উচ্চ শিক্ষা

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর সংক্ষিপ্ত পরিচিতি

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সাধ্যের মধ্যে উচ্চশিক্ষা অর্জনের জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অনেকেরই পছন্দের লিস্টে শীর্ষে থাকে। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি সাফল্যের সাথে দীর্ঘ ২২ বছর ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়টির এই দীর্ঘ পথচলা প্রমাণ করে যে, এর বাস্তবভিত্তিক একাডেমিক কার্যক্রম বেশ ভালোভাবেই বছরের পর বছর ধরে প্রফেশনাল গ্রাজুয়েট তৈরি করে আসছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির জনপ্রিয়তার গন্ডি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও বেশ সমাদৃত। চলুন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেই। 

Table of Contents

মিশন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির মূল লক্ষ্য এই বিশ্ববিদ্যালয়কে মানসম্পন্ন ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা এবং সকল শ্রেনির মানুষকে উচ্চশিক্ষার আওতায় আনা। ক্রমাগত আপডেটেড কারিকুলামের মাধ্যমে একাডেমিক, ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে উন্নতি অর্জন করা। 

ভিশন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করতে চায় যেন শিক্ষার্থীরা সমাজের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

এক নজরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ

ইআইআইএন (EIIN)১৩৬৬৫৮
নীতিবাক্যDiscipline , Innovation and Knowledge 
ব্যবস্থাপনাবেসরকারি
শিক্ষার্থী ধরণসহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায়ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ইংরেজিতে (ব্লক লেটার)WORLD UNIVERSITY OF BANGLADESH
স্থাপিত২৬ ফেব্রুয়ারী ,২০০৩
ফোন+৮৮০৯৬৪৩২০৪
মোবাইল০১৮২৫৩৯৮৪৪৮
ই-মেইলINFO@WUB.EDU.BD
ওয়েবসাইটwww.wub.edu.bd
স্থায়ী ক্যাম্পাস উত্তরা
ঠিকানা
হোল্ডিং নম্বর/রোডএভিনিউ ৬ ও লেক ড্রাইভ রোড, সেক্টর: ১৭/এইচ, থানা: তুরাগ, উত্তরা, ঢাকা – ১২৩০
ইউনিয়নহরিরামপুর
পোস্ট কোড১২৩০
ওয়ার্ড৫২
উপজেলা/থানাতুরাগ
জেলাঢাকা
বিভাগঢাকা
ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য
পরিচালনা পর্ষদের ধরনট্রাস্টি বোর্ড
মোট ডিপার্টমেন্ট ১২টি
কোলাবোরেশন৫ দেশের মোট ৫ টি ইউনিভার্সিটির সাথে
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসউত্তরা
কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা১৫,০০০+

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর ইতিহাস

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (WUB) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ (১৯৯৮ সালে সংশোধিত) অনুযায়ী প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। একইসাথে, এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) কর্তৃক অনুমোদিত এবং স্বীকৃত। ২০০০ সালের দিকে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হলেও ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করার আনুষ্ঠানিক অনুমোদন পায়। বিশ্ববিদ্যালয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুসারে গঠিত একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় সমিতি এবং মান নিশ্চিতকরণ ও উন্নয়ন কাউন্সিলের সদস্য এবং ইউনেস্কোর বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় রয়েছে।

বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুতে, এতে ২টি অনুষদ, ৩টি বিভাগ, ১৬ জন শিক্ষক, ১৪৪ জন শিক্ষার্থী এবং কয়েকজন কর্মচারী ছিল। গত সাড়ে ২২ বছর ধরে এটি উচ্চশিক্ষার জন্য অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে ৬৬৬০ হাজারের অধিক শিক্ষার্থী বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের কাক্ষিত প্রোগ্রামে উচ্চশিক্ষা অর্জন করছে। খুশি হবার মতো ব্যাপার যে, সমগ্র উপমহাদেশে এটিই একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে প্রথমবারের মতো মেকাটনিক্স ইঞ্জিনিয়ারিং এর বি.এস.সি এবং ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ মতো প্রোগ্রাম চালু করা হয়। প্রায় ২১০ জনের মতো অভিজ্ঞ ও পিএইচডি ডিগ্রিধারী প্রফেসরদের দিয়ে প্রোগ্রামগুলো পরিচালনা করা হয়। তাই শিক্ষার মান নিয়ে কোনো সন্দেহ প্রকাশের অবকাশ নেই।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর অবস্থান ও ক্যাম্পাস বিবরণ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ  মূলত তিনটি ভিন্ন ক্যাম্পাসের মাধ্যমে তাদের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে। এর স্থায়ী ক্যাম্পাসটি নিজস্ব জমিতে উত্তরা সেক্টর ১৭/এইচ, অ্যাভিনিউ ৬, লেক ড্রাইভ রোড, উত্তরা, ঢাকা ১২৩০, বাংলাদেশ-এ অবস্থিত। অবস্থান বিবেচনায় এলাকাটি খুবই সাশ্রয়ী মূল্যের, তাই শিক্ষার্থীরা তাদের জীবনযাত্রার খরচ সহজেই কমাতে পারবে এবং তাদের পড়াশোনার খরচ চালাতে পারবে। বিশেষ করে, ঢাকার কেন্দ্রস্থলের তুলনায় এই অবস্থানের খাবার এবং থাকার ব্যবস্থা খুবই সাশ্রয়ী। এই ক্যাম্পাসের আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হল শিক্ষার্থীরা ঢাকা শহরের যেকোনো প্রান্ত থেকে তাদের ক্লাসে যোগদান করতে পারে। তাছাড়া, এই স্থানে বিভিন্ন পরিবহন ব্যবস্থা যেমন বাস নেটওয়ার্ক এবং মেট্রো রেল রুট রয়েছে যা এই এলাকাটিকে ঢাকা শহরের মধ্যে অনন্য করে তোলে। এছাড়া ধানমন্ডি ক্যাম্পাস ইউনিট ১ ও ধানমন্ডি ক্যাম্পাস ইউনিট ২ আরো দুটি ক্যাম্পাস রয়েছে। ধানমন্ডি ক্যাম্পাস ইউনিট ১ প্লট-৩/৪, রোড ৪ ধানমন্ডিতে ও ধানমন্ডি ক্যাম্পাস ইউনিট ২ ১৫১/৮ গ্রীনরোডে অবস্থিত। ডিপার্টমেন্ট অনুযায়ী শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন ক্যাম্পাসে তাদের ক্লাস করে থাকে।

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুবিধা

বাংলাদেশ নামমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কারিগর শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে থাকে। যার মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অন্যতম যেখানে শুধুমাত্র ডিপ্লোমা শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে থাকে।

এছাড়াও টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নানা প্রতিষ্ঠান ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য আলাদা কারিকুলামে পড়াশোনার সুযোগ প্রদান করে। 

তবে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এদিক থেকে বেশ এগিয়ে। বলতে গেলে ডিপ্লোমা স্টুডেন্টদের প্রথম পছন্দই থাকে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যেখানে নামমাত্র খরচে উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারে। তার মধ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বেশ জনপ্রিয়। এর জনপ্রিয়তার অন্যতম কারণ ডিপ্লোমা শিক্ষার্থীরা সহজেই ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে সরাসরি ২য় বর্ষে ভর্তি হতে পারে। তাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা অন্যান্য কারিগরি শিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সহজেই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) সহজে উচ্চ শিক্ষার সুযোগ পায়।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এর প্রধান বৈশিষ্ট্যসমূহ

আপনি যদি স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখে থাকেন, তবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি হতে পারে আপনার সেই স্বপ্ন পূরণের জায়গা। সাধারণ শিক্ষার্থী থেকে ডিপ্লোমা সবারই পছন্দের শীর্ষে এই বিশ্ববিদ্যালয়। এর পিছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণও আছে বটে, যেমন-

  • UGC স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যেখানে রয়েছে মাল্টিডিসিপ্লিনারি একাডেমিক কার্যক্রম। 
  • ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তির সুযোগ যাতে সময় ও টাকা দুইটাই বেঁচে যায়।
  • চাকরির বাজার টিকে থাকতে আধুনিক ল্যাব ও প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট শিক্ষাব্যবস্থা। 
  • এখানে রয়েছে ক্যারিয়ার সার্ভিস সেল যা শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি কানেকশন তৈরিতে সাহায্য করে।
  • ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রয়েছে ৫০%-১০০% টিউশন ফি ছাড় ও কিস্তিতে টিউশন ফি পরিশোধের সুযোগ।
  • এছাড়া পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য নানা ডিবেটিং, কালচারাল ক্লাবে যুক্ত হওয়ার সুযোগ।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এর একাডেমিক প্রোগ্রাম ও বিভাগসমূহ

মোট তিনটি অনুষদের অধীনে ১২টি ডিপার্টমেন্টে বিভিন্ন প্রোগ্রাম চালু রয়েছে যেখানে শিক্ষার্থীরা তাদের চয়েজ অনুযায়ী প্রোগ্রামে অনার্স ও মাস্টার্স করতে পারে।

