উচ্চ শিক্ষা

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সংক্ষিপ্ত পরিচিতি

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সাধ্যের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নপূরণ করতে অন্যতম পছন্দ। প্রতিবছর প্রায় ১০ লক্ষের মতো শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে উচ্চশিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ ৫% শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়, বাকি ৯৫% শিক্ষার্থীকে ন্যাশনাল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়। এক্ষেত্রে শিক্ষার মান ও খরচ দুইটা বিষয় বিবেচনা করতে দ্বিধাদ্বন্দে পড়তে হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এবং ইউজিসি ও সরকার কর্তৃক অনুমোদিত, ADUST বাংলাদেশের অন্যতম অগ্রগামী শিক্ষা প্রতিষ্ঠান, যা সাশ্রয়ী মূল্যে উচ্চশিক্ষার স্তর নিশ্চিত করে “Centre of Excellence” হিসেবে কাজ করে আসছে। চলুন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জেনে নেই। 

মিশন

  • নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।
  • দক্ষ মানবসম্পদ, দূরদর্শী নেতা এবং আলোকিত নাগরিক তৈরি করা।
  • শিক্ষা এবং উদ্ভাবনী গবেষণার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখা।

ভিশন

সমাজকে আলোকিত করার জন্য শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠা। 

এক নজরে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট
ইআইআইএন (EIIN)১৩৬৬৮৭
নীতিবাক্যCentre of Excellence 
ব্যবস্থাপনাবেসরকারি
প্রতিষ্ঠানের ধরন:সহশিক্ষা
প্রতিষ্ঠান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
প্রতিষ্ঠানের নাম: অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ইংরেজিতে (ব্লক লেটার)ATISH DIPANKAR UNIVERSITY OF SCIENCE AND TECHNOLOGY
বিশ্ববিদ্যালয়ের ধরনঃবিজ্ঞান ও প্রযুক্তি
প্রতিষ্ঠানে শিক্ষার্থীর ধরনঃ সহশিক্ষা
বিশ্ববিদ্যালয়টির পাঠদান পদ্ধতিঃসেমিস্টার
বৎসরে সেমিস্টার সংখ্যাঃ৪টি
স্থাপিত১৮/0৮/২০০৪
ফোন০২৫৫০৮৬৮৫২
মোবাইল০১৭৮৭৬৬৬৫৭৫
ই-মেইলinfo@adust.edu.bd
ওয়েবসাইটwww.adust.edu.bd
ঠিকানাপ্লট-২০৯, সেক্টর-১৫, খানটেক, উত্তরা, ঢাকা, বাংলাদেশ
ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য
পরিচালনা পর্ষদের ধরনবোর্ড অফ ট্রাস্টিজ
মোট ডিপার্টমেন্ট ১৫টি
কোলাবোরেশন৪টি দেশের মোট ৪ টি ইউনিভার্সিটির সাথে
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসহ্যাঁ
বিশ্ববিদ্যালয়ের জমির পরিমাণ১ একর 
কেন্দ্রীয় লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা১০,০০০

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইতিহাস

এই বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন এর আওতায় অনুমোদনপ্রাপ্ত একটি বিশ্ববিদ্যালয়। যদিও এটি ২০০৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে একাডেমিক যাত্রা শুরু করে। শুরুর দিকে এটি উত্তরা,পান্থপথ, মিরপুর, পল্টন ও বনানী নানা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে এর ক্যাম্পাস ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে। পরে অবশেষে ২০১৭ তে উত্তরায় এর স্থায়ী ক্যাম্পাস হিসেবে স্থানান্তরিত করা হয়। খুশির বিষয় হচ্ছে, ২০২১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে পঞ্চম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সনদপত্র অর্জন করেছে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা সনদ স্বীকৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে সকল সংশয়ের ইতি টানতে সাহায্য করেছে। 

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অবস্থান ও ক্যাম্পাস বিবরণ

শুরুর দিকে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্নভাবে ঢাকার বিভিন্ন এলাকা যেমন: উত্তরা, গ্রীনরোড, পান্থপথ, মিরপুরে এর বিভিন্ন ডিপার্টমেন্টের একাডেমিক কার্যক্রম পরিচালনা করে।  পরে ২০১৭ সালে এটি উত্তরায় এর পার্মানেন্ট ক্যাম্পাস স্থাপন করে। বর্তমান ঢাকার অদূরে খানটেকে মোট ১ একর জমির উপরে ADUST সমস্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে। 

কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার সুবিধা

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTB) থেকে উত্তীর্ণ ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার জন্য খুবই কম সংখ্যক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে কেবল ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ডুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ নামমাত্র কয়েকটি প্রতিষ্ঠান ডিপ্লোমাধারীদের এ সুযোগ দিয়ে থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সোনারগাঁও ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটিসহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য বিশেষ ওয়েভারের মাধ্যমে এখানে সি.এস.সি,ইইই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইন্জিনিয়ারিং, ফার্মেসি ও কৃষিতে ব্যাচেলর সহ পোস্টগ্রাজুয়েশন করার সুযোগ প্রদান করে। এজন্য ডিপ্লোমা হোল্ডারদের স্বল্প খরচে গুনগতমানের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নপূরণের জন্য ADUST সেরা পছন্দ।  

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রধান বৈশিষ্ট্যসমূহ

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে  অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় যুগোপযোগী শিক্ষা, অভিজ্ঞ শিক্ষক, আধুনিক ল্যাবরেটরি এবং শিল্প ভিত্তিক পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রফেশনাল জীবনের ভিত্তি স্থাপন করতে সহায়ক ভুমিকা রাখে। নিচের প্রধান বৈশিষ্ট্যগুলোর জন্যই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ADUST কে শীর্ষে রাখতে পারে-

  • ADUST বর্তমান শিল্পখাতের চাহিদার সাথে মিল রেখে তাদের কারিকুলাম আপডেট করে, যার ফলে শিক্ষার্থীরা বাস্তব জীবনের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হতে পারে।
  • শিক্ষার্থীদের ব্যক্তিগত ও একাডেমিক সমস্যা সমাধানে রয়েছে প্রফেশনাল উপদেষ্টাদের মাধ্যমে ওয়ান টু ওয়ান কাউন্সেলিং।
  • ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য রয়েছে ব্লেন্ডেড লার্নিং পদ্ধতি। 
  • এখানে রয়েছে ৫টি স্পেশালইজ সেন্টার অফ এক্সিলেন্স যা শিক্ষার্থী গবেষণা ও প্রশিক্ষণে নিয়োজিত।
  • ফ্রেশ গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য রয়েছে ক্যারিয়ার প্লেসমেন্ট সেল। এটি নিয়মিত জব ফেয়ারের আয়োজন করে থাকে।
  • শিক্ষার্থীদের গবেষণায় ইনভলভমেন্ট বাড়ানোর জন্য প্রতি ডিপার্টমেন্টে রয়েছে গবেষণা সেল।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একাডেমিক প্রোগ্রাম ও বিভাগসমূহ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট ৫টি ফ্যাকাল্টির অধীনে ১৫টি ডিপার্টমেন্টে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ( Faculty of Engineering & Technology )

  • বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ (EEE)
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (CSE)
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ
  • ফ্যাশন ডিজাইন এবং প্রযুক্তি বিভাগ
  • রোবোটিক্স এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ

ব্যবসা অনুষদ( Faculty of Business )

  • ব্যবসায় প্রশাসন বিভাগ
  • কৃষি ব্যবসা বিভাগ
  • এমবিএ প্রোগ্রাম
  • EMBA প্রোগ্রাম ইন এগ্রিবিজনেস
  • এমবিএ প্রোগ্রাম ইন এগ্রিবিজনেস
  • বিবিএ প্রোগ্রাম
  • ইএমবিএ প্রোগ্রাম

স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ (Faculty of Health Science)

  • ফার্মেসি বিভাগ
  • জনস্বাস্থ্য বিভাগ
  • মাস্টার ইন ফার্মেসি (এম. ফার্ম)

আইন অনুষদ (Faculty of Law)

  • আইন বিভাগ
  • মাস্টার অফ ল’স প্রোগ্রাম (এলএল.এম.) 

