্থা রয়েছে।
পলিটেকনিক ডাক বিভাগ
বর্তমানে গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এর কোন নিজস্ব পলিটেকনিক ডাক বিভাগ নেই।
ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী
অধ্যক্ষ | ১ জন |
চিফ ইনস্ট্রাক্টর (টেক) | ৬ জন |
জুনিয়র ইনস্ট্রাক্টর | ৮ জন |
ওয়ার্কশপ সুপার | ২ জন |
ইনস্ট্রাক্টর | ১০ জন |
কম্পিউটার টেকনিশিয়ান | ১ জন |
প্রধান সহকারী | ২ জন |
ল্যাব সহকারী | ২ জন |
ক্রাফট ইন্সট্রাক্টর | ২৫ জন |
হিসাব রক্ষক | ১ জন |
লাইব্রেরিয়ান | ১ জন |
গাড়ি চালক | ১ জন |
একাডেমিক কার্যক্রম
গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (ডিআইই) কোর্স পরিচালনা করে আসছে। বিভাগঃ
- প্রিন্টিং টেকনোলজি
- গ্রাফিক ডিজাইন টেকনোলজি
- কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি
নন-টেক বিভাগ
- বিভাগীয় প্রধান
- শারিরিক শিক্ষা
- ডিজিটাল কন্টেন্ট
- সাধারনত ডিপ্লোমা কোর্স গুল ৪ বছর মেয়াদি হয়ে থাকে যা ৮ টি সেমিস্টার এ বিভক্ত।
শর্ট কোর্স
বর্তমানে গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এর গ্রাফিক্স ডিজাইনের শর্ট কোর্স চালু রয়েছে।
ছাত্র সংগঠন
গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট এর ছাত্ররা পড়ালেখার পাশাপাশি কিছু ছাত্র সংগঠনও করে থাকে। তবে ছাত্র আন্দোলনের পর এখন কোন ছাত্র সংগঠন নেই।
ছাত্রাবাস
গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট ইনস্টিটিউটে পুরুষ হোস্টেল (একটি U- আকার ৩ তলা বিল্ডিং; ধারণ ক্ষমতা: ১২০ জন ছাত্র)। তাছাড়াও শিক্ষার্থীরা ম্যাচেও থাকার ব্যবস্থা রয়েছে।
সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে।
মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