কলা ও মানবিক অনুষদ(Faculty of Arts and Humanities)

এই অনুষদে মোট ৪টি সাবজেক্টে গ্র্যাজুয়েশন করার সুযোগ রয়েছে। 

  • English
  • Law
  • Department of Media Studies and Journalism 
  • Department of Education

বিজ্ঞান অনুষদ( Faculty of Science )

এই অনুষদে তেমন বেশি সাবজেক্ট না থাকলেও, কেউ চাইলে 

  • Pharmacy 
  • Architecture 
  • Biomedical Engineering and Public Health 

প্রকৌশল অনুষদ ((Faculty of Engineering)

 ইঞ্জিনিয়ারিং পছন্দ এমন শিক্ষার্থীরা সহজেই এই অনুষদে তাদের পছন্দসই প্রোগ্রাম বেছে নিতে পারে।

  • computer Science and Engineering
  • Textile Engineering and Fashion Designing 
  • Mechatronics Engineering 
  • Electrical and Electronic Engineering 
  • Civil Engineering

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এর সুযোগ সুবিধা ও অন্যান্য তথ্য

লাইব্রেরি সুবিধা

২০০৩ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বছরের পর বছর ধরে সমৃদ্ধ হচ্ছে। এটি মূলত RFID ভিত্তিক স্বয়ংক্রিয় লাইব্রেরি যেখানে ৫০০ জনের বেশি শিক্ষার্থী একসাথে অবস্থান করতে পারে। প্রতিদিন গড়ে ১০০০জনের বেশি শিক্ষার্থী লাইব্রেরিটি ব্যবহার করে থাকে। অনলাইনে বই সংরক্ষণ, বই ইস্যু বা রিনিউ করা, মেম্বারশিপ এপ্লিকেশন, ম্যাগাজিনের ডাটাবেজ ব্রাউজিং সব অটোমেশন ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। লাইব্রেরিটি ই-প্রিন্ট সুবিধা অন্তর্ভুক্ত করেছে যেখানে বিভিন্ন অনুষদের শিক্ষার্থী ও গবেষকরা WUB UMS আইডি থেকে তাদের আর্টিকেল, থিসিস আপলোড করতে পারে। এখানে প্রায় ৪৫০টিরও বেশি আর্টিকেল অন্তর্ভুক্ত আছে। 

হোস্টেল/আবাসিক হল

বর্তমানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রদের জন্য কোনো আবাসিক সুবিধা নেই।তবে ছাত্রী ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আলাদা আবাসিক সুবিধা রয়েছে।

বিভিন্ন ক্লাবের তালিকা 

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি একাডেমিক কার্যক্রম এর পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রফেশনাল স্কিল বাড়াতে বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান করে। শিক্ষার্থীরা তাদের ইন্টারেস্ট অনুযায়ী এই ক্লাব গুলোতে জয়েন করতে পারে-

WUB বিজনেস ক্লাবWUB ইংলিশ ক্লাব
WUB উদ্যোক্তা ক্লাবWUB রোবোটিক্স ক্লাব
WUB ফটোগ্রাফি এবং মিডিয়া ক্লাবWUB ফার্মেসি ক্লাব
WUB স্পোর্টস ক্লাবWUB কালচারাল ক্লাব
WUB সিএসসি ক্লাবWUB ইইই ক্লাব
WUB এডভেঞ্চার ক্লাবWUB ডিবেটিং ক্লাব

 ভর্তি প্রক্রিয়া ও যোগ্যতা (Admissions Requirements)

 ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বছরে তিনটি একাডেমিক সেশনে (Spring, Summer, Fall) তাদের ভর্তি কার্যক্রম চালায়। সাধারনত স্প্রিং সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় এবং জানুয়ারির প্রথম সপ্তাহে ক্লাস শুরুর সময়ে শেষ হয়। সামার সেমিস্টারে ভর্তি কার্যক্রম মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ক্লাস শুরুর মাধ্যমে শেষ হয়। ফল সেমিস্টারে ভর্তি হতে চাইলে আপনাকে জুলাইয়ে প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেপ্টেম্বরের ১ম সপ্তাহে ক্লাস শুরু হওয়ার সাথেই এর সময় শেষ হয়। সাধারণত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এডিমিশন প্রসিডিওর কমপ্লিট করা যায়। 

প্রয়োজনীয় যোগ্যতা (Undergraduate Programs):

