ইনস্টিটিউট

 ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ

কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা
লিখেছেন abhinoboschool

বাংলাদেশের অন্যান্য মেরিন টেকনোলজি ইনস্টিটিউট এর মধ্যে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ হচ্ছে অন্যতম । স্থাপনা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই ইনস্টিটিউট এর রয়েছে বিভিন্ন ধরনের সাফল্য। শুধু এই ইনস্টিটিউটটি নয় বরং বাংলাদেশের সকল মেরিন টেকনোলজি পড়ানো সব ইনস্টিটিউট গুলো বাংলাদেশের গর্ব। আমরা এই আর্টিকেলে মেরিন টেকনোলজি ইনস্টিটিউট সিরাজগঞ্জ সর্ম্পকে আলোচনা করব।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ এর ইতিহাস

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে মেরিন এবং শিপিং খাতে উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে। এর ভিত্তি প্রস্তর হয়েছিল ১৪-০৭-২০১১ খ্রিঃ। এর মূল উদ্দেশ্য ছিল দেশের মেরিন ইন্ডাস্ট্রিতে কার্যকরী, দক্ষ এবং প্রশিক্ষিত কর্মী তৈরি করা। প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়, এবং এখানে মেরিন প্রযুক্তি, নৌ-প্রকৌশল, শিপবিল্ডিং এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু রয়েছে। 

ইতিহাসগতভাবে, বাংলাদেশের নৌপথ ব্যবস্থাপনা এবং নৌ-ইঞ্জিনিয়ারিং এর চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মেরিন টেকনোলজি শিক্ষার গুরুত্ব বেড়ে যায়। সেই চাহিদার পরিপ্রেক্ষিতে, সিরাজগঞ্জে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, যা মেরিন ইঞ্জিনিয়ারিং ও নৌযান পরিচালনায় দক্ষ পেশাদার তৈরি করতে বিশেষভাবে অবদান রাখছে।

একনজরে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি,সিরাজগঞ্জ
ব্যবস্থাপনা সরকারি
শিক্ষার্থী ধরণ সহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
বাংলায় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিMN,সিরাজগঞ্জ
ইংরেজিতে (ব্লক লেটার) Institute of Marine Technology,Sirajgan
ভিত্তি প্রস্তর ১৪-০৭-২০১১
ওয়েবসাইট www.imt.sirajganj.gov.bd
ক্যাম্পাস ভূমি ২.৫০ একর।
ঠিকানা
হোল্ডিং নম্বর/রোড মুলিবাড়ি, সয়দাবাদ, সিরাজগঞ্জ-৬৭৫০
মৌজা দুখিয়াবাড়ী
জেলা বিভাগ জিলা কি
বিভাগ রাজশাহী

মিশন ও ভিশন

মিশন

বিশ্ব শ্রম বাজার ও মেরিটাইম সেক্টরের চাহিদার ভিত্তিতে যথাযথ কারিগরি প্রশিক্ষণ প্রদান, দক্ষ অভিবাসন ব্যবস্থাপনার মাধ্যমে বেকার জনগোষ্ঠীর বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অভিবাসী কর্মীদের অধিকতর কল্যাণ ও অধিকার নিশ্চিত করা। 

ভিশন

দেশের সমুদ্র অর্থনীতিতে  অবদান, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, অভিবাসন কর্মীদের অধিকতর কল্যাণ, নিরাপদ অভিবাসন নিশ্চিত ও দক্ষ জনশক্তি গড়ে তোলা। 

পরিচালনা পর্ষদ

মন্ত্রণালয় ও বিভাগঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “শিক্ষা মন্ত্রণালয়” এর “কারিগরি ও মাদ্রাসা বিভাগ” এর অধিনের একটি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রশাসনিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর” ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ-এর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

একাডেমিক পরিচালনাঃ “বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড” এটিআই এর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে ।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ এর সুযোগ সুবিধা

মুলিবাড়ি, সয়দাবাদ, সিরাজগঞ্জে অবস্থিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ। বর্তমানে এই ইনস্টিটিউটের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ব্যাবহার করে শিক্ষার্থীরা তাদের শিক্ষার তাদের পড়ালেখার মান উন্নতি করছে।

প্রায়  ২.৫০ একর জমির উপর নির্মিত প্রতিষ্ঠানটিতে একাডেমিক ভবন, অধ্যক্ষ বাসভব্ন, প্রশাসনিক ভবন ইত্যাদির সন্নিবেশ ঘটেছে। এছাড়াও আপনি দেখতে পারবেন এই ইনস্টিটিউটের প্রবেশ পথের গেটে একাডেমিক কাম প্রশাসনিক ভবনের প্রবেশের গেটসমূহে রয়েছে সুসজ্জিত কর্তব্যনিষ্ঠ নিরাপত্তা প্রহরী, যারা সব সময় তাদের যোগাযোগের মাধ্যম সহ নিরাপত্তা ও আগমনকারীদের তথ্য সংগ্রহ করছে। এছাড়াও ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে আর আমরা নিচে আজকে সুযোগ-সুবিধা গুলি নিয়ে আলোচনা করব।

লাইব্রেরি

বর্তমানে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ একটি গ্রন্থাগার রয়েছে। লাইব্রেরির জন্য নির্দিষ্ট কক্ষ আছে। লাইব্রেরি পরিচালনার জন্য সহকারী শিক্ষক আছে । এছাড়াও লাইব্রেরিতে বাংলা ও ইংরেজি ভাষার চর্চা হয়। 