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (Faculty of Arts & Social Sciences)

  • সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • শিক্ষা বিভাগ
  • এমএ প্রোগ্রাম ইন ইংলিশ
  • মাস্টার অফ এডুকেশন (এম.এড.)
  • অর্থনীতি বিভাগ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সুযোগ সুবিধা ও অন্যান্য তথ্য

লাইব্রেরি সুবিধা

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান চর্চার পাশাপাশি সহশিক্ষামূলক নানা বই ও জার্নালে সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। যেখানে স্টুডেন্টরা সহজেই যেকোনো বিষয়ের বই পড়ার সুবিধা পেয়ে থাকে। 

যাতায়াত সুবিধা

ঢাকাস্থ শিক্ষার্থীরা যাতে সহজেই বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পাসে যাতায়াত করতে পারে, তার জন্য রয়েছে ফ্রি বাস সুবিধা। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী সবাই এই বাসগুলো ব্যবহার করতে পারে।

অন্যান্য সুবিধা

এছাড়া রয়েছে ৫টি স্পেশালইজড সেন্টার অফ এক্সিলেন্স, প্রতি ডিপার্টমেন্টে গবেষনা সেল ও ক্যারিয়ার প্লেসমেন্ট সেলসহ নানা সুবিধা যা ADUST এর শিক্ষার্থী যুগপোযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলছে।

বিভিন্ন ক্লাবের তালিকা

ADUST একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডেও স্টুডেন্টদের জড়িত থাকার জন্য অনুপ্রাণিত করে। বিশেষ করে বছরব্যাপী নানা প্রফেশনাল ওয়ার্কশপ, সেমিনার ও ক্যারিয়ারমুখী আলোচনা দেখলেই এটা বুঝা যায়।

ADUST প্রোগ্রামিং ক্লাবADUST ডিবেটিং ক্লাব
ADUST ল ক্লাবADUST স্পোর্টস ক্লাব
ADUST বিজনেস ক্লাবADUST Alumni Association 

 ভর্তি প্রক্রিয়া ও যোগ্যতা 

  • এসএসসি এবং এইচএসসি অথবা সমমানের পাবলিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫/দ্বিতীয় বিভাগ/সমমানের গ্রেড। এক কথায়, এসএসসি বা এইচএসসি যেকোনো পরীক্ষায় জিপিএ ২.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের উভয় পরীক্ষার জিপিএ মিলিয়ে ন্যূনতম জিপিএ ৬.০০ থাকতে হবে।
  • ও-লেভেল এবং এ-লেভেল শিক্ষার্থীদের জন্য: লন্ডন বিশ্ববিদ্যালয় জিসিই থেকে ও-লেভেল পাশকৃত শিক্ষার্থীদের তিনটি বিষয়ে জিপিএ ২.৫ বা তার বেশি এবং এ-লেভেল দুটি বিষয়ে জিপিএ ২.০ বা তার বেশি।
  • মুক্তিযোদ্ধার সন্তান : এসএসসি এবং এইচএসসির মোট জিপিএ কমপক্ষে ৫.০০ হতে হবে।

প্রয়োজনীয় যোগ্যতা (Postgraduate Programs)

  • একটি স্বীকৃত পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে চার বছরের স্নাতক ডিগ্রি যার গ্রেড পয়েন্ট গড় ৪.০ স্কেলে ২.৫ বা তার বেশি।
  • কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ তিন বছরের স্নাতক ডিগ্রি। এই ধরনের শিক্ষার্থীদের ADUST-তে অতিরিক্ত প্রস্তুতিমূলক কোর্সে ভর্তির প্রয়োজন হতে পারে।

টিউশন ফি (Tuition Fees) – প্রোগ্রামভিত্তিক খরচ 

স্নাতক স্টুডেন্টদের জন্য টিউশন ফি (Tuition fee for Bachelor Students )