ভর্তিচ্ছু শিক্ষার্থীর অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে মোট জিপিএ ৫.০ এবং প্রতিটি পরিক্ষায় ন্যূনতম ২.৫ অথবা মোট জিপিএ ৬.০০* এবং এসএসসি অথবা এইচএসসিতে ন্যূনতম ২.০০ থাকতে হবে।

GCE O-level এবং A-Level শিক্ষার্থীদের জন্য 

  • O level এর ভর্তিচ্ছু প্রার্থীর ৫টি বিষয়ে নূন্যতম যোগ্যতা ২.৫০ থাকতে হবে।
  • A Level এর শিক্ষার্থীর ক্ষেত্রে ২টি বিষয়ে নূন্যতম যোগ্যতা ২.০০ থাকতে হবে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য 

  • শিক্ষা মন্ত্রণালয় স্বীকৃত ১২ বছরের সমমানের ডিগ্রি থ্কতে হবে।
  • ইঞ্জিনিয়ারিং অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের 
  • এইচএসসিতে গণিত এবং পদার্থবিদ্যায় কমপক্ষে বি গ্রেড থাকতে হবে।

WUB তে ভর্তি নিশ্চিত করার জন্য নূন্যতম GPA ২.০০। এর কম  জিপিএ ভর্তির জন্য অনুমোদিত নয়।যদি কোন শিক্ষার্থী এসএসসিতে জিপিএ ২ পায়, তাহলে তাকে এইচএসসিতে জিপিএ ৪ পেতে হবে, তবেই মোট জিপিএ ৬ নিশ্চিত করতে পারবে।

 দরকারি ডকুমেন্টস

  1. সত্যায়িত একাডেমিক সার্টিফিকেট 
  2. পাসপোর্ট সাইজ ছবি (৪ কপি)
  3. ক্রেডিট ট্রান্সফারের ক্ষেত্রে আগের কোর্সের কারিকুলাম, মূল্যায়নের ধরন, গ্রেডশিট, সার্টিফিকেট জমা দিতে হয়।
  4. ক্লাস শুরুর আগেই মূল মার্কশিট ও সার্টিফিকেট জমা দিতে হয়। 

টিউশন ফি (Tuition Fees) – কোর্সভিত্তিক খরচ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর প্রোগ্রামগুলোর টিউশন ফি অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম। প্রোগ্রামভেদে টিউশন ফি কিছুটা এদিক-সেদিক হয়।

প্রোগ্রামমোট ক্রেডিটটিউশন ফিমোট খরচ
Business Administration ১৪১৪৯৯৫০০৭০৬০০০
Law১৪৪৬৩৪৫০০৮৪১০০০
Media Studies and Journalism ১৩২৪,৪১,০০০৬,৪৭,৫০০
Arts১৪২২৭২০০০৪৭৮৫০০
Tourism and Hospitality Management ১৪১৩৩৭৫০০৫৫২০০০
Civil Engineering১৬০৪৩৪০০০৬৬৪৫০০
Computer Science and Engineering ১৪৬৩৮৫০০০৬১৫৫০০
Electrical and Electronic Engineering ১৬০৪৩৬৮০০৬৬৭৩০০
Automobile Engineering ১৬০৩,৮৫,০০০৬,১৫,৫০০
Mechanical Engineering১৬০৩,৮৫,০০০৬১৫,৫০০
Mechatronics Engineering১৬১৩,৮৭,৫০০৬,১৮,০০০
Architecture ১৮০৫,৩১,০০০৭,৯৭,৫০০
Pharmacy ১৬০৬৭৮৬০০৯২৫১০০
Textile Engineering১৬৯৩৯১২০০৬২১৭০০
Apparel Manufacturing Engineering১৬০৩,৮৫,০০০৬১৫,৫০০
Fashion Design and Apparel Technology ১৩৪৩,৮৪,০০০৬১৪,৫০০

এছাড়া অন্যান্য ডিপ্লোমা কোর্সের প্রোগ্রাম বা পোস্ট গ্রাজুয়েশন এর টিউশন ফি সম্পর্কে জানতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করুন।

বৃত্তি ও আর্থিক সহায়তা (Scholarships & Financial Aid)

জেনে অবাক হবেন যে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গতবছরে আন্ডারগ্রাজুয়েট ও গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য মোট প্রায় ৩৯,৮৮,০৯,০৮৪ টাকার মতো স্কলারশিপ অফার করেছে। তাহলে ধারনাই করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়টি স্টুডেন্টদের স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করার জন্য অর্থনৈতিক সাপোর্ট দিয়ে আসছে। মেধার ভিত্তিতে প্রদান করা স্কলারশিপগুলো ৫০-১০০% টিউশন ফি ওয়েভারে পড়াশোনা করার সুযোগ দিয়ে থাকে।