ওয়ার্কশপ এবং ল্যাবরেটরি

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের এর শিক্ষার্থীদের ব্যাবহারিক/বাস্তবিক দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে আধুনিক মেশিন ও বিভিন্ন যন্ত্রে সজ্জিত ওয়ার্কশপ।যেখানে শিক্ষার্থীদের ব্যাবহারিক শিক্ষায় প্রশিক্ষণের মাধ্যমে শিল্প উন্নয়নের সাথে নিজেকে উন্নয়ন করে দেশ ও শিক্ষার মান বাড়িয়ে তুলবে। 

মাঠ ও উন্মক্ত স্থান

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের একটি সুন্দর মাঠ রয়েছে। শিক্ষার্থীদের শরীর চর্চাসহ বিভিন্ন খেলাধুলা পরিচালনা করার জন্য মাঠটি ব্যাবহার হয়ে থাকে। উক্ত মাঠে বিভিন্ন খেলাধুলা ভলিবল, ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা হয়ে থাকে। 

স্বাস্থ্যকেন্দ্র

বর্তমানে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের এর কোন স্বাস্থ্যকেন্দ্র নেই।

আবাসিক হল

বর্তমান ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের কোন আবাসিক হল নেই। 

ধর্মীয় প্রতিষ্ঠান(মসজিদ)

বর্তমানে মুসলমান শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীসহ সকলের জন্য মসজিদে নামাজ পড়ার সু – ব্যাবস্থা রয়েছে। নামাজের জন্য একটি কক্ষ রয়েছে যেখানে মুসলমান শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা নামাজ আদায় করে থাকে।

পলিটেকনিক ডাক বিভাগ

বর্তমানে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের এর কোন নিজস্ব পলিটেকনিক ডাক বিভাগ নেই।

ক্যাম্পাসে মোট শিক্ষক এবং কর্মচারী

অধ্যক্ষ১ জন
সিনিয়র ইন্সট্রাক্টর (মেরিন ডিজেল)২ জন
সিনিয়র ইন্সট্রাক্টর১ জন
প্রশিক্ষক (গণিত)১ জন
ইন্সট্রাক্টর (মেরিন ডিজেল)৩ জন
ইন্সট্রাক্টর (মেকানিক্যাল)২ জন
ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল)৩ জন 
ইন্সট্রাক্ট্রর (বিষয়ভিত্তিক)২ জন
প্রশিক্ষক (মেকানিক্যাল)১ জন
খন্ডকালীন প্রশিক্ষক (নেভাল আর্কিটেকচার)১ জন
পেটি অফিসার (খন্ডকালীন প্রশিক্ষক )১ জন
ক্রাফট ইন্সট্রাক্ট২ জন
কম্পিউটার অপারেটর (প্রশাসন শাখা)১ জন 
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (প্রশাসন শাখা)১ জন 
কেয়ারটেকার১ জন 
ড্রাইভার১ জন 
সহকারী স্টোরকিপার১ জন 
ওয়ার্কসপ এটেনডেন্ট৬ জন
মালি১ জন 
খালাসী (আউটসোর্সিং)১ জন 
বাবুর্চি (আউটসোর্সিং)১ জন 
অফিস সহায়ক (আউটসোর্সিং)রেজিস্টার শাখা২ জন
নিরাপত্তা প্রহরী৪ জন 

পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রম

  • ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি (০৪ বছর মেয়াদী)
  • ডিপ্লোমা ইন শীপ বিল্ডিং টেকনোলজি (০৪ বছর মেয়াদী)
  • কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন (০৬ মাস মেয়াদী)
  • প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং (০৬ মাস মেয়াদী)
  • ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং (০৬ মাস মেয়াদী)
  • সিএনসি মেশিন অপারেশন (০৬ মাস মেয়াদী)
  • অটোক্যাড (০৪ মাস মেয়াদী, সকাল ও বিকাল শিফট্)
  • ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন (০৪ মাস মেয়াদী, সকাল ও বিকাল শিফট্)
  • মেশিন সপ প্রাকটিস (০৪ মাস মেয়াদী, সকাল ও বিকাল শিফট্)
  • জাপানিজ ভাষা শিক্ষা কোর্স (০৬ মাস মেয়াদী)

শর্ট কোর্স

বর্তমানে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জে  ইনস্টিটিউটের কোন শর্ট কোর্স চালু নেই। 

ছাত্রাবাস

বর্তমানে এই ইনস্টিটিউটে ছাত্র হোস্টেল রয়েছে। যেটি (৬ তলা ভিত্তির উপর ৪তলা পর্যন্ত) এবং (১৪৪ সীট বিশিষ্ট)। ছাত্রী হোস্টেল রয়েছে ১ টি (৬ তলা ভিত্তির উপর ৬ তলা ভবন) সীট সংখ্যা ৭৫ টি।



সাধারণত আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্পর্ক কিছু তথ্য আছে যেগুলো প্রায় একই থাকে বলা যায়, কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে। প্রত্যেকটি তথ্যগুলো আমরা ভেরিফাইড ওয়েবসাইট থেকে নিয়েছি এবং প্রত্যেকটি তথ্য গুলো আমাদের রিসার্চ করা যার ধরুন আপনি এখান থেকে খুব ফ্রেশ এবং আপডেট তথ্যগুলো জানতে পারবেন। সাধারণত আমাদের যে বিষয়গুলো বেশি জরুরি হয়ে থাকে যেমনঃ ভর্তির যোগ্যতা, কোর্সের সময়সীমা, শিক্ষা ব্যাবস্থা, পড়াশোনা খরচ, ছাত্রাবাস ইত্যাদি উল্লেখিত পয়েন্টগুলো ইনফরমেটিভ আর্টিকেলে দেওয়া হয়েছে। 

মোহেবুল্লাহ হোসেন মুবিন, প্রকাশ ০৭, সেপ্টেম্বর, ২০২৪

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

abhinoboschool

নিউজ
চাকরি
Home
Question
Search