প্রোগ্রামসমূহক্রেডিট আওয়ারপ্রতি ক্রেডিট ফিমোট টিউশন ফিভর্তি ফিরেজিস্ট্রেশন ফি
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)১৫৪২,২৯০ টাকা৩,৫২,৬৬০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)১৪৩২,৪৩০ টাকা৩,৪৭,৪৯০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং১৬৫২,৪৩০ টাকা৪,০০,৯৫০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
সিভিল ইঞ্জিনিয়ারিং১৬১২,৫০০ টাকা৪,০২,৫০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
রোবটিক্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং১৪০৫,০০০ টাকা৭,০০,০০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
ফার্মেসি (B. Pharm)১৫২২,৪৩০ টাকা৩,৬৯,৩৬০ টাকা১৫,০০০৭,২০০ টাকা
এলএলবি (LLB)১৪২৩,০৫০ টাকা৪,৩৩,১০০ টাকা১৫,০০০৭,২০০ টাকা
জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ১৩০২,৫০০ টাকা৩,২৫,০০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA)১২৪২,২৯০ টাকা২,৮৩,৯৬০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
বিবিএ ইন এগ্রিবিজনেস (BBA in Agribusiness)১৪৭২,০২০ টাকা২,৯৬,৯৪০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি১৪৪২,৫০০ টাকা৩,৬০,০০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
ইংরেজি (BA in English)১২৪১,৬২০ টাকা২,০০,৮৮০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
ব্যাচেলর অফ এডুকেশন (B.Ed)৩৬৬৮০ টাকা২৪,৪৮০ টাকা৪,৫০০২,০০০ টাকা

স্নাতকোত্তর স্টুডেন্টদের জন্য টিউশন ফি(Tuition for Graduate)

প্রোগ্রামসমূহক্রেডিট আওয়ারপ্রতি ক্রেডিট ফিমোট টিউশন ফিভর্তি ফিরেজিস্ট্রেশন ফি
মাস্টার অফ পাবলিক হেলথ (MPH)৫২২,৩৬০ টাকা১,২২,৭২০ টাকা১৮,০০০৪,৮০০ টাকা
ফার্মেসি (সাধারণ)৩৬৩,৬০০ টাকা১,২৯,৬০০ টাকা১৫,০০০৭,৫০০ টাকা
ফার্মেসি (থিসিস)৩৬৪,০০০ টাকা১,৪৪,০০০ টাকা১৫,০০০৭,৫০০ টাকা
এমবিএ (MBA)৬৪২,২৯০ টাকা১,৪৬,৫৬০ টাকা১৫,০০০৫,৫০০ টাকা
ইএমবিএ (EMBA)৪৫২,২৯০ টাকা১,০৩,০৫০ টাকা১৫,০০০৫,৫০০ টাকা
MBA for BBA Holders ৩৭২,২৯০ টাকা৮৪,৭৩০ টাকা১৫,০০০৫,৫০০ টাকা
এমবিএ ইন এগ্রিবিজনেস৬৬২,০২০ টাকা১,৩৩,৩২০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
ইএমবিএ ইন এগ্রিবিজনেস৫০২,০২০ টাকা১,০১,০০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
এমএ ইন ইংলিশ (২ বছর)৬০১,৩৫০ টাকা৮১,০০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
এমএ ইন ইংলিশ (১ বছর)৩০১,৩৫০ টাকা৪০,৫০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
এমএ ইন এপ্লাইড ল্যাগুয়াস্টিকস ও ELT (২ বছর)৬৬১,৩৫০ টাকা৮৯,১০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
এমএ ইন এপ্লাইড ল্যাগুয়াস্টিকস ও ELT (১ বছর)৩৬১,৩৫০ টাকা৪৮,৬০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
মাস্টার্স অফ এডুকেশন  (M.Ed)৪৫৬৮০ টাকা৩০,৬০০ টাকা৪,৫০০২,০০০ টাকা
এলএলএম (২ বছর)৮৬১,৩৫০ টাকা১,১৬,১০০ টাকা১৫,০০০৭,২০০ টাকা
এলএলএম (১ বছর)৪৬১,৩৫০ টাকা৬২,১০০ টাকা১৫,০০০৭,২০০ টাকা
পিজিডিআইটি (PGDIT)৩৬২,৫০০ টাকা৯০,০০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা

ডিপ্লোমা হোল্ডারদের জন্য টিউশন ফি(Tuition fee for Diploma Holder)