একাডেমিক মেধার ভিত্তিতে বৃত্তি

  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্ববর্তী পরিক্ষায় এসএসসি ও এইচএসসিতে GPA 5.00 থাকলে এ স্কলারশিপ পাওয়া যায়।
  • ভর্তির পরবর্তী সেমিস্টারগুলোতো সিজিপিএ ৩.৭৫ পেতে হবে অন্যথায় সব ওয়েভার বাতিল হয়ে যাবে।
  • কোনো সেমিস্টার ড্রপ দেওয়া যাবে না এবং প্রতি সেমিস্টারে মিনিমাম ১২ ক্রেডিট কোর্স নিতে হবে। 
  • বিশ্ববিদ্যালয়ের কোনো রুলস না মানলে স্কলারশিপ বাতিল হবে।
  • কোনো সেমিস্টারে ফেইল বা রিটেক নিলে সে আর স্কলারশিপ পাওয়ার যোগ্য থাকবে না।

মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য স্কলারশিপ

এই বিশ্ববিদ্যালয়টি মুক্তিযোদ্ধাদের সন্তাদের বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ দিয়ে থাকে। মুক্তিযোদ্ধাদের সন্তানরা ১০০% টিউশন ফি ওয়েভারে তাদের উচ্চশিক্ষা অর্জন করতে পারে। 

 বৃত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদন ফরম (রেজিস্ট্রার বরাবর)
  • ছবি
  • মুক্তিযোদ্ধা সনগ্যাজেট নোটিফিকেশন 
  • জন্ম নিবন্ধন সার্টিফিকেট 
  • মুক্তিযোদ্ধার জাতীয় সনদপত্র

এছাড়া যদি স্কলারশিপ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি বিশ্ববিদ্যালয়ের Information and Admissions office  এ সরাসরি যোগাযোগ করুন।

আন্তর্জাতিক  সহযোগিতা ও র‍্যাংকিং

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রফেশনাল দক্ষতা অর্জনে বেশ সচেতন। বাংলাদেশের শিক্ষার্থীদের গ্লোবাল এক্সপোজার প্রদানের লক্ষ্যে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে যুক্তিভিত্তিক কোলাবোরেশান করে আসছে। ভারত, মালয়েশিয়া, ইরান, ফিলিপাইন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের নানা বিশ্ববিদ্যালয়ের সাথে MOU করা যাতে শিক্ষার্থীরা নানা একচেঞ্জ প্রোগ্রামের আওতায় জ্ঞান অর্জন করতে পারে। 

  • Shenyang University of Chemical Technology
  • Liaoning Communication University
  • Zhengahou University
  • Sias University
  • American University in Cairo
  • Kalinga Institute of Industrial Technology (KIIT)
  • National Law University Odisha
  • Chandigarh University
  • Asian School of Business Management, Bhubaneswar
  • Gujarat Forensic Sciences University (GFSU)
  • Graphic Era Hill University
  • University Kuala Lumpur
  • University of Sabah
  • Universiti Tun Abdul Razak

র‍্যাংকিং

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের ১২৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি ৫২ নম্বর পজিশনে আছে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের জন্য ৩৩তম এবং বিশ্বে ৪৮৯৭তম স্থানে রয়েছে, যেখানে ৭৭২টি আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং ৭,১৯৯টি জার্নাল রয়েছে।

শেষকথা

আপনি যদি কম টিউশন ফি দিয়ে কোনো ইউনিভার্সিটি ডিগ্রী অর্জন করতে চান, তবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আসলেই সেরা চয়েজ। এর ওয়ার্ল্ড ক্লাস লেভেলের শিক্ষা ব্যবস্থা, উন্নত মানের ল্যাব সুবিধা ও দেশ-বিদেশের সেরা গবেষকদের দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক Ranking এ দিন দিন এগিয়ে যাচ্ছে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক তথ্য আপনার কাছে তুলে ধরার চেষ্টা করেছি, এরপরও আপনি আরো বিস্তারিত জানতে চান তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও নম্বরে যোগাযোগ করতে পারেন।


লিমা খাতুন,ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, তেজগাঁও, ঢাকা, প্রকাশ-৭ জুলাই, ২০২৫,
<https://abhinoboschool.com/ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ/>

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

mstlima

নিউজ
চাকরি
Home
Question
Search