প্রোগ্রামসমূহক্রেডিট আওয়ারপ্রতি ক্রেডিট ফিমোট টিউশন ফিভর্তি ফিরেজিস্ট্রেশন ফি
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং১৪১১,৬২০ টাকা২,২৮,৪২০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জি.১৪৩১,৮২০ টাকা২,৬০,২৬০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং১৩৫১,৮২০ টাকা২,৪৫,৭০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
সিভিল ইঞ্জিনিয়ারিং১৪১২,৫০০ টাকা৩,৫২,৫০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা
ফার্মেসি১৫২১,৮২০ টাকা২,৭৬,৬৪০ টাকা১৫,০০০৭,২০০ টাকা
বিবিএ ইন এগ্রিবিজনেস১২০১,৪৯০ টাকা১,৭৮,৮০০ টাকা১৫,০০০৪,৮০০ টাকা

বৃত্তি ও আর্থিক সহায়তা (Scholarships & Financial Aid) 

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতি সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের জন্য আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ করে দেয়। সর্বনিম্ন ৪০% থেকে সর্বোচ্চ ১০০% পর্যন্ত স্কলারশিপও প্রদান করে থাকে। স্কলারশিপের বিস্তারিত তথ্য নিচে উল্লেখ করা হল-

  • ভর্তিতে ৪০% ওয়েভার: প্রতি সেমিস্টারে নতুন শিক্ষার্থীদের আর্থিক চাপ কমাতে টিউশন ফি এর উপর ৪০% ছাড় দেওয়া হয়।
  • মেধাভিত্তিক স্কলারশিপ ৭৫% ওয়েভার: মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরো অনুপ্রাণিত করতে ADUST ৭৫% পর্যন্ত ওয়েভার দিয়ে থাকে। সাধারণত পূর্ববর্তী পরিক্ষার ফলাফল ও ভর্তি পরিক্ষার ফলাফলের উপর ভিত্তি করে এই স্কলারশিপ প্রযোজ্য হয়।
  • ডিপ্লোমাধারীদের জন্য বিশেষ ছাড়: যারা ডিপ্লোমা করেছেন এখন ব্যাচেলর করতে চান, ADUST আপনার জন্য রেখেছে বিশেষ ওয়েভার। আপনার ডিপ্লোমার রেজাল্ট অনুযায়ী এই ওয়েভারের পারসেন্টেজ তারতম্য হবে।
  • নারী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৫% ছাড়: শিক্ষাক্ষেত্রে নারীদের হার আরো বাড়াতে ADUST যেকোনো নারী শিক্ষার্থীর টিউশন ফি এর উপর অতিরিক্ত ৫% ওয়েভার দিয়ে থাকে। 
  • দলবদ্ধ ভর্তিতে অতিরিক্ত ৫% ছাড়: আপনি যদি আপনার বন্ধুবান্ধব সহ ভর্তি হন, তাহলে পাবেন আরো ৫% অতিরিক্ত ওয়েভার।

উপরের স্কলারশিপ পেতে অবশ্যই আপনাকে নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। বিস্তারিত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হচ্ছে। 

আন্তর্জাতিক সহযোগিতা ও র‍্যাংকিং

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশ বিদেশের নানা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশানে একচেঞ্জ প্রোগ্রাম ও ওয়ার্কশপের আয়োজন করে যা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। 

  • ECG UNIVERSITY
  • University of Nottingham (UK)
  • Taylor’s University (Malaysia)

 র‍্যাংকিং

Edu Rank অনুসারে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের ১৪,১৩১ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২৪২৭তম অবস্থানে রয়েছে। এরপর এশিয়ার ৫,৮৩০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫১৩৮তম এবং সবশেষে বাংলাদেশ সেরা ১২৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০২তম।

শেষকথা

ডিপ্লোমা স্টুডেন্টদের উচ্চশিক্ষা অর্জনের জন্য নামমাত্র যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। কম খরচে উচ্চশিক্ষা সম্পন্ন করতে চাইলে এর বিকল্প নেই। আমরা ADUST এর বিস্তারিত সব তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা বা জানার কিছু থাকে তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।


লিমা খাতুন,অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা, প্রকাশ-৭ জুলাই, ২০২৫,
<https://abhinoboschool.com/অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়/>

শেয়ার করুন বন্ধুদের সাথে

লেখক সম্পর্কে

mstlima

নিউজ
চাকরি
Home
Question
Search